পলিমার ক্লে দিয়ে ডোনাট তৈরী।

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এই প্রথম আমি পলিমার ক্লে দিয়ে কোন কিছু তৈরি করছি। অনেকদিন আগেই এই পলিমার ক্লে কেনা হয়েছিল কিন্তু কখনো কিছু তৈরি করা হয়নি। এই কমিউনিটিতে অনেককে দেখি এই পলিমার ক্লে দিয়ে দারুন দারুন জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। তাই আমারও ইচ্ছা করলো ক্লে দিয়ে কিছু তৈরি করতে। তৈরি করব করব বলে করাই হয়ে উঠছিল না। আর যেহেতু ক্লে দিয়ে আমি আগে কখনো কিছু তৈরি করিনি তাই সাহসও হচ্ছিল না। অবশেষে বসে পড়লাম সাহস নিয়ে কিছু একটা তৈরি করার জন্য। তবে ভেবে পাচ্ছিলাম না আমি কি তৈরি করব। যেহেতু প্রথম পলিমার ক্লে দিয়ে আমি কোন জিনিস তৈরি করব তাই ভাবলাম সহজ কিছু দিয়েই শুরু করা যাক। সেই ভাবনা থেকে ক্লে দিয়ে মিনি সাইজের একটি ডোনাট তৈরি করেছি। ডোনাট খেতে আমরা কমবেশি সবাই অনেক পছন্দ করি। আর সেই ভাবনা থেকেই ডোনাট তৈরির ধারণা মাথায় আসলো। ছোট সাইজের এই ডোনাটটি তৈরি করতে আমার বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তারপর ও তৈরি করার পর বেশ কিউট লাগছিল দেখতে। তাহলে চলুন পলিমার ক্লে দিয়ে আমি কিভাবে ডোনাট তৈরি করলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করি।



IMG_20240612_100746_217@-2109594952-01.jpeg



উপকরণ সমূহ :

• বিভিন্ন কালারের ক্লে
• একটি স্টিক

IMG_20240612_094733_279.jpg



ধাপ-১

প্রথমে ব্রাউন কালারের ক্লে নিয়ে নিলাম। এখন এই ক্লে ভালো করে গোল করে নিব।

IMG_20240612_095158_826.jpg

ধাপ-২

গোল ক্লে হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা আকৃতি তৈরি করতে হবে।

IMG_20240612_095307_268.jpg

ধাপ-৩

এখন একটি স্টিকের সাহায্য নিয়ে ডোনাটের মাঝখানে ফাঁকা করে দিব।

IMG_20240612_095527_986.jpg

ধাপ-৪

ডোনাটের উপর যেহেতু চকলেট থাকে তাই আমি গোলাপী ক্লে এর সাহায্যে চকলেটের মত করে ডোনাটটির উপর বসিয়ে দিয়েছি।

IMG_20240612_095904_208.jpg

ধাপ-৫

ডোনাটের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য বিভিন্ন কালারের ক্লে দিয়ে আমি ছোট ছোট স্প্রিংকেলস তৈরি করেছি। এই স্প্রিংকেলস গুলো এখন আমি ডোনাটের উপর বসিয়ে দিব।

IMG_20240612_100336_161.jpgIMG_20240612_100722_274@1387286957-01.jpeg
আউটপুট


IMG_20240612_100847_284@-1221399984-01.jpeg

IMG_20240612_100855_382@-1212315220-01.jpeg



এভাবে খুব সহজেই আমি একটি ডোনাট তৈরি করে নিলাম। যেহেতু পলিমার ক্লে দিয়ে প্রথম কোন কিছু তৈরি করলাম তাই খুব বেশি পারফেক্ট হয়নি। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 6 months ago 

পলিমার ক্লে দিয়ে অসাধারণ ভাবে ডোনাট তৈরী করেছেন আপনি। আপনার প্রতিটি স্টেপই চমৎকার ছিল। আজকের পোস্টটি আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনার কাছে এই পোস্টটি অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 6 months ago 

সময়ের অভাবে অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও। আর এটা ঠিক ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আর যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। পলিমার ক্লে দিয়ে চমৎকার ডোনাট তৈরি করেছেন। তৈরি ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 months ago 

অনুপ্রেরণা দিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

আসলে আপু ক্লে দিয়ে সহজ ছোট জিনিস তৈরি করলে অনেক বেশিই সুন্দর লাগে যেমনটা আপনি বানিয়েছেন ডোনাট দেখতে খুব সুন্দর লাগছে।ধাপ গুলো অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন।আশা করি এমন আরো অনেক কিছু দেখতে পাবো ক্লে দিয়ে বানানো।

 6 months ago 

চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর জিনিস ক্লে দিয়ে তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

অবশেষে আপনিও ক্লে দিয়ে খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছেন আপনি। ডোনাট টা দেখে বেশ লোভনীয় লাগছে। ছোট জিনিস হাওয়ায় তৈরি করতে একটু ঝামেলা হয়েছে আপনার। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

জ্বী আপু,, জিনিসটি ছোট ভাবে তৈরি করাই বেশ ঝামেলা হয়েছে তৈরি করতে।

 6 months ago 

পলিমার ক্লে দিয়ে চমৎকার একটি ডোনাট তৈরি করেছেন আপনি। দেখতে খুব সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। প্রতিটি ধাপ সমূহ সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই ধরনের কাজ গুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু ভালো থাকবেন।

 6 months ago 

প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া।

 6 months ago 

পলিমার ক্লে দিয়ে খাওয়ার ডোনাট দারুণ তো। ডোনাট টা বেশ লাগছে দেখতে। লোভনীয় লাগছে দেখতে। ক্লে এর ব‍্যবহার টা বেশ দারুণ করেছেন আপু। ডোনাট টা বেশ চমৎকার তৈরি করেছেন। সুন্দর লাগছে দেখতে। পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 6 months ago 

উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

ক্লে দিয়ে দারুন একটি ডোনাট তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ডোনাট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। একদম বাস্তবের ডোনাট এর মতই লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

এই ব্লগে সবার ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি দেখে আমার কাছেও এগুলো বানাতে ইচ্ছা করে। কিন্তু আমিও খুব একটা বানানোর সাহস পায়নি। যাই হোক আপু আপনার আজকের ডোনাট তৈরি কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম আপনি ডোনাটের রেসিপি শেয়ার করছেন। পরে দেখলাম যে ক্লে দিয়ে তৈরি করেছেন। খুব ভালো লাগছে দেখতে।

 6 months ago 

ক্লে দিয়ে অনেকে অনেক কিছু তৈরি করছেন যা প্রতিনিয়তই দেখে আসছি৷ আজকে আপনিও খুবই সুন্দর একটি ডোনাট তৈরি করেছেন৷ এটিকে দেখতে একেবারে বাস্তবের মতো মনে হচ্ছে৷ যেভাবে আপনি ডোনাট তৈরি করেছেন তা তৈরি করতে অনেক সময় দিয়েছেন এবং ধাপে ধাপে সবকিছু খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.038
BTC 94514.58
ETH 3259.44
USDT 1.00
SBD 3.16