ভালোবাসার গভীরতা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোবাসার গভীরতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আপনার কি মনে হয় যে ভালোবাসার গভীরতা আমরা পরিমাপ করতে পারবো? আমার তো মনে হয় যে এই ভালোবাসার গভীরতা আমরা কখনোই পরিমাপ করতে পারবো না। কারণ ভালোবাসাকে কখনো পরিমাপ করা যায় না এবং এই ভালোবাসার গভীরতা কখনো নির্ণয় করা যায় না। আমরা পৃথিবীতে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় ভালোবাসি। কিন্তু আমরা আমাদের প্রিয় মানুষটিকে হঠাৎ করে যেভাবে ভালোবেসে ফেলি সেই ভালোবাসার কোন অর্থ থাকে না। অর্থাৎ আমরা তাকে পাগলের মতো ভালোবাসি এবং তাকে পাগলের মত আমাদের কাছে চাই। আর এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। কারণ আপনারা বর্তমান সময় দেখতে পারছেন যে ভালবাসা নিয়ে যেসব নোংরামি চলছে এই পৃথিবীতে সেসব নোংরামি দেখলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। আসলে ভালোবাসা হলো এমন এক পবিত্র জিনিস যে পবিত্র জিনিস নিয়ে যদি কেউ নোংরামি করে তাহলে তার থেকে খারাপ ব্যক্তি আর পৃথিবীতে একটিও হতে পারে না।


আসলে প্রাচীনকালে মানুষ মানুষকে ভালোবাসতো মন দিয়ে এবং সেই ভালবাসার মানুষকে তারা কখনো কষ্ট দিত না। আসলে তখনকার ভালোবাসাকে মানুষ সম্মান করত এবং সেইসব ভালবাসা যাতে কেউ নষ্ট না করতে পারে সেজন্য তারা বিশেষভাবে খেয়াল রাখত। কিন্তু বর্তমান সময়ে এখন একজন ব্যক্তি একাধিক ব্যক্তিকে ভালোবাসে। আসলে তারা তখন মজা করে বলে যে তাদের হৃদয় নাকি অনেক বড় এবং তাদের এই বড় হৃদয়ের সে অনেককে স্থান দিতে পারবে। আসলে এসব ব্যক্তি হলো পশুর থেকেও অধম। কারণ এই পৃথিবীতে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তাদের মন বলতে কোন কিছুই থাকেনা। আসলে তারা তাদের চাহিদা এবং স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভালোবাসে। আসলে তাদের যখন স্বার্থ মিটে যায় তখন তারা সেইসব মানুষকে আর কখনোই চেনে না।

আসলে এইসব মানুষের কাছ থেকে আমরা সব সময় দূরে থাকবো এবং এসব মানুষদের সংস্পর্শে আমরা কখনো আসবো না। কেননা এসব ব্যক্তি অনেক বড় খারাপ ধরনের ব্যক্তি এবং এসব ব্যক্তির দ্বারা জীবনের কারো কখনো কোনো ভালো হয় না। আসলে আমরা যখন মন দিয়ে কাউকে ভালোবেসে ফেলি তখন তার সকল দোষ গুণ নিয়ে তাকে ভালোবাসি। আসলে এইসব ভালবাসার ভিতর কোন চাহিদা, কোন দাবি থাকে না। আর এসব ক্ষেত্রে ভালোবাসা সবসময় গভীর হয়। আর আমরা এই ভালোবাসায় তখন সেই প্রিয় মানুষটিকে নিয়ে হারিয়ে যেতে চাই। আসলে এই পৃথিবীতে বর্তমানে ভালোবাসা দিন দিন উঠে যাচ্ছে মানুষের প্রতি। কেননা মানুষ এখন মানুষের এত খারাপ আচরণ করে এবং মানুষের এত ক্ষতি করে এতে করে মানুষের প্রতি মানুষের বিশ্বাস এবং ভালোবাসা দিন দিন চলে যাচ্ছে।


আসলে এখনো সময় আছে যে ভালবাসার নামটিকে আমরা সম্মান করে আমরা সব সময় আমাদের ভালোবাসার মানুষটিকে কাছে রাখবো এবং কোন ভাবে তাকে কোন কষ্ট পেতে দেব না। আসলে যদি ভালোবাসার মানুষটি কোন ভাবে কষ্ট পেয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব যে তাদের সেই কষ্ট মন থেকে দূর করে দেওয়া। আর আমার মনে হয় যে ভালোবাসায় কোনো চাহিদা রাখা উচিত নয়। ভালোবাসা এমন একটা জিনিস যেটা পুরোটাই নির্ভর করে বিশ্বাসের উপর। আর আপনি যদি কাউকে বিশ্বাস করতে পারেন তখন আপনি তাকে নির্দ্বিধায় ভালবাসতে পারবেন। আর সেখানে ভালোবাসার কোন কমতি থাকবে না এবং ভালোবাসা থাকবে গভীর।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 63569.77
ETH 3424.28
USDT 1.00
SBD 2.50