থ্রিডি স্টার আর্ট।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। গত তিন-চার দিন ধরে অনেক ব্যস্ত সময় পার করেছি। আজ যেহেতু একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করা যাক। আজ আমি আপনাদের সাথে একটি থ্রিডি স্টার আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে। আমি আজ এই স্টারের থ্রিডি আর্টটি কিভাবে তৈরি করেছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি।

থ্রিডি স্টার আর্ট

IMG_20231016_191536_582@1237256890-01.jpeg

উপকরণ :

• আর্ট পেপার
• মার্কার
• কলম
• স্কেল

IMG_20231016_184611_367.jpg

আর্টের ধাপসমূহ :

থ্রিডি স্টার আর্টটি করার জন্য স্কেল এবং কলমের সাহায্যে রেখা গুলো সুন্দরমতো টানতে হবে।রেখা গুলো টানার প্রত্যেকটা ধাপ আপনারা দেখলেই বুঝবেন।

ধাপ-১

IMG_20231016_185302_651.jpg

ধাপ-২

IMG_20231016_185449_385.jpg

ধাপ-৩

IMG_20231016_190136_346.jpg

ধাপ-৪

রেখা গুলো দেওয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্টার তৈরি হয়ে গিয়েছে।

IMG_20231016_190408_819.jpg

ধাপ-৫

এখন থ্রিডি ভাব বোঝানোর জন্য স্টারের কোণায় কোণায় হালকা ভাবে পেন্সিল স্কেচ করে নিবো।

IMG_20231016_190813_673.jpg

ধাপ-৬

এখন মার্কার দিয়ে এভাবে ভরাট করে নিব সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

IMG_20231016_190957_036.jpgIMG_20231016_191239_219.jpg

IMG_20231016_191247_174.jpg

ধাপ-৭

খুব সহজেই সুন্দর একটি থ্রিডি স্টার আর্ট তৈরি হয়ে গেল। এখন আমি একটি সিগনেচার করে নিব।

IMG_20231016_191404_698.jpg

IMG_20231016_191453_299@1141160087-01.jpeg

IMG_20231016_191457_899@-763635679-01.jpeg

আজ এ পর্যন্তই। কেমন লেগেছে আমার আজকের এই পোস্টটি সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 11 months ago 

অনেক সুন্দর একটি থ্রিডি স্টার আর্ট করেছেন আপু। এই এড গুলো দেখলে চোখ যেন ধাঁধা লেগে যায় মনে হয় কেননা বোঝা যায় না এটি সত্যি কি না। আমার মনে হয় এ আটগুলো তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

বাহ দারুন তো।
এরকমভাবে তো কখনো ভেবে দেখিনি। অসাধারণ থ্রিডি অংকন পদ্ধতি শেয়ার করলেন আজকে স্টার প্রস্তুত করে।
ফটোগ্রাফির সাথে ধাপগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা থাকলো আপনার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 11 months ago 

ব্যস্ততার মাঝেও দারুন একটি থ্রিডি আর্ট শেয়ার করলেন আপু ।দেখতেই ভীষণ ভালো লাগছে। আসলে থ্রিডি আর্ট গুলো করাটা সহজ হলেও ছবি তোলাটা বেশ জটিল। না হলে থ্রিডি আর্ট ভালোমতো বোঝা যায় না ।আপনার ফটোগ্রাফি টাও দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

আপু আপনার বরাবরই আর্ট গুলো দারুণ লাগে আমার। আপনি বেশ সুন্দর ভাবে আর্ট করতে পারেন।আজকের থ্রিডি স্টার খুবই চমৎকার ভাবে আর্ট করছেন।আর্টের ধাপ গুলো দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আমার আর্ট গুলো যে আপনার কাছে বরাবরই ভালো লাগে, এটা শুনে খুব খুশি হলাম ভাইয়া । অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বেশ চমৎকার একটি থ্রিডি আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই আর্ট গুলোর দিকে তাকালে বোঝাই যায়না এটি আসল নাকি নকল। আমি কখনো এরকম থ্রিডি আর্ট করিনি তবে মনে হয় এই আর্টগুলো করতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন আপু, থ্রিডি আর্ট গুলো করতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

আমার প্রথমে আপু মাথাঘুরে যাচ্ছিল স্টেপগুলো দেখে। ঠান্ডা মাথায় এ কাজগুলো না করলে ভালো হবে না। আপনার থ্রিডি আর্ট সুন্দর হয়েছে আপু।

 11 months ago 

আমি থ্রিডি আর্ট কখনো করিনি। আমার কাছে এগুলো বেশ কঠিন মনে হয়। আপনার আর্ট এর স্টেপ গুলো দেখে সত্যিই খুব কঠিন মনে হয়েছে। ধৈর্য এবং মনোযোগ দিয়ে না করলে কোনভাবেই এগুলো করা সম্ভব না। ভালো লাগলো আপু আপনার আর্ট টি দেখে।

 11 months ago 

আপু থ্রিডি আর্ট গুলো করার চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

থ্রিডি আকাঁর চেয়ে বেশি কঠিন সঠিকভাবে ছবি তোলা। আর স্ঠিকভাবে ফটোগ্রাফির উপরই নির্ভর করে থ্রিডির সৌন্দয্য। আর সেই কাজটি আপনি বেশ ভালোভাবেই করেছেন। বেশ সুন্দর হয়ে আপনার আকাঁ থ্রি ডি স্টারটি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

থ্রিডি আকাঁর চেয়ে বেশি কঠিন সঠিকভাবে ছবি তোলা।

ঠিক আপু৷ সঠিকভাবে ছবি তুলতে না পারলে থ্রিডি বিষয়টি বোঝা যায় না।

 11 months ago 

আপু আপনি কয়েকদিন থেকে অনেক ব্যস্ত সময় পার করছেন বুঝতে পারছি। কারন আপনার পরিবারের একটি দুঃসংবাদ আমরা শুনেছি। যাইহোক ব্যস্ততার মাঝেও একটু সময় পেয়ে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন আপু।থ্রিডি স্টার আর্ট অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 11 months ago 

আপু আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

থ্রিডি আর্টগুলো আমার খুবই প্রিয়। যদিও আমি পারিনা তারপরে আপনারা যে আমাদের মাঝে সুন্দর সুন্দর থ্রিডি আট করে দেখান এগুলো দেখে আমি মুগ্ধ হয় এবং চেষ্টা করে থাকি মাঝেমধ্যে আপনাদের মত করে আপনাদের মাঝেই তুলে ধরব বলে। তবে এখন আর সেভাবে চেষ্টা করা হয় না তবুও মনে বলে আপনাদের এগুলো দেখে আপনাদের মাঝে অংকন করে দেখাই। খুশি হলাম চেষ্টা করব যে কোন মুহূর্তে আপনার মত করে দেখানোর জন্য।

 11 months ago 

চেষ্টা করলে অবশ্যই পারবেন ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 63491.17
ETH 2618.75
USDT 1.00
SBD 2.79