ডাই— রঙিন পেপার দিয়ে কিউট একটি হাঁসের বাচ্চা তৈরি।

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও একটি ডাই তৈরি করেছি। আজকের ডাইটি দেখতে কিন্তু অনেক কিউট। এই ধরনের ডাইগুলো দেখতে যতটা সুন্দর লাগে তৈরি করতে গেলে ততটাই কষ্ট হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে একটি কিউট হাঁসের বাচ্চা তৈরি করেছি। হাঁসের বাচ্চাটি হলুদ রঙের পেপার দিয়ে তৈরি করেছি জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। আশা করি আজকের এই ডাই টি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিউট হাঁসের বাচ্চার ডাইটি আমি কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণ ব্যবহার করলাম সেটি দেখে নিই।



IMG_20240308_105045_590@1496812635-01.jpeg



উপকরণসমূহ :

• রঙিন পেপার
• কলম
• কেঁচি
• আঠা


IMG_20240307_203553_902.jpg



ধাপ-১

প্রথমে হলুদ রঙের একটি পেপার চিকন করে লম্বালম্বি ভাবে কেটে নেব। একই নিয়মে দুইটি পেপার কেটে নিব কিন্তু একটি চওড়া এবং একটি অন্যটি থেকে সামান্য চিকন।

IMG_20240307_204314_469.jpg

ধাপ-২

এখন পেপার দুইটি আঠার সাহায্যে রাউন্ড করে ভাঁজ করে নিব।

IMG_20240307_204442_221.jpgIMG_20240307_204622_173.jpg
ধাপ-৩

রাউন্ড করে রাখা পেপার দুইটি একটির সাথে অন্যটি আঠা দিয়ে আটকে বা জোড়া লাগিয়ে নিব।

IMG_20240307_204842_384.jpgIMG_20240307_204928_593.jpg
ধাপ-৪

এখন কমলা কালারের পেপার নিব। কমলা কালারের পেপারটি হাঁসের পায়ের মাপ করে কলম দিয়ে মার্ক করে নিব এবং সেই অনুযায়ী কাটিং করে নিব।

IMG_20240307_205204_326.jpgIMG_20240307_205533_396.jpg

IMG_20240307_205906_783.jpg

ধাপ-৫

হাঁসের মাথার উপরে সৌন্দর্য বৃদ্ধির জন্য কমলা কালারের পেপার দিয়ে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG_20240307_210407_789.jpg

ধাপ-৬

কমলা কালারের পেপার বাঁকিয়ে হাঁসের ঠোঁটের ন্যায় তৈরি করে নিব ।

IMG_20240307_210451_312.jpgIMG_20240307_211118_905.jpg
ধাপ-৭

সাদা এবং কালো পেপারের দ্বারা হাঁসের চোখ তৈরি করে নিলাম।

IMG_20240307_211843_307.jpg

ধাপ-৮

এখন সবকিছু তৈরি করা কমপ্লিট। এখন শুধু আঠা দিয়ে একটির সাথে অন্যটি জোড়া লাগানোর পালা।

IMG_20240307_211213_020.jpgIMG_20240307_211412_202.jpg
IMG_20240307_212933_231.jpgIMG_20240307_213237_166.jpg
সর্বশেষ ধাপ


IMG_20240308_104917_349@1734794326-01.jpeg

IMG_20240308_104932_295@1041053029-01.jpeg



এই ছিল আমার আজকের তৈরি কিউট একটি হাঁসের বাচ্চার ডাই পোস্ট। পোস্টটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজ আর বেশি কিছু লিখছে না। এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো কোন নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 10 months ago 

বেশ কিউট হয়ে আপনার রঙ্গিন কাগজ দিয়ে বানানো হাঁসের বাচ্চাটি।আর এটা ঠিক যে কোন ডাই তৈরি করতে বেশ সময় লাগে। আর সময় নিয়ে করলে যে কোন কাজ সুন্দর হয়। ধন্যবাদ সুন্দর ডাইটি শেয়ার করার জন্য।

