নিঃস্বার্থ ভালোবাসা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে সবাই সবাইকেই ভালোবাসে। প্রিয় মানুষটিকে ভালোবাসা আর সবাইকে ভালোবাসা কিন্তু এক নয়। এই পৃথিবীতে আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা আমাদের নিজেদের থেকে অনেক বেশি ভালোবাসি। এছাড়াও তাদের জন্য আমাদের চিন্তার কোন শেষ থাকে না। তারা কখন কি করছে? কোন বিপদে পড়ছে কিনা এসব নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা সব সময় করে থাকি। আসলে ভালোবাসা নিঃস্বার্থ হওয়া বড় প্রয়োজন। যে ভালবাসার স্বার্থ রয়েছে সেই ভালোবাসা কখনোই প্রকৃত ভালোবাসা হতে পারে না।

আসলে আমাদের জীবনে বর্তমান সময়ে প্রকৃত ভালোবাসার খোঁজ পাওয়া বড়ই কঠিন। কারণ বর্তমান সময়ে ভালোবাসার মধ্যে স্বার্থপরতা শব্দটি একদম মিশে গেছে। কারন আমরা যখন যেখানেই যাই না কেন সেখানেই দেখতে পাই ভালোবাসার ভিতরে স্বার্থপরতা রয়েছে। আসলে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে আর কখনো কেউ কাউকে ভালবাসতে পারে না। আসলে প্রকৃত ভালবাসার সন্ধানে আমরা সব সময় চারিদিকে খুঁজে বেড়াই যে কোথায় প্রকৃত ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু বর্তমান সময়ে প্রকৃত ভালোবাসা খোঁজা কিন্তু অর্থহীন।

তাইতো ভালবাসায় কখনো কোনরকম চাহিদা রাখা উচিত নয়। একটা মানুষকে প্রকৃত ভালোবাসা তখনই যায় যখন সেই ভালোবাসার মানুষটি আমাদের হবে না অথবা তারা আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না। আসলে ভালোবাসার মানুষটি অন্যের হলেও কিন্তু তাকে ভালোবাসা যায় দূর থেকে। ভালোবাসার মানুষটি যদি আমাদের জীবন থেকে দূরে সরে যায় এবং আমরা তো যদি তাকে নিয়ে গালাগালি করি তাহলে সেই ভালোবাসা কখনো প্রকৃত ভালোবাসা ছিল না। আর প্রকৃত ভালোবাসা তখনই পাওয়া সম্ভব হয় যে ভালবাসায় কোন চাহিদা এবং কোন স্বার্থপরতা থাকে না।


নিঃস্বার্থ ভালোবাসা


ভালোবাসা হবে নিঃস্বার্থ,

ভালোবাসায় থাকবে না কোন প্রয়োজন।

থাকবে দুটি মনের মিলন,

দুজন পাশে থাকবে সারা জীবন।


ভালোবাসার নামের অর্থ,

খোঁজা বড়ই কঠিন পৃথিবীতে।

প্রকৃত ভালোবাসাটা সন্ধানে মানুষ,

দিন রাত চারিদিকে ছোটে।


ভালোবাসায় শুধু যত্ন নয়,

সম্মান করতে হবে দুজনকেই।

ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে,

তাহলে সেই ভালোবাসা হবে অর্থহীন।


তাইতো মন দিয়ে ভালবাসতে হবে,

জীবনে তাকে না পাবো জেনেও।

অন্যের সে হলেও পরে,

ভালোবেসে যাবো তাকে সারা জীবন।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

ভালোবাসাটা এমন একটা বিষয় যেটা হলো আপনি গাছে উঠে ফল পেড়ে নিচে ফেলে দিলেন ভাবছেন গাছ থেকে নিচে নেমে এসে ফলটি নিবেন কিন্তু সেই ফলটি অন্য কেউ এসে নিয়ে যাবে আপনার নেওয়ার আগেই। ভালোবাসাটাও এমন হয়ে গেছে একজনকে আগলে রাখছেন সমস্ত কিছু দেখাশোনা করছেন হঠাৎ অন্য একজন এসে ছিনিয়ে নিয়ে যাবে। আর সেই মানুষটিও আস্তে করে আপনার জীবন থেকে চলে যাবে। কিন্তু যদি সঠিক মানুষ জীবনে আসে সে ভালোবাসা অবশ্যই পূর্ণতা পায়। ভালোবাসা নিয়ে সুন্দর অনুভূতিমূলক একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি অসম্ভব ভালো হয়েছে। আশা করছি আরও সুন্দর ভাব সম্পন্ন এবং নতুন নতুন কবিতা আপনার পোস্ট থেকে পড়তে পারব।

 last month 

একটা মানুষ অনেককেই ভালবাসতে পারে, কিন্তু প্রিয় মানুষের জন্য যে ভালোবাসা সেই ভালোবাসা একেবারেই ভিন্ন। কোনো কিছুর সঙ্গে তা তুলনা করা যায় না। সে বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আজকে। আসলেই ভালোবাসা গুলো নিঃস্বার্থ হয়। কবিতার লাইনগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65155.92
ETH 3548.30
USDT 1.00
SBD 2.45