রঙিন পেপার দিয়ে আইসক্রিম তৈরীর অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি চলে আসলাম আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করতে। আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। যেটাই তৈরি করা হোক না কেন দেখতে অনেক বেশি কিউট লাগে। তবে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে হলে ধৈর্য এবং সময় নিয়ে বসতে হয়। ধৈর্য এবং সময় নিয়ে বসলে অরিগ্যামি গুলো অনেক নিঁখুত ভাবে তৈরি করা যায়। ফলে অরিগ্যামিগুলোর আউটপুট দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আজকের এই আইসক্রিমের অরিগ্যামিটি তৈরি করা অনেকটাই সহজ মনে হয়েছে আমার কাছে এবং তৈরি করার পরে দেখতেও অনেক ভালো লাগছিল। আশা করি, আপনাদের কাছেও ভাল লাগবে।



IMG_20240601_110646_460@462866350-01.jpeg



তাহলে চলুন রঙিন কাগজ দিয়ে আইসক্রিমের এই অরিগ্যামিটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে প্রস্তুত করলাম সেগুলো ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করি.



উপকরণ সমূহ :

• রঙিন পেপার
• আইসক্রিমের স্টিক
• কালার পেন
• কেঁচি
• আঠা
• শক্ত কাগজ

IMG_20240601_102200_535@-835581618-01.jpeg



ধাপ-১

প্রথমে একটি শক্ত কাগজ এবং হলুদ পেপার নিয়ে নিয়েছি। এখন হলুদ পেপারের মধ্যে শক্ত কাগজটি দিয়ে হলুদ কাগজ ভালো করে পেঁচিয়ে নেব আঠার সাহায্যে।

IMG_20240601_102927_955@-1377339876-01.jpegIMG_20240601_102944_913.jpg

IMG_20240601_103003_811.jpg

ধাপ-২

প্রস্তুত করা এই হলুদ কাগজটি একটি আইসক্রিমের স্টিকের সাথে আঠা দিয়ে আটকে নিব।

IMG_20240601_103937_045.jpg

ধাপ-৩

এই পর্যায়ে আরও একটি হলুদ পেপার আইসক্রিমের স্টিকের উপরে পেঁচিয়ে দিব।

IMG_20240601_104206_608.jpgIMG_20240601_104258_647.jpg
ধাপ-৪

আইসক্রিমের উপরে যে চকলেট থাকে সেটা একটি কালার পেনের সাহায্যে আঁকিয়ে নিতে হবে।

IMG_20240601_105351_451.jpgIMG_20240601_105644_996.jpg
ধাপ-৫

এখন অনেকগুলো রঙিন পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে রাখা এই রঙিন কাগজগুলো আঠা দিয়ে আইসক্রিমের ওপর আটকে নিব।

IMG_20240601_105022_965.jpgIMG_20240601_110229_876.jpg
IMG_20240601_110516_912.jpgIMG_20240601_110607_166@1079463286-01.jpeg
ধাপ-৬

খুব সহজেই তৈরি হয়ে গেল রঙিন কাগজের আইসক্রিম।



IMG_20240601_110646_460@462866350-01.jpeg



আজকের এই অরিগ্যামি পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 6 months ago 

রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর আইসক্রিম তৈরি করে দেখিয়েছেন আপু। আপনার এই আইসক্রিম তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশি দারুণ প্রতিভার পরিচয় তুলে ধরেছেন আমাদের মাঝে।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করার প্রক্রিয়া দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম আপু।

 6 months ago 

বাহ্ সুন্দর হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে 🤪🤪।বেশ সুন্দর করে প্রতিটি ধাপের বর্ননা দিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ

 5 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্য

 6 months ago 

অরিগামি পোস্ট এবং অঙ্কন দুইটাই প্রস্তুত করতে খুব ধৈর্য্যর দরকার হয়। আর এই গরমের সময় যে কোন কিছু প্রস্তুত করতে আমার কাছে অনেক বিরক্তি বোধ হয়।
যাই হোক আপনি কিন্তু পেপার দিয়ে দারুন ভাবে আইসক্রিমের অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
দেখতে কিন্তু একদম অরিজিনাল আইসক্রিমের মতোই লাগছে।

 5 months ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনার আইসক্রিম এর অরিগ্যামি দেখে মনে হচ্ছে সত্যিকারের আইসক্রিম।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 5 months ago 

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে নিজের ইচ্ছামতো অনেক কিছু তৈরি করা যায়। আরে তৈরিকৃত জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। মনে আজকে রঙিন কাগজ খুবই চমৎকার আইসক্রিম তৈরি করেছেন। দেখতে কিন্তু অরজিনাল আইসক্রিমের মতই মনে হচ্ছে। তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন পেপার দিয়ে আইসক্রিম তৈরি। আপনার এই রঙিন পেপার দিয়ে আইসক্রিম তৈরি দেখে এখনিই লোভ হচ্ছে খেতে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রঙিন পেপার দিয়ে আইসক্রিম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস আমার কাছে ভালো লাগে। আর আজকের বানানো রঙিন কাগজ দিয়ে আইসক্রিমটি দারুন হয়েছে। খুব সুন্দর করে আপনি উপস্থাপনাও করেছেন। এক কথায় অসাধারণ।

 5 months ago 

আইসক্রিম তৈরীর অরিগ্যামিটি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো।

 6 months ago 

রঙিন পেপার দিয়ে আইসক্রিম তৈরির অরিগ্যামি টা দেখতে বেশ দারুন লাগছে। একদম বাস্তবের মত লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন ভাবে সম্পন্ন করার জন্য।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য কালার কম্বিনেশন ঠিক হলে দেখতে অসাধারণ লাগে।

 6 months ago 

যে গরম পরেছে ঠান্ডা জাতীয় খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। আইসক্রিম তৈরীর অরিগ্যামি দেখতে অনেক কিউট লাগতেছে আপু। অনেক সুন্দর করে ডিজাইন করাতে চমৎকার ফুটে উঠেছে। এধরনের কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ধৈর্য্য সহকারে কাজটি শেষ পর্যন্ত সুন্দর করে করার চেষ্টা করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অনুপ্রেরণা মূলক মন্তব্যের মাধ্যমে সর্বদা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া। শুভকামনা আপনার জন্য।

 6 months ago 

রঙিন কাগজের আইসক্রিমটি দেখতে খুবই চমৎকার লাগছে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই আইসক্রিমের অরিগামিটি শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92268.82
ETH 3102.93
USDT 1.00
SBD 3.03