"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ || শীতকালীন প্রাকৃতিক দৃশ্য || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

শীতকালীন প্রাকৃতিক দৃশ্য

বাংলাদেশ

IMG20220122143314_00.jpg

সকাল বেলার সূর্য উঠার দৃশ্য

হ্যালো বন্ধুরা..

সবাইকে স্বগতম আমার বাংলা ব্লগে ৷ আশা করি সবাই ভালো আছেন ৷ যদিও শীতকালীন এই শীতল আবহাওয়ার জন্য আমি একটু সর্দির মাঝে আছি , তবুও আমার বাংলা ব্লগ কমিউনিটির ভালোবাসা পেয়ে আমি বেশ ভালো আছি ৷তো বন্ধুরা আজ বুধবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিন ৷ আজকে আমি শীতকালীন কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ৷ নতুন মাসের প্রথম দিনটি আমার এলাকার মাঝে যেমন ছিলো সেই দিনটির কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ৷আজ সম্পূর্ণ দিনটির শীতল আবহাওয়ার কথা ও কিছু ফটোগ্রাফি নিয়েই আজকে ব্লগ আমার ৷তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকে বাংলা ব্লগ ৷

Picsart_22-01-30_09-43-41-367 (1).jpg

কুয়াশা ভরা সকাল৷ ব্যস্ত মনুষের কর্ম স্থানে যাওয়ার দৃশ্য

শীতের সকাল

শীত মানেই কুয়াশাছন্ন সকাল ৷ আমরা ঘুম থেকে উঠেই চারদিকে সাদা ধোঁয়ার মতো কিছু দেখতে পাই ৷ যেটি ছোট ছোট পানি কণা ৷শীতকালে কোনো দিন সকাল বেলা ঘুম থেকে উঠে সূর্য মামার সাথে দেখা হয় ৷ আবার কেনে দিন সকাল বেলা সূর্য মামার দেখা হয় না ৷ ঘন কুয়াশায় ঠেকে থাকে সূর্য ৷ চারদিকে কুয়াশা আর কুয়াশা ৷শীতের সকালটা হয় অলস ৷ এই সময় মানুষ সাধারণত লেপ কাথার নিচে থাকতে পছন্দ করে ৷ শীতকালে একটি শীতল মনোরম পরিবেশ সৃষ্টি হয় ৷আজকের সকালটাও ছিলো খুবই কুয়াশাছন্ন ৷ কেনো এক জায়গায় দারালে মনে হয় নতুন একটি ছোট পৃথিবীর মাঝে দারিয়ে আছি ৷ এই নতুন ছোট পৃথিবীটা খুবই শীতল আর একটু দূরেই যেনো সাদা আকাশ মাটি ছুয়েছে ৷

IMG20220130100851_00.jpg

শীতের সকালে কুয়াশায় ভিজে যাওয়া একটি ফুলের দৃশ্য

শীতের সকাল বেলা ভিজে যায় সবুজ ঘাস, গাছের লতাপাতা ৷ সবুজ ঘাসের মাঠে হাটলে পা ভিজে যায় ৷ কারণ শীতের ছোট ছোট পানিকাণা লেগে থাকে ঘাসের মাথায় ৷ অন্যরকম একটি সৌন্দর্য দেখা যায় ঘাস গুলো ৷ আজকের শীতে ভিজে যাওয়া একটি ফুলের ছবি রয়েছে ৷ ফুলটি সরিষা ফুল শীতের ছোট ছোট পানি কণায় ভিজে রয়েছে ৷ যেটি দেখতে অনেক সুন্দর লাগছে ৷

IMG20220130100437_00.jpg

ঘন কুয়াশার মাঝেও ব্যস্ত মানুষ তার কাজে,সকাল বেলা দৃশ্য

শীতের শীতল আবহাওয়ার মাঝেও ব্যস্ত হাজানোও মানুষ ৷ যত শীত আসুক তাও বের হতে হয় নিজের কর্ম স্থানে৷ছবিতে একজন কৃষক সকাল বেলা কুয়াশার মাঝেও মাঠে কাজ করতেছে ৷এই শীত একটি উৎসব মূক্ষর ও মনোরম ঋতু হলেও গরিব মানুষের জন্য খুবই কষ্টের ৷ শীত মানেই বিভিন্ন পিঠা খাওয়ার উৎসব বাঙ্গালীদের রয়েছে ৷ এই কনকন শীতে আবার গরিব মানুষ কষ্টে থাকে ৷ সকাল বেলার রোদ্দের জন্য অপেক্ষা কিছু মানুষ ৷

