অভিমান।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অভিমান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

অভিমান কিন্তু সবার উপরে করা যায় না। এই পৃথিবীতে যে মানুষটিকে আমরা সব থেকে বেশি ভালবাসতে পারি আমরা সেই মানুষটির উপর একমাত্র অভিমান করতে পারি। আসলে এই অভিমানটি আসে ভালোবাসার থেকে। আর যে ভালোবাসায় গভীরতা নেই অর্থাৎ যে ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয় সেই ভালোবাসার কখনো অভিমান আসতে পারে না। আমরা পৃথিবীতে এত মানুষের মধ্যে প্রায় সকলকেই ভালবাসি। কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে ভালোবাসা সব সময় এক এক ধরনের হয়ে থাকে। কারণ আমরা এক এক জন মানুষকে এক এক রকম ভালোবেসে ফেলি।


কিন্তু আমাদের সেই প্রিয় মানুষটি অর্থাৎ যাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি তার কোন কাজকর্ম যদি আমাদের মনের মত না হয় আমরা হয়তোবা তার উপরে অভিমান করে বসে থাকি। আসলে এই প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে অভিমান আপনা আপনি চলে আসে। আর আমাদের প্রিয় মানুষটি যখন অভিমান করে বসে থাকে তখন আমাদের চেষ্টা থাকে যে কখন এই প্রিয় মানুষটির অভিমান ভেঙ্গে আমাদের আবার কাছে টেনে নেমে। যদিও সব সময় প্রিয় মানুষটি চায় যে আমরা তাদের কাছে গিয়ে তাদের অভিমান ভেঙে দিয়ে বুকে টেনে নিয়ে।



আসলে ভালোবাসা যদি সঠিক হয় এবং দুজন দুজনকে যদি অসম্ভব ভালবাসা যায় তাহলে সেই ভালোবাসা পূর্ণতা পায় জীবনে। আসলে ভালোবাসায় যদি কোন ধরনের লুকোচুরি থাকে অথবা অন্য ধরনের বিশ্বাসঘাতকতা থাকে তাহলে সেই ভালোবাসা জীবনেও কখনো পূর্ণতা পেতে পারে না। আসলে ভালোবাসায় যদি সন্দেহ থাকে তাহলে সেই ভালোবাসা না করা অনেক বেশি শ্রেয়। কারণ সন্দেহের ভালোবাসা জীবনে কখনো সুখ এনে দিতে পারেন। আর এই সন্দেহের ভালোবাসার ফলে দুটো জীবন পুরোটাই নষ্ট হয়ে যায়।

আসলে ভালোবাসায় যদি অভিমান না থাকে তাহলে সেই ভালোবাসাকে ভালোবাসা বলে না। কারণ একজন অভিমান করবে আরেক জন এসে সেই অভিমান ভেঙে দেবে। আসলে এটাই তো ভালোবাসা। আর আমরা যদি প্রিয় মানুষটির অভিমান ভাঙতে না পারি তাহলে হয়তোবা আমরা সেই প্রিয় মানুষটিকে মনের মত করে কখনো ভালবাসতে পারিনি। আসলে প্রিয় মানুষের অভিমান ভাঙ্গানোর জন্য আমরা বিভিন্ন ধরনের দুষ্টুমি করে থাকি এই প্রিয় মানুষটির সঙ্গে। যখন এই প্রিয় মানুষটির অভিমান ভেঙে যায় তখন যেন সেই ভালোবাসা আরো গভীর হয়ে যায়।

আসলে এইভাবে আমরা প্রিয় মানুষটিকে কাছে টেনে নিতে পারি তার অভিমান ভেঙ্গে দিয়ে। আর প্রিয় মানুষটি যদি সত্যিকারের আমাদের ভালবেসে থাকে তাহলে সে কখনো তার অভিমান বেশীক্ষণ ধরে রাখতে পারবে না এবং সেও মনে মনে চাইবে যে কখন আমাদের প্রিয় মানুষটি আমাদের কাছে এসে আমাদের অভিমান ভেঙে দিয়ে যাবে। আসলে এসব ভালোবাসার অনেক মধুরতা রয়েছে। আর যেসব ভালবাসা এত মধুরতা নেই সে সব ভালোবাসা অনেকটা লবণ ছাড়া তরকারির মত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 months ago 

আসলে ভালোবাসার মুহূর্তে একে অপরের প্রতি মান অভিমান সবকিছুই থাকবে এটাই স্বাভাবিক। তবে বাঁধন থাকবে একটাই কখনো কেউ কাউকে ভুল বুঝে দূরে যাবে না। যাইহোক দারুন একটা বিষয় নিয়ে পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো।

 4 months ago 

অনেকেই বলে যে সম্পর্কে অভিমান থাকে না সেই সম্পর্কে ভালোবাসা গাঢ় হয় না। অভিমান ভালোবাসার একটি অংশ, দেখবেন প্রিয় মানুষটি যখন অভিমান করবে তার পরবর্তী সময়ে আপনার কাছে সব অভিমান ভুলে ফিরে আসার মুহূর্তে ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61949.37
ETH 2415.67
USDT 1.00
SBD 2.65