You are viewing a single comment's thread from:
RE: ।। করতোয়া নদী তীরের মন মুগ্ধকর কাশফুলের বন।। 10% shy-fox beneficiary।।
আসলে শরৎ এর কাশ ফুলের সৌন্দর্য মুগ্ধ করেছে সবাইকে ৷ আপনার কাশ ফুল দেখার অনুভুতির গল্প পড়ে অনেক ভালো লাগলো ৷ আমারও বাড়ি করতোয়া নদীর তীরে , তাই করতোয়া নদীর তীরের কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে মিচ করি নাহ ৷ এবার একটু ঘোরাঘুরি কম হয়েছি তাই যাওয়া হয়নি কাশ ফুলের বাগানে ৷ তবে আপনার অনুভুতি আর ফটোগ্রাফি দেখে সত্যিই অনেক ভালো লাগলো ৷ যাই হোক ঠিক বলেছেন দিন শেষে নিম্ন আয়ের মানুষ গুলোই উদার মনের অধিকারী হয় ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷
জি ভাই শরৎকালের কাশফুলের বর্ণনা দিয়ে অসংখ্য কবি কবিতা সাহিত্য লিখেছেন। শরৎকালের প্রধান আকর্ষ নেই হচ্ছে কাশফুল। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।