বারকোড ফুড জাংশন রেস্তোরায় একদিন,ফুড রিভিউ, ফটোগ্রাফী।||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।

এই রেস্তোরাটি আমার খুবই পছন্দের একটি রেস্তোরা। ওইদিন যাওয়ার পর ভাবলাম রেস্তোরাটির খাবারের একটি রিভিউ আপনাদের সাথে শেয়ার করি আর রেস্তোরাটির সৌন্দর্য ও।আমি রেস্তোরার রিভিউ দেওয়ার চেষ্টা করি ওই রেস্তোরায় কয়েকবার যাওয়ার পরে।তাহলে চলুন শুরু করি,



IMG_20211215_232012.jpg



রেস্তোরাটির নামঃবারকোড ফুড জাংশন( Barcode Food Junction )

রেস্তোরাটির লোকেশনঃ 212/264 সিডিএ এভিনিউ,মুরাদপুর,চট্টগ্রাম।



🍛" বারকোড ফুড জাংশন" রেস্তোরায় যাওয়ার প্লেনিং🍛

IMG_20211215_232021.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



আসলে এই বারকোড ফুড জাংশন রেস্তোরাটি আমার অনেক অনেক বেশি পছন্দ। পছন্দ না হওয়ার কোন কারণ নেই। কারণ এই রেস্তোরার খাবার গুলো যেমন মজা ঠিক তেমনটাই এই রেস্তোরার পরিবেশটাও কতোটা সুন্দর তা আশা করি আপনারা আজকে ছবির মাধ্যমে দেখতে পারবেন। এই রেস্তোরাটিতে আমি এই নিয়ে প্রায় অনেকবার এলাম। আমার এতো বেশি পছন্দের একটি রেস্তোরা যা বলে বোঝানো সম্ভব না। তো সেই কারণেই কয়েকদিন আগে ঠিক করলাম যে এই রেস্তোরায় যাবো,সেভাবেই যাওয়া।



🍛" বারকোড ফুড জাংশন" রেস্তোরায় খাবারের মান 🍛

IMG_20211215_232031.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এই রেস্তোরার খাবারের মান অনেক বেশি ভালো। কারণ এই রেস্তোরার ভিড় এবং মানুষজন দেখেই আশা করি তা বুঝতে পারছেন। আর এই রেস্তোরাটি অনেক বড়, কোনো একটি বিয়ের কমিউনিটি সেন্টার থেকে রেস্তোরাটির জায়গা বড়। তো বুঝতেই পারছেন এতো বড় জায়গার রহস্য হচ্ছে এখানে অনেক মানুষ আছে এবং তাদের খাবারের মান অনেক বেশি ভালো। আর এই রেস্তোরায় আমি অনেকবার গিয়েছি। তা দেখেও আশাকরি ধারণা করতে পারছেন যেই রেস্তোরার খাবারের মান কতোটা ভালো।



🍛" বারকোড ফুড জাংশন" রেস্তোরায় কি কি অর্ডার করেছিলাম 🍛
IMG_20211215_232111.jpgIMG_20211215_232051.jpgIMG_20211215_232040.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



আমি ওদের যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেটা হলো,

১।সেফ স্পেশাল দোসা - ৩০০ টাকা
২।চিকেন টিক্কা - ১২০ টাকা
৩।গারলিক নান - ৪০ টাকা
৪।পেপসি - (১৫ টাকা প্রতি বোতল) - ৩০ টাকা
৫।মালাই চা - ( প্রতি কাপ ৪০ টাকা) - ৮০ টাকা

মোট বিল - ৫৭০ টাকা।



🍛 "বারকোড ফুড জাংশন" এর মেনু 🍛
IMG_20211215_232152.jpgIMG_20211215_232141.jpg
IMG_20211215_232132.jpgIMG_20211215_232122.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



আমি সম্পূর্ণ মেনুটি দিচ্ছিনা। তবে আমি যা অর্ডার করেছিলাম সেই অর্ডারগুলোর মেনুটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে।



🍛 "বারকোড ফুড জাংশন" এর খাবারের কেমন লেগেছে? 🍛


আমার কাছে এই রেস্তোরাটির খাবার সবসময় ই অনেক বেশি মজা লাগে।এই রেস্তোরার খাবারগুলোর স্বাদ যে কতটা মজার তা বলে বুঝাতে পারবোনা।



IMG_20211215_232201.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



আমি প্রথমে অর্ডার করেছিলাম সেফ স্পেশাল দোসা। তাদের এই দোসাটি আমার কাছে অনেক বেশি মজা লাগে।দোসাটি দেখতে হয় তো একেবারেই নরমাল মনে হচ্ছে। তবে আসলেই অনেক বেশি মজার। সাথে ছিলো তিন রকমের আইটেম। একটি হচ্ছে নারিকেলের পেস্ট,পুদিনার সস, গাজর আর আচার দিয়ে টক জাতীয় একটি আইটেম।সব মিলিয়ে জাস্ট দারুণ ছিলো।দোসাটি ছিলো অনেককককক লম্বা। দেখেই বুঝতে পারছেন আশা করি।



IMG_20211215_232210.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



আরেকটি ইউনিক ব্যাপার হচ্ছে এইযে দেখে দোসার ভিতরে কতোগুলো পুর দিয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে আপনাদের।এখানে পুরের মধ্যে রয়েছে মুরগীর মাংস, ডিম সিদ্ধ,অনেক রকমের বাদাম,সবজি,আলু,ক্যাপসিকাম,মাশরুম সহো আরো অনেক কিছু।



