||সূর্যাস্তের মুহূর্ত|| পেন্সিল আর্ট ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে আরও একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হলাম।যেটা একটি প্রাকৃতিক দৃশ্য।দৃশ্যটিতে কয়েকটি পাহাড় এবং তাদের মাঝে একটি সূর্যাস্তের মুহূর্ত ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং তার সামনে জলরাশি। এবং আরো আছে বাঁশ কাঠের তৈরি সুন্দর একটি সেতু। তাহলে চলুন ছবিটি অঙ্কনের ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20230729_211734_987~2.jpg

উপকরণ :

• পেন্সিল

• স্কেল

• সাদা কাগজ

• ইরেজার

• জেল কলম

ধাপ -১

প্রথমে সাদা কাগজের উপরে পেন্সিল এবং স্কেলের সাহায্যে কিছু পাহাড় আঁকিয়ে নিব।

IMG_20230729_203348_187.jpg

ধাপ - ২

এখন পাহাড়ের মাঝখানে বরাবর একটি সূর্য আঁকবো।

IMG_20230729_203638_791.jpg

ধাপ -৩

নিচে একটি কাট ও বাঁশের তৈরি সেতু অঙ্কন করব।তাই স্কেলের সাহায্যে সেতু আকৃতি দাগ দিয়ে দেব।

IMG_20230729_203908_947~2.jpg

ধাপ -৪

এখন সূর্যের সাইডে পেন্সিলের সাহায্যে কিছুটা স্কেচ করে নিবো এবং কয়েকটি পাখি আঁকিয়ে নেব।

IMG_20230729_204237_204~2.jpg

ধাপ -৫

পাহাড়ের উপরই অংশে পেন্সিলের স্কেচ করে নিব।

IMG_20230729_204549_183.jpg

ধাপ -৬

এখন পাহাড় ও সেতুর মাঝ বরাবর নদী আঁকিয়ে নেব। সেজন্য নদীর দুই সাইডে এবং মাঝে পেন্সিলের সাহায্যে স্কেচ করে নেব এবং মাঝখানে ফাঁকা রাখবো। ছবিতে যেমন দেখা যাচ্ছে।

IMG_20230729_205321_670.jpg

ধাপ -৭

এখন সেতুর উপর কয়েকটি খুঁটি আঁকিয়ে নিব। খুঁটির সাথে কিছু রশ্মি বাধা থাকবে।

IMG_20230729_205537_710.jpg

IMG_20230729_205707_776.jpg

ধাপ -৮

সেতুর উপরে পেন্সিলের সাহায্যে স্কেচ করব।

IMG_20230729_210017_094.jpg

ধাপ -৯

এখন রশ্মি এবং খুটিগুলোকে সম্পূর্ণ কালো কালার দিয়ে ভরাট করে নিব জেল কলমের সাহায্যে। প্রথমে রশি গুলোকে কালো জেল পেন দ্বারা ভরাট করবো।

IMG_20230729_210526_249.jpg

রশ্মি গুলোর মত খুঁটিগুলোকেও কালো জেলপেন দ্বারা ভরাট করব।

IMG_20230729_211116_691.jpg

ধাপ -১০

সবশেষে পেন্সিলের মাথায় যে রাবার থাকে সেটার সাহায্যে সূর্যের সামনের পানির অংশটুকু ভালোভাবে মুছে নেব। যা দেখতে কিছুটা মনে হবে সূর্যের আলো পানির উপর পড়ছে।

IMG_20230806_100813_816.jpg

IMG_20230729_211618_662.jpg

আমার সম্পূর্ণ আর্টটি শেষ হলো।আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
 last year 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পেন্সিল আর্টের মাধ্যমে সূর্যস্তের দৃশ্য তৈরি। আপনার তৈরি দৃশ্য দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। দুটি পাহাড়ের মাঝখানে যখন সূর্য তৈরি করা হয়েছিল সেটি দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। যদি রং পেন্সিল দিয়ে রং করা হতো তাহলে দেখতে সবথেকে বেশি ভালো লাগতো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া রং পেন্সিল দিয়ে করলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু আমার কাছে পেন্সিল আর্টটি বেশী ভালো লাগে। সেজন্য আমার এই আর্টটি করা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন আপনি।

 last year 

পেন্সিল দিয়ে সিম্পল ভাবে যে কোন ধরনের চিত্র অংকন করলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে ।কারণ যেকোনো দৃশ্যের কাঠামো সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়।সূর্য অস্তের মুহূর্তের আর্ট অনেক সুন্দর ছিল।

 last year 

ধন্যবাদ

 last year 

সূর্যাস্তের মুহূর্তের এত সুন্দর পেন্সিল আর্ট দেখে চোখ ফেরাতে পারছিলাম না আপু। আপনার আর্ট এত সুন্দর হয়েছে যে বলার মত না। আমি তো দেখে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার এই আর্টের দিকে। অনেক সুন্দর হয়েছে কিন্তু সম্পূর্ণ আর্ট এটা বলতে হয়। পাহাড় তার মাঝে আবার সূর্যাস্ত যাচ্ছে, বাঁশ, কাঠের নৌকা, জলরাশি সবকিছু অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। সবমিলিয়ে দৃশ্যটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এটা বলতে হচ্ছে। আর আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 last year 

অনেক অনেক ভালোবাসা আপু আপনার জন্য। যদিও আমি আর্ট এর ব্যাপারে বেশি পারদর্শী নই। তারপরও আপনার এত সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে।

 last year 

আপনার পেন্সিল আঁট দেখতে খুবই ভালো লাগছে আপু। এটি দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু করাটা খুবই জটিল। আপনি তো অনেক সুন্দর ভাবেই এটি আকিয়েছেন। সত্যি অসাধারণ হয়েছে আপু আপনার পেন্সিল আঁট টি।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে

 last year 

বাহ্ আপু আপনি খুব সুন্দর একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন।সূর্যাস্তের মুহূর্তে পেন্সিল আর্ট দেখে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য

 last year 

আমার কাছে পেন্সিল আর্ট দেখতে একটু বেশি ভালো লাগে। আর এরকম দৃশ্যের পেন্সিল আর্ট যদি করা হয় তখন তো আরো বেশি ভালো লাগে দেখতে। আপনি অনেক সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তুলেছেন পেন্সিলের মাধ্যমে। আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন। যা আপনার আজকের এই আর্ট টা দেখেই আমি বুঝতে পেরেছি। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা এমনিতে আমি উপভোগ করতে পছন্দ করি। আর এরকম দৃশ্য যদি অংকন করা হয় তখন খুব ভালোই লাগে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে আমার পেন্সিল আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

 last year 

পেন্সিল দিয়ে সুর্যাস্তের অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

পেন্সিল আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া এই আর্টগুলো দেখলে মনে হয় যে খুবই সহজ। কিন্তু করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। কারণ পেন্সিলের অনেক কাজ থাকে ভিতরে। আপনার পেন্সিলের আর্টটি খুব সুন্দর হয়েছ। সূর্য পাহাড় মিলিয়ে আর্টটি বেশ ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন আপু। পেন্সিল আর্ট দেখতে যেমন সহজ কিন্তু করতে ঠিক ততটাই কঠিন। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

পেন্সিলের মাধ্যমে সূর্য অস্তের মুহূর্ত খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে।এত সুন্দরভাবে পেন্সিল ব্যবহার করে সূর্য অস্তের একটি মুহূর্তের আর্ট করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সূর্যাস্তের মুহূর্তের এই পেন্সিল আর্ট অনেক বেশি দারুন লাগতেছে। শুধুমাত্র পেন্সিল ব্যবহার করে এত অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44