স্বরচিত কবিতা - " ছিনিয়ে নেবো "

আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।

কবিতার নামঃছিনিয়ে নেবো

IMG-20240316-WA0000.jpg


অতিথি পাখিদের আনাগোনায়,
মুখোরিত পাড়া বেপাড়ায়।
মুখোশের আড়ালে খুঁজি তোমাকে,
তুমি ভবঘুরে প্রেমিক পুরুষ রূপে।

বারেবারে আমি ঘুরে ফিরে,
কল্পলোকের গল্পছায়ার আশ্রয় না ই বা খুঁজি।
আমি মত্ত হই বা বেসামাল,
তবুও চোখ বিনিদ্রায় যাপিত স্বপ্নের ভাজে।

স্বপ্নপুরির অঢেল মায়ায়,
আষ্টেপৃষ্টে জড়িয়ে তোমায়।
ছিনিয়ে নেবো হোক পৃথিবী ধ্বংষ,
আমি পাগল প্রায় তোমাতে মত্ত।

এ উন্মাদনা কমবার নয়,
তোমাকে হারিয়ে নেই আর হারানোর ভয়।
তুমি আমার ই গল্পের প্রিয় মুকুট,
তুমি আমার ই স্বপ্নে লালিত একমাত্র পুরুষ।


মূলভাব

কবিতার মূল ভাবটি অন্যান্য কবিতার মতোই একেবারেই সাধারণ। অর্থাৎ বেশিরভাগ ভালোবাসাতেই দেখবেন যে ভালবাসার সম্পর্কগুলোতে ভালোবাসা থাকলেও সেই তীব্র শক্তি কিংবা সেই তীব্র আকাঙ্ক্ষা টা থাকেনা।

ছিনিয়ে নেওয়ার সেই শক্তি এবং জেদটাও থাকে না। এবং সেই প্রেমিক কিংবা প্রেমিকাকে পুরো পৃথিবীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের করা শক্তিটাও সবার থাকে না। কিন্তু শুধুমাত্র তাদেরই থাকে, যাদের মনে থাকে অসম্ভব ভালোবাসা এবং ভালোবাসাকে জয় করার মত শক্তি। আর সেই শক্তির বহিঃপ্রকাশ টা কেমন হয়, সেটাই এ কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি।
Sort:  
 last month 

চমৎকার কবিতা লিখেছেন বেশ ভালো লেগেছে। তবে রোমান্টিক কয়েকটি মুহূর্ত এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যেটা বেশি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

কবিতা মনের কথা ব্যক্ত করতে সহায়তা করে। এমন কিছু কথা থাকে যা মনের মধ্যে ঘুরপাক করে কিন্তু কাউকে বলা হয় না। ‌ তবে তা কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। আপনার লেখা কবিতা একদম সেই আকারে আমাকে মুগ্ধ করেছে। অনেক সুন্দর লিখেছেন কবিতাটা। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার কবিতা পরে বেশ মুগদ্ধ হয়েছি , আসলেই ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবিতাটিতে। শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 68515.51
ETH 3777.39
USDT 1.00
SBD 3.65