IMG_20211215_232220.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এরপর বলবো ওদের চিকেন টিক্কাটির কথা। চিকেন টিক্কাটি এর আগেও আমি অনেকবার খেয়েছি।অনেক বেশি স্পাইসি আর মশলাদার ওদের এই চিকেন টিক্কাটি। মুখে দিলেই আলাদা একটা স্পাইসি টেস্ট পাওয়া যায়। সেই সাথে মজার তেতুলের সস আর সালাদ তো আছেই।



IMG_20211215_232235.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



একটা ছবি দিলাম দোসাটি কতো বড় তা বুঝাতে।অনায়াসেই দুজন খেতে পারবে।



IMG_20211215_232244.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এখন বলবো ওদের রেস্তোরায় আমার সবচেয়ে মজার খাবারটি নিয়ে।ওদের এই মালাই চা আমার অনেক বেশি পছন্দের, এতো বেশি ভালো লাগে যে কি আর বলবো।সব কিছুর পারফেক্ট কম্বিনেশন থাকে।



IMG_20211215_232254.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



বৃষ্টি বা শীতের সময় এই চা টা খাওয়ার মজাই আলাদা।আমার মুখের হাসি দেখেই আসা করি বুঝতে পারছেন।মুখে দিতেই মালাই এর একটা স্বর্গীয় টেস্ট পাওয়া যায়।



🍛 "বারকোড ফুড জাংশন" এর ভালোলাগার একটি বিষয় 🍛

IMG_20211215_232303.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



প্রতিটি টেবিলের এমন একটি কাগজের ব্যাগ রয়েছে ওয়েস্টেড টিস্যু বা সবকিছু ফেলার জন্য যা আমার অনেক বেশি ভালো লেগেছে।



🍛 "বারকোড ফুড জাংশন" এর সাজসজ্জা 🍛


এই রেস্তোরার সাজসজ্জার কথা যত বলবো ততই কম হবে বোধহয়। আশা করি আমার এই কথাটির সত্যতা ছবি দেখেই বুঝতে পারবেন।

রেস্তোরাটি উপরে লাইটিং কি পরিমাণ সুন্দর দেখুন।



IMG_20211215_233103.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



চারপাশের পরিবেশ টাও অসম্ভব ভালো লাগে।



IMG_20211215_233114.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



আমি দুই তালা থেকে নিচের একটি ছবি তুলেছি।আসলে সেদিন বৃষ্টি পরছিলো সেই কারণেই এখানে একেবারেই মানুষ নেই। সবাই ভিতরে বা উপরে।



IMG_20211215_233123.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



আমি যেখানে বসেছি সেখানকার সৌন্দর্যটিও একবার দেখুন।



IMG_20211215_233133.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



দুইতালার সিড়ি থেকে এই ছবিটি তুলেছি।



IMG_20211215_233142.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



🍛 "বারকোড ফুড জাংশন" রেস্তোরায় ফটোগ্রাফী 🍛
IMG_20211215_233159.jpgIMG_20211215_233151.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এতো সুন্দর একটি জায়গায় ছবি না তুলে কি পারা যায় বলুন!সেই কারণেই ছবি তুললাম।আশা করছি সকলের ভালোই লাগবে।



আমার দিন ভালোই কাটলো।
আপনাদের দিন কেমন কাটলো জানাবেন অবশ্যই।
আর আমার রিভিউ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।



সমাপ্তি


আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার অন্যদিন অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
আমার আজকের কাজটি কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
ভালো থাকবেন সবাই।

ভালোবাসা নিবেন ❤️
ইতি,
@nusuranur



break.png

banner-abb23.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 3 years ago 

ছোট কোলবালিশ খাচ্ছে।

 3 years ago 

ছোট বালিশ!!
হাহাহাহাহা,😂😂😂
মজা পেলাম ভাইয়া।

 3 years ago 

আপু আপনার ফুড রিভিউগুলি আমার কাছে অসম্ভব ভালো লাগে।কারণ আপনি খুবই সুন্দর করে বিস্তারিত বর্ণনার পাশাপাশি ফটোগ্রাফিগুলি ও দারুণ করেন।দোসার মধ্যে পনিরগুলো যা লাগছিল না,খুবই লোভনীয়।আপনি দারুণ সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব ভালো সময় কাটিয়েছেন। ছবিগুলো দেখে খুব ভালো লাগলো। রেস্তোরার ডেকারেশন অনেক সুন্দর। আর আপনার অর্ডার করা ফুডগুলো ভালো ছিলো৷ আমার পারসোনালি চিকেন টিক্কা অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু, সুন্দর ফুড রিভিউ এবং ফটোগ্রাফির জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 
আমি আর কি বলব ফাস্ট ফুড রিভিউ দেয়াতে ফাস্ট আপনি।প্রথমেই আমার পছন্দের স্টাইলটা আপনি আমাদের মাঝে তুলে ধরলেন।হেভি লাগে প্রতিটা পোস্টে এই স্টাইল এর ছবি আমি দেখতে পাই সুন্দর ছিল ছবিটি। আর আইফোনের ক্যামেরা দেখে তো আমি আবারও মুগ্ধ হয়ে গেলাম।ওখানকার সবকিছু আসলেই পারফেক্ট কম্বিনেশন ছিল এবং আপনি যেভাবে পরিবেশন করেছেন খুবই ভালো এবং ওখানকার খাবারগুলো দেখে অনেক ভালো লাগলো আপু। যেতে মন বলছে। সব মিলিয়ে অনেক ভালো ছিল রিভিউটি। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 3 years ago 

😂😂 কেমনে যেনো হয়ে যায় সব এক স্টাইলেই।
ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74