লেভেল ৪ হতে আমার অর্জন - By @oisheee

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ লেভেল-৪ হতে যে সকল বিষয় অর্জন করতে পেরেছি তা আমি আমার এই পোস্টে লিখবো। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি লেভেল-৪ এর প্রফেসর @rupok ভাইয়াকে।তিনি অনেক সুন্দর ভাবে আমাদের লেভেল-৪ এর বিষয়বস্তু সম্পর্কে বুঝিয়েছেন। তাই ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের পোস্টটি শুরু করছি।

creativeness-2375169_1280-01.jpeg

আমার বাংলা ব্লগ লেভেল -৪ হতে p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer,Internal Market এ SBD থেকে Steem এ Convert করা,External Market এ Steem এবং TRX Exchange করা এ সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছি। এ সকল বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিচে দেয়া হল :


p2p কি?

p2p অর্থ হলো পারসন টু পারসন ট্রান্সফার। অর্থাৎ কোন ইউজার অপর একজন ইউজারের ওয়ালেটে STEEM, SBD অথবা TRX পাঠালে সেটাকে p2p ট্রান্সফার বলে।



P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

আমার ওয়ালেট লগইন দিয়ে SBD অপশনে যাব। এরপর ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সফারে যাব। এরপর To তে level4test লিখবো। এমাউন্টের বক্সে 0.001 SBD লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। সবকিছু ঠিক আছে কিনা আরো একবার চেক করে ok বাটনে ক্লিক করবো। এরপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে সাবমিট করে দিব।

Screenshot_20230815-224241.jpg



P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

আমার ওয়ালেট লগইন দিয়ে STEEM অপশনে যাব। এরপর ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সফারে যাব। এরপর To তে level4test লিখবো। এমাউন্টের বক্সে 0.001 Steem লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। সবকিছু ঠিক আছে কিনা আরো একবার চেক করে ok বাটনে ক্লিক করবো। এরপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে সাবমিট করে দিব।

Screenshot_20230815-225739.jpg



P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

আমার ওয়ালেট লগইন দিয়ে TRX অপশনে যাব। এরপর ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সফারে যাব। এরপর To তে level4test লিখবো। এমাউন্টের বক্সে 0.01 TRX লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। সবকিছু ঠিক আছে কিনা আরো একবার চেক করে ok বাটনে ক্লিক করবো। এরপর ট্রন প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে সাবমিট করে দিব।

Screenshot_20230815-230457.jpg



Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

ওয়ালেটে লগইন দেওয়ার পর প্রোফাইলের একদম ডান পাশের উপরের থ্রি লাইনে ক্লিক করে currency market এ যাবো। এরপর Buy STEEM এ কনভার্টের কাজ সম্পন্ন করব। প্রথমেই কারেন্ট মার্কেট প্রাইস টা সিলেক্ট করে নিব। এরপর 0.1 SBD লিখবো। এরপর Buy STEEM এ ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কিনা দেখে ওকে বাটনে ক্লিক করব।ব্যাস হয়ে গেল 0.1 SBD কে Steem এ Convert করার কাজ।

Screenshot_20230815-231727.jpg

Screenshot_20230815-231844.jpg



Poloniex Exchange site এ একটি Account Create করুন।

প্রথমে Poloniex এর অফিসিয়াল সাইটের সাইনআপ পেইজে যেতে হবে। এরপর একটি ফর্ম দেখতে পাওয়া যাবে। সেখানে ফার্স্ট নেইম, লাস্ট নেইম দিতে হবে। এরপর কান্ট্রি, ডেট অফ বার্থ, gmail এবং পাসওয়ার্ড - কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম এইট ক্যারেক্টারের হবে। এরপর টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে একাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এ পর্যায়ে জিমেইলে একটি লিংক যাবে সেটি ক্লিক করে কনফার্ম করলেই একাউন্ট তৈরি সম্পন্ন হবে।

এরপর অবশ্য আরো কিছু ধাপ রয়েছে যেগুলো প্রোফাইল সাজানো এবং আইডেন্টিটি সাবমিট করে সিকিউরিটি স্ট্রং করার জন্য প্রয়োজন হয়।



আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

প্রথমে poloneix account এ গিয়ে ওয়ালেটে ক্লিক করতে হবে।এরপর deposit এ ক্লিক করতে হবে।এবার search option এ গিয়ে steem search করলে steem সাজেস্ট করবে। এরপর সেখানে ক্লিক করলে নেটওয়ার্ক সিলেক্ট অপশন আসবে।নীচে লেখা steem network এর উপর ক্লিক করতে হবে।এবার address and memo কপি করতে হবে।এবার steemit ওয়ালেটে ঢুকে steem এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করতে হবে।এবার To তে যাকে পাঠাবো সেটা লিখতে হবে,amount বসাবো আর copy করা address and memo বসাবো । তারপর next বাটনে ক্লিক করবো।সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে ok বাটনে ক্লিক করবো।

Screenshot_20230816-124718.jpg



আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

প্রথমে poloneix account এ গিয়ে ওয়ালেটে ক্লিক করতে হবে।এরপর deposit এ ক্লিক করতে হবে।এবার search option এ গিয়ে TRX search করলে TRX সাজেস্ট করবে। এরপর সেখানে ক্লিক করলে নেটওয়ার্ক সিলেক্ট অপশন আসবে।নীচে লেখা TRX (tron) এর উপর ক্লিক করতে হবে।এবার address কপি করতে হবে।এবার steemit ওয়ালেটে ঢুকে TRX এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করতে হবে।এবার To তে কপি করা address বসাবো,তারপর amount বসিয়ে next বাটনে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই SWITCH TO TRON ACCOUNT সিলেক্ট করতে হবে। সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে ok বাটনে ক্লিক করতে হবে।

Screenshot_20230816-124041.jpg

Screenshot_20230816-124056.jpg

Screenshot_20230816-124345.jpg



Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

steem কে USDT তে Exchange-

প্রথমে poloneix account এ ঢুকে trade এ ক্লিক করবো। এরপর spot এ ক্লিক করে search এ গিয়ে steem search করে steem/USDT pair টি সিলেক্ট করবো।এবার sell এ ক্লিক করে price আর amount লিখবো। এরপর sell steem এ ক্লিক করবো।

Screenshot_20230816-002719.jpg

TRX কে USDT তে Exchange-

প্রথমে poloneix account এ ঢুকে trade এ ক্লিক করবো। এরপর spot এ ক্লিক করে search এ গিয়ে TRX search করে TRX/USDT pair টি সিলেক্ট করবো।এবার sell এ ক্লিক করে price আর amount লিখবো। এরপর sell TRX এ ক্লিক করবো।

Screenshot_20230816-002945.jpg



আমার সীমিত জ্ঞান থেকে আজ আমি লেভেল-৪ এর পশ্নসমূহের উত্তর দিলাম।আমার উত্তরে যদি কোন ভুল থাকে আশা করি সেটা আমাকে ধরিয়ে দিবেন।


আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট এবং রেসিপি শেয়ার করার জন্য। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 last year 

বাহ আপনি খুব সুন্দর লেভেল ফোর এর পরীক্ষা দিলেন দেখে অনেক ভালো লেগেছে। লেভেলে থাকাকালীন অনেক কিছু শেখা যায় অনেক কিছু অর্জন করা সম্ভব। কারণ লেভেলের ক্লাস গুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে অনেক কাজে লাগে। আপনি সুন্দরভাবে লিখিত পরীক্ষা দিলেন শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

একদম নিখুঁত উপস্থাপনা ।লেভেল ৪ এর প্রতিটা টপিক সুন্দর ভাবে তুলে ধরেছেন। এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

অনেক সুন্দর ভাবে আপনি নিজের মত সাজিয়ে গুছিয়ে লেভেল ৪ লিখিত পরীক্ষা দিয়ে দিয়েছেন।আশা করছি খুব দ্রুত ভেরিফাইড মেম্বার এর ট্যাগ অর্জন করতে পারবেন শুভকামনা রইল আপু।

 last year 

আপনার আজকের লেভেল ৪ এর পরীক্ষা দেখে বুঝতে পারছি আপনি এই লেভেল থেকে অনেক সুন্দর কিছু শিখতে পেরেছেন। আর তার জন্য আমাদের মাঝে সুন্দরভাবে পরীক্ষা দিতে সক্ষম হয়েছেন। আশা করব এভাবে আপনি সামনের লেভেলটা পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে খুব সুন্দর ভাবে কাজে অংশগ্রহণ করবেন।

Hi, @oisheee,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42