সন্ধ্যায় ঘুরোঘুরি, শপিং আর সাথে মজাদার ফুচকা। ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য||

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।



IMG_20211206_122252.jpg



গতকাল এক দুই ঘন্টার জন্য একটু বাইরে বেরিয়ে ছিলাম। বাইরে বেরুনোর মূল উদ্দেশ্য ছিলো একটু ঘোরাঘুরি করবো এবং সামান্য কিছু শপিং করবো। আসলে আমার মাথায় আবার শপিং এর ভূত টা একটু বেশিই থাকে। যদিও খুব একটা করার চেষ্টা করি না তাও কেনো জানি না হয়ে যায়। তো হঠাৎ বিকেলবেলা মনে হলো বাইরে যাই। সেই কারণেই সুমাইয়াকে ফোন দিলাম বললাম রেডি হতে বের হবো।সেও কিছুক্ষণ না না করে শেষে রাজি হলো যে সেও বের হবে।



মিরর সেলফি

IMG_20211206_122135.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এরপরে আমি রেডি হয়ে আবার সুমাইয়া কে ফোন দিলাম যে রেডি হয়েছে কিনা, নামবো কিনা সেই কারণেই সেটাই জিজ্ঞেস করতে। তো সে বলল আর পাঁচ মিনিট পর নামতে। আসলে আমাদের দুজনের বাসার দূরত্ব খুবই কম অর্থাৎ হাতে গুনে দুই মিনিট লাগবে। তো সেই কারণেই ভাবলাম একটি সেলফি তুলি অর্থাৎ মিরর সেলফি।এই সেলফি নিয়ে অনেকেই মজা নেবে আর আমিও আপনাদের মজা দেওয়ার উদ্দেশ্যে ছবিটি তুলেছি।
হি হি হি হি।
এরপরে বের হয়ে দুইজনে রিক্সা নিলাম।আর বান্ধবী দুইজন মিলে যদি রিক্সায় উঠি তাহলে তো তার মানে জানেন ই!আসলে বকবক করতে করতে একেবারে আমাদের দিন চলে যায়, সময় ফুরিয়ে যায়, তবে কখন যে আমরা গন্তব্যে পৌঁছে যাই তা আসলে খেয়াল ই করতে পারি না। আর এবারও ঠিক তাই হয়েছে। আমরা অনেক কথা বলতে বলতেই মার্কেটের সামনে পৌঁছে গেলাম।



নুয়াইরার শীতের কাপড়
IMG_20211206_122216.jpgIMG_20211206_122209.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এরপরে মার্কেটে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নুয়াইরার জন্য দুইটা পাতলা সুইটার কিনলাম। আসলে সে খুব মোটা সুইটার পরতে পারেনা। কারণ অনেক বেশি ঘেমে যায়। এই শীত এর সময়ে ও তাকে যদি মোটা সুইটার পরানো হয় সে অনেক বেশি ঘেমে যায়। আর আমরা ভুল করে তার এই ব্যাপারটা খেয়াল না করেই অনেকগুলো মোটা শীতের কাপড় কিনে ফেলেছি। যার কারণে এখন আবার নতুন করে কিছু পাতলা দেখে শীতের কাপড় কেনা শুরু করেছি। যদিও খুব বেশি পছন্দ না হওয়াতে শুধু দুইটি নিলাম। এরপর আরো কিছু নেওয়ার প্ল্যান রয়েছে পরে কোনো একদিন।



আমার কুর্তি ও নানুর জন্য গিফট
IMG_20211206_122150.jpgIMG_20211206_122142.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



মার্কেটে গেলাম আর নিজের জন্য কিছু নিলাম না এমন টা কি আর হয়!! সেই কারণে নিজের জন্য একটি কুর্তি নিলাম। আর ভাবলাম নানুর জন্য কুরিয়ার সার্ভিসে করে কিছু পাঠাই। সেই কারণে নানুর জন্য কিছু গজ কাপড় এবং ওড়না কিনলাম। যেভাবে ইচ্ছা সেভাবে সেলাই করবে এই কারনেই গজ কাপড় কেনা। আসলে আমি উপহার দিতে খুব বেশি ভালোবাসি। এটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেননি তাদের কেউ আজকে বলে দিলাম। আমার আসলে উপহার দিতে অনেক বেশি ভালো লাগে আর তা যদি হয় নিজের টাকায় তাহলে তো কথাই নেই।



ফুচকার দোকান

IMG_20211206_122241.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এরপরে মার্কেটের নিচের একটি ফুচকার দোকানে ঢুকলাম আসলে আমি খুব একটা এই দোকানে ফুচকা খেতে আসিনা তবে আজকে এই পাশের মার্কেট বন্ধ থাকাতে এইখানে আসতে হলো।আসলে তা না হলে আসার কোনো ইচ্ছেই ছিলো না। কারণ এইখানকার পরিবেশ আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু ফুচকা না খেয়ে তো আর বাড়ি ফেরা যাবে না। কারণ ফুচকা আমার অনেক বেশি প্রিয় একটি খাবার। আর ফুচকার দোকানের সামনে থেকে ফুচকা না খেয়ে যাওয়া আমার কাছে প্রায় অসম্ভব এর সমান হবে।



