আর্ট— 3d Triangle ড্রয়িং।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে চমৎকার একটা আর্ট শেয়ার করতে চলে আসলাম। আজকের আর্টের নাম 3d Triangle আর্ট। এই আর্ট গুলো দেখলে অনেকটা দৃষ্টিভ্রমের সৃষ্টি হয়। এই ধরনের আর্ট গুলো দেখলে মনে হয় অংকন করা বেশ কঠিন হবে। কিন্তু ধাপে ধাপে অংকন করার পর বোঝা যায় এই আর্টগুলো কতটা সহজ। আমার কাছে তো 3d Triangle আর্ট গুলো করতে খুবই ভালো লাগে। তাইতো মাঝে মাঝে এ ধরনের আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে চলুন আজকের তৈরি এই 3d Triangle আর্টটি আমি কি কি উপকরণ এবং কিভাবে তৈরি করলাম সেটি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করি।



IMG_20240211_153734_512@-811156964-01.jpeg



উপকরণ :

• আর্টপেপার
• পেন্সিল
• স্কেল
• কালো পেন
• মার্কার
• রাবার


IMG_20240211_145801_069~2.jpg



ধাপ-১

প্রথমে কোণাকুণিভাবে একটি ছোট বক্স আঁকিয়ে নিলাম।

IMG_20240211_145939_548~2.jpg

ধাপ-২

এখন তিনটি লম্বা দাগ দিয়ে নিলাম বক্সের তিন কোণা বরাবর।

IMG_20240211_150119_553~2.jpg

ধাপ-৩

পরবর্তী ধাপগুলো ছবিতে লক্ষ্য করুন।

IMG_20240211_150349_171~2.jpgIMG_20240211_150516_354.jpg

IMG_20240211_150738_479~2.jpg

IMG_20240211_151102_595.jpgIMG_20240211_151556_639.jpg
ধাপ-৪

পেন্সিলের বাড়তি দাগগুলো মুছে ফেলব এবং পেন্সিলের দাগের উপর দিয়ে কলম দিয়ে পুনরায় দাগ দিব।

IMG_20240211_152352_120~2.jpg

ধাপ-৫

এরপর মার্কার দিয়ে যে সকল ঘরগুলো ভরাট করবো সেখানে ক্রস চিহ্ন দিয়েছি। আর যে সকল ঘরগুলো পেন্সিল স্কেচ করব সেখানে টিক চিহ্ন দিয়েছি।

IMG_20240211_152538_497.jpg

ধাপ-৬

এখন প্রত্যেকটি ঘর ভরাট করে দিব এবং কয়েকটি ঘর ফাঁকা রাখবো। নিচের ছবিগুলো যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে।

IMG_20240211_152813_163~2.jpgIMG_20240211_153021_059~2.jpg

IMG_20240211_153359_144~2.jpg

আউটপুট


IMG_20240211_153635_769~2.jpg

IMG_20240211_153639_955~2.jpg



দেখুন 3d ত্রিভুজের আর্টটি দেখতে কেমন দৃষ্টিভ্রমের সৃষ্টি হচ্ছে। আশা করি আজকের এই আর টি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন একটি পোস্ট নিয়ে আবারো আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।


আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 5 months ago 

অসাধারণ সুন্দর একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারই চিত্র অঙ্কন করার প্রক্রিয়াটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি খুবই সুন্দর দেখাচ্ছে আপনার এই চিত্র অংকনটি। আপনারই চিত্র অঙ্কনের বর্ণনা গুলোও চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সাবলীল ভাষায় মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

এই ধরনের আর্টগুলো দেখলে দৃষ্টিভ্রমের সৃষ্টি করে এটা ঠিক বলেছেন। প্রথমে বেশ কঠিন মনে হয়। কিন্তু ধাপে ধাপে করতে শুরু করলে তেমন কঠিন মনে হয় না। বেশ সুন্দর এঁকেছেন থ্রিডি ট্রাই এঙ্গেল আর্টটি। আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

থ্রিডি আর্ট গুলো দৃষ্টিভ্রমের সৃষ্টি করার জন্যই অনেক কঠিন মনে হয় কিন্তু ধাপে ধাপে করলে তেমন একটি কঠিন মনে হয় না। মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

আসলেই আপু মাঝে মাঝে এমন আর্টগুলো দৃষ্টিভ্রমের সৃষ্টি করে। দেখে আর্টগুলো কঠিন মনে হলেও আপনার কাছে সহজ লাগে জানতে পেরে ভালো লাগলো। থ্রিডি আর্টটি সুন্দর হয়েছে আপু 🌼

 4 months ago 

গুছিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

আপনার আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ দুর্দান্ত আর্ট করেছেন আপনি। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। আসলে এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে । আপনি বেশ সুন্দর করে অত্যন্ত চমৎকারভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত দুর্দান্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

আমার শেয়ার করা থ্রিডি আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই অনেক খুশি হলাম ভাইয়া।

 5 months ago 

আপনি আজকে আমাদের মাঝে একটি অসাধারণ 3d Triangle আর্ট করে শেয়ার করেছেন। আপনার 3d Triangle আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আপনি বেশ সময় নিয়ে 3d Triangle আর্ট সম্পন্ন করেছেন।আপু আপনি বেশ সুন্দর আর্ট করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 4 months ago 

এই ধরনের থ্রিডি আর্ট করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় ভাইয়া। মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

 5 months ago 

আরে বাহ্ আপু আপনি তো দেখছি একেবারে চোখ ধাঁধানো একটা আর্ট করেছেন। আপনার এই থ্রিডি ট্রাইংগেল ড্রইং টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখতে। এই ধরনের আর্ট গুলো সাবধানতা অবলম্বন করে করা লাগে এবং কি নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। পুরোটা এত সুন্দর করে অঙ্কন করার কারনেই এত বেশি সুন্দর লাগতেছে দেখতে। আপনার দক্ষতা মূলক এই সুন্দর আর্টের প্রশংসা যত করব তত কম হবে।

 4 months ago 

চমৎকারভাবে মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 5 months ago 

খুবই সুন্দর আর নিখুঁতভাবে আপনি একটি থ্রিডি আর্ট করেছেন। ট্রায়াঙ্গেলের থ্রিডি আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর্ট করতে এবং আর্ট দেখতে দুটোই আমি পছন্দ করি। তবে থ্রিডি আর্ট গুলো কখনোই করা হয়নি ।আমার কাছে অনেক ভালো লেগেছে ।

 4 months ago 

আপনার কাছে আমার করা এই থ্রিডি আর্টটি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61940.56
ETH 3421.31
USDT 1.00
SBD 2.49