রঙিন কাগজের হাতপাখা।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আবার হাজির হয়েছি আমার বাংলা ব্লগে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট শেয়ার করব। আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে হাতপাখা তৈরী।

IMG_20230729_172231_566~2@1034473663-01.jpeg

কয়েক দিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়ছে। বৃষ্টি হচ্ছে তারপরও গরমের শেষ নেই। তাইতো গরমের কথা চিন্তা করে রঙিন কাগজ দিয়ে হাতপাখা তৈরি করে ফেললাম। তাহলে চলুন রঙিন কাগজ দিয়ে আমি কিভাবে হাতপাখা তৈরি করেছি সেটার স্টেপগুলো দেখে নেয়া যাক।



উপকরণ :
• রঙিন পেপার (আকাশী,লাল ও হলুদ)
• আঠা
• কাঁচি
• স্কেল

IMG_20230729_122535_341.jpg



স্টেপ:১

আমি পাখা তৈরি করতে তিন রঙের পেপার নিয়েছি। প্রথমে আকাশী কালারের পেপারটি দৈর্ঘ্য প্রস্থ একই মাপের করে কেটে নিয়েছি। তারপর আকাশী কালারের পেপারটির দুই সাইডে চিকন বর্ডার করে হলুদ কালারের পেপার আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।

IMG_20230729_122834_463.jpg

স্টেপ:২

একইভাবে হলুদ কালারের কাগজের পাশে লাল কালারের কাগজ আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।

IMG_20230729_123143_300.jpg

স্টেপ:৩

এরপর কাগজটি মাঝ বরাবর ভাঁজ করব। মোট আট থেকে দশটি ভাঁজ করবো।

IMG_20230729_123425_883~2.jpg

IMG_20230729_123600_287.jpg

স্টেপ:৪

ভাঁজ দেওয়ার পর কাগজটি পুনরায় আবার খুলে ফেলব। কাগজটি খোলার পরে ঠিক দেখতে এমনটা হবে। কাগজটি এভাবে ভাঁজ দেওয়ার মূল কারণ হলো যেন কাগজটি এপিঠ ওপিঠ সহজভাবে ভাঁজ করা যায়।

IMG_20230729_123659_553~2.jpg

স্টেপ:৫

এখন কাগজটি এপিঠ ওপিঠ ভাঁজ করে নিব।

IMG_20230729_123901_528~2.jpg

স্টেপ:৬

একই নিয়মে আমি দুইটা পেপার রেডি করে নিয়েছি।

IMG_20230729_125256_970~2.jpg

স্টেপ:৭

এখন এই দুইটা আঠার সাহায্যে জয়েন্ট করব।

IMG_20230729_125448_035.jpg

স্টেপ:৮

এরপর জয়েন্ট করা কাগজটি মাঝ বরাবর ভেঙে সুতার সাহায্যে শক্ত করে বেঁধে দিব।

IMG_20230729_125456_396.jpgIMG_20230729_125606_511~2.jpg

IMG_20230729_125755_258~2.jpg

স্টেপ:৯

আবার মাঝ বরাবর আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিব।

IMG_20230729_125933_585.jpg

স্টেপ:১০

এখন হলুদ পেপারের সাহায্যে শক্ত করে পাখার দুইটা স্টিক বানিয়ে নিয়েছি।

IMG_20230729_130014_906.jpg

স্টেপ:১১

এখন এই স্টিক দুইটা আটার সাহায্যে পাখার দুই সাইডে আটকে নেব।

IMG_20230729_130302_860.jpgIMG_20230729_130326_449.jpg

IMG_20230729_130330_829@606193171-01.jpeg

স্টেপ:১২

আমার পুরো পাখাটি বানানো কমপ্লিট। এখন স্টিক দুইটা এক জায়গায় করলেই গোল রাউন্ড আকারে সুন্দর এই পাখাটি ছড়িয়ে পড়বে এবং বাতাস খেতে সহজ হবে।

IMG_20230729_172231_566~2.jpgIMG_20230729_130525_707.jpg

IMG_20230729_130537_892~2@2084355874-01.jpeg

আশা করি আমার রঙিন কাগজের পাখা তৈরিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাবেন। আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন কিছু নিয়ে ইনশাল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শিখতেও আমার আগ্রহ রয়েছে। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব রেসিপি শিখতে। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 11 months ago 

হ‍্যা সত্যি খুব গরম পড়ছে। এইরকম রঙিন পাখা তৈরি সত্যি ইউনিকই বলতে হয়। দারুণ ছিল রঙের কাগজ দিয়ে আপনার তৈরি পাখা টা। দেখতে বেশ চমৎকার লাগছে। পাখা তৈরির পদ্ধতি টাও ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চমৎকার একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

দেখে মনেই হচ্ছে না এটি রঙিন কাগজ দিয়ে তৈরি একটি হাতপাখা। আপনি খুব সুন্দর ভাবে কাগজ ব্যবহার করে এই হাতপাখা তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে।এত সুন্দরভাবে এবং দক্ষতার সাথে কাগজ ব্যবহার করে হাতপাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 11 months ago 

সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই ।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি করেছেন। আপনার তৈরি হাতপাখাটি দেখতে ভীষণ ভালো হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 11 months ago 

আমাদের এখানেও অতিরিক্ত গরম পরছে যা সহ্য করার মতো না। আজকে তো একদম দম বন্ধ হয়ে যাচ্ছিল । তার উপর লোডশেডিং তো আছেই।

অসাধারণ একটি হাতের কাজ শেয়ার করেছেন আপনি আপু, সরি ভাবি।😉

 11 months ago 

জি আপু প্রচুর গরম পড়ছে কয়েকদিন। এত গরম সহ্য করা যাচ্ছে না। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। শুভকামনা রইলো আপু।

 11 months ago 

বাহ্ আপনি তো দারুণ ভাবে রঙিন কাগজের হাত পাখা তৈরি করছেন।রঙিন কাগজের প্রতিটা জিনিস আমাকে ভালো লাগে। আপনার তৈরি করা হাত পাখা দেখে খুব ভালো লাগলো। আপনি দারুণ ভাবে হাত পাখা তৈরি করার ধাপ গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 11 months ago 

অসাধারণ একটি হাতপাখা তৈরি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর হাতপাখাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক অনেক খুশি হলাম আপনার এই হাত পাখা তৈরি করা দেখে।

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি পাখা তৈরি করেছে। পাখাটি দেখতে খুব সুন্দর লাগছে। যা এ সময় খুব বেশি দরকার। কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তৈরি করা ধাপগুলো খুব সহজ ও সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে যে কেউ তা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর পাখা তৈরি করেছেন।এই রঙিন কাগজের পাখা তৈরি করার ধাপ গুলো দেখে শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি হাত পাখা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। বর্তমান সময় প্রচুর গরম পরছে আর এই গরমের সময় পাশে একটা হাতপাখা থাকাটা অবশ্যই জরুরি বলে আমি মনে করি। রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি কৃত এই হাত পাখা দেখে আমি মুগ্ধ বিশেষ করে কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।

 11 months ago 

আপু যে পরিমাণ গরম পড়েছে আর যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে আপনার এই রঙিন কাগজের হাত পাখাটি বেশ কাজে দেবে ।দেখতে আকর্ষণীয় হয়েছে। দেখে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপু রঙিন কাগজের পাখাটি শুধু দেখতেই সুন্দর হয়েছে। জোরে বাতাস খাইতে গেলে ভেঙে পড়বে 😆😆

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47