 10 months ago 

ঠিক বলেছেন আপু,, সময় নিয়ে করলে যেকোন কাজ সুন্দর হয়।

 10 months ago 

আপনার কথার সাথে আমিও একমত এই রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ডাই পোস্ট গুলো দেখতে যেমন কিউট লাগে তেমনি এগুলো তৈরি করতে ততটাই কষ্ট হয় কারণ এর আগে আমিও প্রচুর ডাই তৈরি করতাম তবে এখন পড়াশোনার চাপে এগুলো একটু কম তৈরি করি । যাই হোক হাঁসের বাচ্চাটা দেখতে অনেক কিউট দেখাচ্ছে খুব সুন্দর উপস্থাপন করেছেন আপু ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জ্বী ভাইয়া, অনেক কষ্ট হয় রঙিন পেপার দিয়ে ডাইগুলো তৈরি করতে। অনেক ধন্যবাদ আপনাকে মতামতটি প্রকাশ করার জন্য।

 10 months ago 

সত্যি বলেছেন আপু এগুলো দেখে মনে হয় যতটা সহজ তৈরি করতে ততটাই কঠিন। আমি ও কিছু দিন আগে রঙিন কাগজ দিয়ে হাঁসের বাচ্চা তৈরি করেছিলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু কিউট একটি হাঁসের বাচ্চা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার তৈরি করা হাঁসের বাচ্চাটি আমার দেখা হয়েছিল না আপু। যাই হোক, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 10 months ago 

এই কাজগুলো করতে যতটা কষ্ট লাগে কিন্তু তৈরি করার পর দেখতে ততটাই ভালো লাগে। কিউট হাসির বাচ্চাটা কে দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ধাপে ধাপে উপস্থাপন করেছেন।

 10 months ago 

কিউট হাঁসের বাচ্চাটিকে দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম আপু।

 10 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি হাঁসের বাচ্চা বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। দেখতে সত্যি ভীষন কিউট লাগছে।হাঁসের বাচ্চা দেখতে এমনি সুন্দর হয়ে থাকে।আপনি বানানোর পদ্ধতি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ ধন্যবাদ আপনাকে সুন্দর হাঁসের বাচ্চা টি রঙ্গিন কাগজ দিয়ে বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার কাছেও ছোট হাঁসের বাচ্চা দেখতে খুবই ভালো লাগে।

 10 months ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন পেপার দিয়ে কিউট একটি হাঁসের বাচ্চা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের হাঁসের বাচ্চা দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে রঙিন কাগজ কেটে যেকোনো পোস্ট তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলে রঙিন কাগজ কেটে যেকোনো পোস্ট তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন হয়।

অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন পেপার ব্যবহার করে অনেক সুন্দর একটি হাসের অবাচ্চা তৈরি করেছেন।কাগজের কালারটা চয়েস করেছেন অনেক সুন্দর যে কারনে দেখতে অনেক সুন্দর লাগছে। সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago (edited)

কালার সিলেকশন পার্ফেক্ট হলে রঙিন পেপারের তৈরী জিনিস দেখতে বেশী আকর্ষণীয় লাগে।

 10 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে কিউট একটি হাঁসের বাচ্চা তৈরি করেছেন এবং এটা বেশ কিউট লাগছে। সত্যি কথা বলতে আপনি বেশ দারুন কাজ করে থাকেন ও প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার এই কাজটি দেখে আমি শিখতে পারলাম। ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলোও তৈরি করার পর দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি হাঁসের বাচ্চা তৈরি করেছেন। দেখতে খুব কিউট লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

সর্বদা মূল্যবান মতামত দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

ছোট অবস্থায় হাসেরঁ বাচ্চাগুলো অনেকটা হলুদ রঙের থাকে। দেখতেও কিউট লাগে। আপনি রঙিন কাগজ দিয়েই খুব সুন্দর করে বানালেন আপু। হলুদ পেপার নেয়াতে হাসটিকেও কিউট লাগছে।

 10 months ago 

ঠিক বলেছেন ভাইয়া,,, অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101935.35
ETH 3696.04
SBD 2.62