IMG20220126101312_00.jpg

কুয়াশা ছন্ন সকাল বেলার দৃশ্য

IMG20220130100405_00.jpg

কুয়াশায় ভিজে যাওয়া ঘাস ৷ ছোট ছোট পানিকণা ঘাসের মাথায় লেগে থাকার দৃশ্য

শীতের দুপুর

শীতের এই মিষ্টি দিনগুলোতে কেনো দুপুরে সূর্য মাথার উপর থাকে , আবার কেনো দুপুর বেলা ঘন কুয়াশা মাঝে চলে যায় ৷ কেনো দুপুরে মনে হয় যেনো এখনো সকাল রয়েছে ৷ কারণ চারদিকে ঘন কুয়াশায় ঘিরে থাকে ৷ কখন যে দুপুর আর কখন যে সকাল তা ঘড়ি না দেখলে বুঝতেই পার যায় না ৷ শীতের দিনগুলিতে বেশি ভাগ সময় সূর্য দুপুর বেলা একটু দেখা যায় , বাকি সময় আর দেখা যায় না ৷

IMG20220112160825_00.jpg

দুপুরের মেঘসা আকাশের দৃশ্য

আজকের দুপুরটি ছিলো একটু মিষ্টি রৌদ্দের ৷ সারা সকাল সূর্য দেখা না গেলেও দুপুর বেলা মাথার উপর সূর্য মামা উঠেছিলো ৷ এক টুকরো রৌদ্দ দিয়ে চারদিক মিষ্টি একটি আলোয় ভোরিয়ে দিয়েছিলো ৷আবার কিছুক্ষণ পর তা হালকা হয়ে যায় ৷ শীতের দুপুরে র আকাশটি ছিলো কালো সাদা মেঘে ভরা ৷ সূর্য কুয়াশা কাঠিয়ে একটুর জন্য উঠলেও আবার তা মেঘের মাঝে হারিয়ে যায় ৷ আজকের আকাশ ছিলো মেঘলা ৷ শীতল এই দিনগুলো বেশ ভাগ সময় এমনি হয় ৷ আমার কাছে সম্পূর্ণ দুপুর টা ছিলো ভালোই ৷ মেঘলা একটি দূপুর কেটেছে আজ ৷

IMG20220119162803_00.jpg

দুপুরের কুয়াশা মুক্ত একটি ফুলের ছবির দৃশ্য

IMG20220201153140_00.jpg

দুপুরের রৌদ্দে আলোকিত একটি ফুলের ছবি

শীতের বিকাল

শীতের বিকাল বেলা হলেই আবার কুয়াশায় ঠেকে যায় চারদিক ৷ চারদিকে শীতল পরিবেশ তৈরি হয় ৷ একটু একটু করে সূর্য ডুবে যায় আর একটু একটু করে শীত বাড়তে থাকে ৷শীতকালের বিকালটাও একটি মনোরম পরিবেশ তৈরি হয় ৷ শীতে ভিজতে শুরু করে মাঠের সবুজ ঘাস আর গাছের লতাপাতা ৷আজকের বিকাল বেলার একটি দূশ্য ছবিতে ৷ যেখানে সূর্য একটি ঘরের উপর দিয়ে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে ৷ হালকা আলো যেনো ঘায়ে লাগতেছে না ৷ বিকাল বেলায় পরতে হচ্ছে ঠান্ডার কাপর ৷ চারদিকে কুয়াশাছন্ন পরিবেশ সৃষ্টি হচ্ছে ৷ যদিও বিকাল বেলা ততটা বেলা শেষ হয়নি ৷বিকাল শুরুতেই ঠান্ডা ঠান্ডা অনুভুতি শুয়ে হয়ে যায় এই শীতের দিনে ৷

IMG20220119163034_00.jpg

বিকাল বেলা সূর্য ডুবে যাওয়ার দৃশ্য

আজকে এ পর্যন্ত ৷ আজকের সম্পূর্ণ দিনটি ঘিরে আজকে পোষ্টি তৈরি করা হয়েছে ৷ সব ফটোগ্রাফি আজকের সারা বেলার ৷ সাবাই ভালো থাকবেন সুস্থ থাকবে,এই কামনায় ৷ আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ৷ধন্যবাদ সবাইকে....

