প্রশ্ন ফাঁস!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করি বেশিরভাগ সময় নিউজ পড়ার জন্য। কারণ আজকালকার সময়ে আসলে কিছুটা সময় বের করে পত্রিকা হাতে নিয়ে বসার মতোন সময় পাই না। তাই কাজের মাঝে টুকটাক অবসর পেলেই সোশ্যাল মিডিয়ায় ঢুকে পরি। কোনো নতুন খবর আছে কিনা কিংবা কোনো দরকারী, প্রয়োজনীয় খবর আছে কিনা সেসব পড়ার জন্য। তো আজকেও যথারীতি ফেসবুকে স্ক্রল করছিলাম। আর একজনের লেখাতে আমার চোখ আটকে গিয়েছিলো।
সেই লেখাটি ছিলো, একটা আইডির। আইডিটার নাম ছিল আব্দুল্লাহ আল ইমরান এবং ওই ছেলেটা নিজেকে নিজে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলো শুরুতেই। তাই আমি একটু ইন্টারেস্টেড বোধ করলাম এমন একটা ব্যাপার দেখে। কারণ সচরাচর কেউ নিজেকেই নিজে উইশ করে না। এরপরে পুরো পোস্টটি পড়ে আসলে আমি নিজেই আকাশ থেকে পরেছি।
কারণ উনি অনেক বড় একটি তথ্য অর্থাৎ দুর্নীতি ফাঁস করেছেন। এবং উনি একজন সাংবাদিক এবং উনি এটাই ফাঁস করেছেন যে প্রায় বিসিএস থেকে এবং বিএসসির অধীনে যতোগুলো পরীক্ষা হয়েছে। প্রায় সবগুলোর ই প্রশ্ন ফাঁস হয়েছে। তাও ৩৩ তম বিসিএস থেকে শুরু করে ৪৬ তম বিসিএস পর্যন্ত সবগুলোই!
তাও শুধুমাত্র যে প্রমাণ করেছে তা নয়। একেবারে ভিডিও ফুটেজ সহ ভাইরাল করেছে চ্যানেল ২৪ এর মাধ্যমে। অর্থাৎ উনি সেই চ্যানেলের একজন কর্মকর্তা। ব্যাপারগুলো দেখলে সত্যিই অবাক লাগে। কারণ আমি আমার নিজের পরিবারে আমার অনেক ভাই বোনকে দেখেছি রাত দিন ২৪ ঘন্টা এক করে জীবনের সবকিছু বাদ দিয়ে বিসিএসের জন্য প্রিপারেশন নিতে। তাই এদের সাথে যখন এতোটা জোচ্চুরি করা হয়েছে দেখি। তখন সত্যিই খুব খারাপ লাগে। কারণ আমি আমার পরিবারের ওই ভাই-বোনদেরকে দেখেছি যে, তারা কিভাবে দিনের পর দিন টেবিলে বসে থেকেছে। লাইব্রেরীতে বসে থেকেছে। পরিবারের কারো সাথে কোনো কথা পর্যন্ত বলতো না শুধুমাত্র পড়াশোনা করার জন্য। এই ধরনের শিক্ষার্থীরাও পর্যন্ত বিসিএস এ আসেনি। তখন আমার কাছে মনে হতো যে, এই জায়গাটাতে জেতা অনেক কঠিন। কিন্তু এখন যেটা বুঝলাম যে, এই জায়গাগুলোতে এই ধরনের শিক্ষার্থীরা চান্স না পাওয়ার একটা মাত্র কারণ হলো- এখানে আগে থেকেই অসৎ ব্যক্তিরা চান্স পেয়ে বসে থাকে, প্রশ্ন ফাঁসের মাধ্যমে!
আমাদের দেশের কি ভয়ংকর অবস্থা, তাই না? এতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা বলা চলে। আমাদের দেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা হলো এটি। আর এটারই এতোটা খারাপ অবস্থা তাহলে না জানি এর নিচের ক্লাস গুলোর অবস্থা কতোটা ভয়াবহ!