এলাকার উন্নয়ন করতে গিয়ে জীবন অবসান (তৃতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তখন মাদক ব্যবসায়ীরা তার কথা না শুনলে এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের কে সে বের করে দিতে পারবে। রাসেলের আইডিয়াটা সবারই পছন্দ হয়। তখন সবাই শফিককে অনুরোধ করতে থাকে ইলেকশন করার জন্য। এলাকার সেই মুরুব্বিরাও শফিককে ইলেকশন করার ব্যাপারে অনুরোধ করতে থাকে। কিন্তু শফিক পরিষ্কার জানিয়ে দেয় সে ইলেকশন করতে চায় না। সে রাজনীতিতে না গিয়েই এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে নিজে সম্পৃক্ত হয়ে থাকতে চায়। তখন এলাকার এক মুরুব্বী বলে। এলাকার লোকজন তোমাকে অনেক ভালো জানে। তারা তোমার উপর ভরসা করে।


Black and Gold Fancy New Year Card_20240511_234151_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

এখন তোমার দায়িত্ব তাদের ভরসার প্রতিদান দেয়া। তোমার পক্ষে সম্ভব এই এলাকাটাকে উদ্ধার করা। এটা তোমার এলাকা চোখের সামনে নিজের বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে দেখেও কি তোমার খারাপ লাগে না? মুরুব্বির কথাগুলো শফিকের বুকে এসে আঘাত করে। শফিক তখন বলে চাচা আমাকে কিছুটা সময় দিন। আসলে আমি তো কখনো এগুলো নিয়ে চিন্তাভাবনা করিনি। যার ফলে হুট করে এত বড়ো একটা সিদ্ধান্ত নেয়া আমার জন্য মুশকিল। তখন সেই মুরুব্বী প্রস্তাব দেয় আমরা এলাকার সব মুরুব্বীদের ডেকে একটা মিটিং করি। সেই মিটিং এ যদি সবাই তোমাকে সমর্থন দেয়ার প্রস্তাব দেয় তখন তুমি ইলেকশন করবে।


এই প্রস্তাবটা শফিকের পছন্দ হয়। শফিক মনে মনে চিন্তা করে যাক এবার তাহলে ইলেকশন থেকে বাঁচা যাবে। কারণ এলাকার সবাই তো আর তাকে সমর্থন দেবে না। মুরুব্বিরা বলে আমরা আগামী দুই দিনের ভিতর মিটিং এর ব্যবস্থা করছি। তুমি সেখানে উপস্থিত থাকবে। ক্লাবের সবাইকে নিয়ে আসবে। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 last month 

আমার তো মনে হচ্ছে শফিককে এলাকার মোটামুটি সবাই সমর্থন করবে চেয়ারম্যান ইলেকশন করার জন্য। কারণ এলাকায় শফিকের জনপ্রিয়তা অনেক। তাছাড়া শফিক তো খুবই ভালো মনের মানুষ। দেখা যাক শফিক শেষ পর্যন্ত রাজি হয় কিনা চেয়ারম্যান ইলেকশন করার জন্য। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 last month 

রাসেলের আইডিয়া সবার পছন্দ হলেও শফিকের পছন্দ হয় নি।আসলে কেউ কেউ রাজনীতিতে জড়াতে চায় না, কিন্তু ভালো কাজ করে যেতে চায়।আর এলাকার মুরুব্বীদের আবদারের নিশ্চয়ই সে ইলেকশনের জন্য রাজি হবে। যাইহোক এবার সবার কি মতামত তা জানার অপেক্ষায়।

 26 days ago 

শফিকের প্রতি এলাকার মানুষের আস্থা বিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ভিলেজ পলিটিক্স মারাত্মক একটা বিষয়। তবে এলাকার সকল মুরুব্বীরা একসাথ হয়ে শফিককে ইলেকশন করার প্রস্তাবনা বিষয়টি সত্যি চমৎকার। তবে এর ভবিষ্যৎ কি এটি দেখার অপেক্ষা রইলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55326.60
ETH 2348.86
USDT 1.00
SBD 2.32