আমার বাংলা ব্লগে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য** ১৭ জুন ২০২৩**

বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। এ দেশে জন্ম আমার, এ দেশে যেন মরতে পারি। আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো এত সৌন্দর্য আর কোথাও আমি পাব ‌‌. এদেশের মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক।

Snapchat-1970957397.jpg
প্রতিদিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গে, হিমেল হাওয়া, শীতের সকালে সোনালী ধানের শীষের উপর শিশির বিন্দু, যেন মুক্তার মতো চকচকে। গাছে গাছে ফুল, 🐦, প্রজাপতি 🦋🦋 , মৌমাছি 🐝🐝 গুন গুন এক অন্তিম সৌন্দর্য। বাংলাদেশ এর অন্যতম নান্দনিক সৌন্দর্য ভরপুর কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রের উত্তাল ঢেউ অনেক অজানা কে জানিয়ে দেয়, একরাশ প্রশান্তি।এরপর ই সেন্ট মার্টিন, এত সুন্দর করে সাজানো পাথর দেখে প্রান জুড়িয়ে যায়। কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্য অস্ত ওসূর্যোদয় একসাথে দেখতে পাওয়া, সত্যি বিষ্ময়! সিলেটের সাদা পাথর, জাফলং পানির বয়ে যাওয়া , হৃদয় ❤️ কারা মনমুগ্ধ। এছাড়াও রয়েছে সুবিশাল পাহাড় তাজিংডং , কিওক্রাডং, ময়মনসিংহ গারো পাহাড়,বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, নাটোরের বনলতা সেন, গ্রিনভ্যালি ইকোপার্ক, ।

FB_IMG_1661161560882.jpg

আর আমার জেলা নীলফামারী। এখানে রয়েছে দেশের একটি বিমানবন্দর, নাম সৈয়দপুর বিমানবন্দর, চিনি মসজিদ,
IMG_20230314_172756.jpg
নীলসাগর, উওরা ইপিজেড, তিস্তা ব্যারেজ, কুন্দুপুকুর মাজার, নীলকুঠি, পৃথিবীর একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল।
received_3589532988000538.jpeg

IMG_20230314_172408.jpg

IMG_20230217_131117.jpg
প্রকৃতি সুন্দর যদি আমারা ভালো ভাবে যত্নশীল হতে পারি। অধিক পরিমাণে গাছ লাগানো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার থেকে দূরে থাকি ।

IMG_20230618_164121.jpg
প্রকৃতি কে রক্ষা করার দায়িত্ব আপনার,আমার, দলমত নির্বিশেষে। সোনার বাংলা বিনির্মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একজোট হয়ে কাজ করব । ইনশাআল্লাহ।
Snapchat-1970957397.jpg

Snapchat-834188393.jpg সবুজ প্রানবন্ত প্রকৃতি, সবুজে সবুজময় ঘেরা । অপরুপ সৌন্দর্য ভরপুর বাংলাদেশ।
ও আমার প্রিয় দেশ বাংলাদেশ
তোমার পানে চেয়ে এ প্রান জুড়িয়ে
তোমার আকাশে বাতাসে হাজার তারার মেলা।
এ দেশেতে জন্মে আমি গর্বিত।
শুভ কামনা নিরন্তর,,,,
ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65472.04
ETH 3323.59
USDT 1.00
SBD 2.63