প্রতারণার শিকার হয়ে প্রবাসীর জীবন অবসান (পঞ্চম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শাওন তখন জিজ্ঞেস করে আমি এখন কি করবো? লোকটা শাওনকে বলে তুমি এখন দুটো কাজ করতে পারো। সেটা হচ্ছে এখানকার ভাষাটা ভালোভাবে শিখে নাও। তারপর এমন একটা কাজ শেখো যে কাজ করে বেশ ভালো অর্থ উপার্জন করা যায়। তবে তোমার এখন হয়তো কাজটা শিখতে অনেক কষ্ট হবে। তবে আগামী ছয়টা মাস যদি তুমি কষ্ট করে এই দুটো ব্যাপার আয়ত্ত করতে পারো। তাহলে তোমার সামনের জীবনটা অনেক ভালো হবে। শাওনের লোকটার কথাগুলো পছন্দ হয়।


1000010052.png

সে চিন্তা করে আগামী ছয়টা মাস আরো একটু বেশি কষ্ট করে দেখি। যদি তাতে নিজের ভাগ্যটা ফেরানো যায়। এই চিন্তা হতেই শাওন পরদিন খোঁজখবর নিয়ে জানতে পারে সৌদি আরবে গাড়ির গ্যারেজের কাজে ভালো পয়সা ইনকাম করা যায়। তাই সে আশেপাশে খোঁজ নিয়ে একটা গাড়ির গ্যারেজের সাথে কথা বলে। তারা তাকে অল্প টাকার বিনিময়ে কাজ শেখাতে রাজি হয়। সেই সাথে সে স্থানীয় ভাষাটাও ভালোভাবে রপ্ত করতে থাকে। দেখতে দেখতে কয়েক মাসের ভেতরে শাওন বেশ ভালো গাড়ির কাজ শিখে যায়।

গাড়ির কাজ শেখা হয়ে গেলে শাওন তখন তার আগের চাকরিটা ছেড়ে দেয়। যদিও তার আগের মালিক খুব ঝামেলা করে চাকরি ছাড়ার আগে। শেষ পর্যন্ত সে শাওনকে ছাড়তে বাধ্য হয়। প্রথমে যেই গ্যারেজের কাজ শিখেছিল সেখানে চাকরি নেয় শাওন। সে অনেক পরিশ্রম করে খুব মনোযোগ দিয়ে কাজ শিখেছিলো। যার ফলে তার হাতের কাজের সুনাম খুব তাড়াতাড়ি আশেপাশে ছড়িয়ে পড়ে। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 22 days ago 

আসলে বাহিরের দেশে থাকতে গেলে ভাষা জানাটা খুবই জরুরী। তাছাড়া দক্ষতার মূল্যায়ন সব জায়গাতেই করা হয়। শাওন তো তাহলে বেশ ভালো আছে এখন। আশা করি শাওন অনেক আয় উন্নতি করতে পারবে জীবনে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79