ফুচকা
IMG_20211206_122232.jpgIMG_20211206_122224.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এরপরে ফুচকা অর্ডার করলাম এবং ফুচকা গুলো সামনে এলো। দেখতেই পাচ্ছেন আসলে কতোটা মজার এই ফুচকা টি। ছবিটি দেখেই হয়তো বুঝতে পারছেন যে এই ফুচকা খেতে কতোটা মজা হবে। জাস্ট একবার ভাবুন আপনার সামনে এখন এই ফুচকা রয়েছে।তাহলে কি করবেন? বলেন তো? আমার তো লিখতে লিখতে জিভে জল চলে আসছে। মজার না ব্যাপারটা?
সে যাই হোক এখন আসি ফুচকার বর্ণনায়।এই ফুচকা টি আমার কাছে খুবই ভালো লাগে। আর তাদের টক টা নিয়ে তো কোন কথাই হবে না। জাস্ট অসাধারণ।



নুয়াইরা ও তার ডল

IMG_20211206_122156.jpg

Iphone 12 pro max

What's 3 Word Location



এরপরে বাসায় আসলাম। বাসায় এসে নুয়াইরাকে তার পাতলা শীতের কাপড় গুলো দিতেই সে একটি পরলো এবং তার চেয়েও বড় তার ডলটিকেও একটি পরালো। আর বেশ সুন্দরভাবেই তার ওই মোটকা ডল এর ও হয়ে গেলো। ডলকে একেবারেই ছাড়ছিলো না। মানে ব্যাপারটা এমন যে তার শীত লাগছে না কিন্তু ডলের খুব বেশি শীত লাগছে। আর তার চেয়েও অনেক বেশি বড় এই ডল। এটাই হচ্ছে মজার বিষয় যে সেই ডলকে হ্যান্ডেল করাটাও তার জন্য বেশ মুশকিল হয়ে যায়। তাও যেহেতু ভালোবাসার ডল সেহেতু সে কোনোভাবেই তাকে একেবারে একা করে রাখে না।

আমার দিন ভালোই কাটলো।
আপনাদের দিন কেমন কাটলো জানাবেন অবশ্যই।



সমাপ্তি


আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার অন্যদিন অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
আমার আজকের কাজটি কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
ভালো থাকবেন সবাই।

ভালোবাসা নিবেন ❤️
ইতি,
@nusuranur



break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি মুহুর্ত পাড় করেছেন বুঝতেই পারলাম। আমারও কাউকে উপহার দিতে খুব বেশি ভালো লাগে। প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে আপনার সুন্দর মুহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য প্রিয় আপু 🥰🥰

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। আসলে উপহার দিতে পারলে সব সময় খুব বেশি ভালো লাগে। আপনার জন্য ও অনেক অনেক ভালোবাসা রইলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

আপনি অনেক কেনাকাটা করেছেন অনেক ঘোরাঘুরি করেছেন। খাওয়া-দাওয়া বেশ ভালোই করেছেন। বলা যায় অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন আপনি। আপনার প্রথম ধাপের জামা গুলি বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আপনার বিশেষ মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জামা গুলো চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঘোড়ার কথা শুনলে আমার অনেক ভালো লাগে কিন্তু বাস্তবিক ঘোরার সময় খুব কমই হয় আমার। তবে আপনার ঘোড়ার সম্পূর্ণ বর্ণনা পড়ে অনেক ভালো লাগলো আপনি অনেক মজা করেছেন অনেক কিছু কেনাকাটা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার জন্যে।

 3 years ago 

আশা করছি আপনার দিনটা অনেক ভালো কেটেছে। শপিং করতে খুবই ভালো লাগে এবং আপনি শপিং শেষে ঘোরাঘুরি করছেন এবং ফুচকা খেয়েছেন, এই দিনটা আমার কাছে মনে হচ্ছে অনেক আনন্দময় সময় পার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ মূলত ফুচকা খেতে গিয়েছিলাম আমি।
এরপর সেই সাথে শপিং আর কি। আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

দিদি আমি এবার বাংলাদেশে আসলে আপনার সাথে অবশ্যই কিছু মুহূর্ত কাটাবো। কারণ আপনি যেমন ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং শপিং করেন আমিও ঠিক তেমনই 🥰🥰🥰😊। সজিবের সাথে বেশি ঘোরা যায় না, একটু বেশি হাঁটাহাঁটি করলেই নানান বাহানা শুরু হয়ে যায়। আপনাকে এবার আমি ছাড়ছি না 🤪। আর সবশেষে ছোট বোনটার জন্য রইল এত এত এত আদর 🥰🥰🥰❤️❤️। ওর জামা গুলো খুব সুন্দর হয়েছে দেখতে।

 3 years ago 

হাহাহাহাহ।
হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশে আসলে এবং চট্টগ্রামে আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে আমার খুবই ভালো লাগে। সেই কারনে আপনার সাথে দেখা হলে আমার সত্যিই খুব ভালো লাগবে। কথাটি একেবারেই আমি মন থেকে বললাম, আশা করি আপনি বুঝে নিবেন।

 3 years ago 

আপু আপনার দিন কাল আলহামদুল্লিহ ভালোই যাচ্ছে , বাহিরে যাওয়া শপিং করা , সব মিলে ভালো কিছু ,আর আপনার এই সুন্দর এই মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

তবে আমাকে তো দিলেন লোভ লাগাই। এই ফুচকা দেখলেই আর সামলাতে পারিনা। এখন কি করি ,কই পাই।

 3 years ago 

আমি একটু বেশিই শপিং করি। এটা আমার আম্মু অনেক বেশি বকা দেয়। তাও কি আর করার আর! আপনাদের সাথে শেয়ার করতে তো আমার সব সময় অনেক বেশি ভালো লাগে।
আমার ও সেইম অবস্থা, ফুচকা ইজ লাভ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91046.79
ETH 3087.94
USDT 1.00
SBD 2.87