শীতকালীন প্রাকৃতিক দৃশ্য
মোবাইলফটোগ্রাফি
ডিভাইসrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ০১ফেব্রুয়ারি ২০২২
ছবি ক্লিক@nirob70
ধন্যবাদ সবাইকে
Sort:  
 3 years ago 

খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি দিয়ে আপনি প্রতিযোগিতায় অংশ নিলেন। সব গুলো ছবি অনেক সুন্দর করে তুলেছেন আপনি। অনেক দারুণভাবে শীতকালীন প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে আপনার ছবিগুলো মাধ্যমে। এত সুন্দর কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ , আপনার সুন্দর মন্তব্য করার জন্য ৷আপনার জন্যও অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ৷

 3 years ago 

আপনি খুব চমৎকার ভাবে সবগুলো ফটোগ্রাফি ক্লিক করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার উপস্থাপনা আলহামদুলিল্লাহ। মাত্র ৮ মেগাপিক্সেল দিয়ে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শুধু একজন প্রফেশনাল্ রাই পারে। আপনি একজন প্রোফেশনাল ফটোগ্রাফার।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করা জন্য ৷

 3 years ago 

মাত্র ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি অসাধারণ সব ছবি তুলেছেন। ছবি তোলায় আপনার!যে দক্ষতা তাতে একটি ভাল মানের ক্যামেরা থাকলে আপনি প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন বলে আমি আশাবাদী। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা আপনার প্রতিটি ছবি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷ আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ৷

 3 years ago 

অসাধারন কিছু চিত্র দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আমার প্রতিটা চিত্রই ভালো লেগেছে। খুব নিখুত ভাবে করেছেন ফটোগ্রাফি গুলো।শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আপনার তোলা শীতকালীন ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । ফটোগ্রাফি গুলো অনেক দক্ষতা ও বুদ্ধি দিয়ে আপনি আপনার ক্যামেরার মাঝে বন্দী করেছে । তাছাড়া ফটোগ্রাফি গুলোর সাথে সাথে অনেক সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আপনার নিজের হাতে তোলা শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷আপনার জন্যও রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ৷

 3 years ago 

শীতকালের প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার পোষ্টের মাধ্যমে শীতকালের প্রাকৃতিক দৃশ্য টা যে কতটা সুন্দর সেটা প্রকাশ পেয়েছে। সত্যিই আমি আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এরকম ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি উৎসাহিত মূলক মন্তব্য করার জন্য ৷

আপনি শীতকালের কিছু অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির সবগুলো ছবি ভালো হয়েছে,তবে আমার কাছে কুয়াশার মধ্যে ভ্যান নিয়ে যাওয়ার ছবিটা অনেক ভালো লাগছে। শুভকামনা আপনার জন্য এগিয়ে যান

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

প্রতিযোগিতার জন্য তো আপনি অসাধারণ ফটোগ্রাফি করলেন। আমার কাছে এসব ফটোগ্রাফি গুলি অসাধারণ লাগলো। এমনিতেই শীতকালের সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখলে খুবই ভালো লাগে। তেমনি আপনার ফটোগ্রাফি গুলোই আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷ আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা ৷

 3 years ago 

ছবি অসাধারণ ছিল ♥️
শীতের আমেজ খুব ভালো ফুটিয়ে তুলেছেন 💖
ছবিগুলো্য জন্য বেশ কষ্ট করতে হয়েছে বোঝাই যাচ্ছে ✨ শুভ কামনা রইল 🥀

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62460.04
ETH 2435.03
USDT 1.00
SBD 2.65