মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি || ১০% লাজুক খ্যাঁকের জন্য এবং ১০% abb-charity এর জন্য..

in আমার বাংলা ব্লগ2 years ago

মানুষ মানুষের জন্য



Picsart_22-05-11_20-07-08-954.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বুধবার ১১ এপ্রিল ২০২২ ইং
বাংলা ২৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি বাংলা ব্লগ নিয়ে ৷ আজ আমি আপনাদের মাঝে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷ আমার প্রিয় খাবার গুলোর মধ্যে খিচুড়ি অন্যতম ৷ খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে ৷ আশা করি আপনাদেরও খিচুড়ি অনেক পছন্দের খাবার ৷ আমি প্রায় সময় খিচুড়ি রান্না করি ৷ যদিও রান্না করতে পাড়ি না , তবে খিচুড়ি রান্নার যথেষ্ট ধারণা আছে আমার ৷কারণ প্রায় ভাই বন্ধুদের সাথে পিকনিক খেয়েছি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ৷ তো আজ আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ৷ চলুন তাহলে শুরু করি রান্নার প্রক্রিয়া ৷

মুরগির মাংসের ভুনা খিচুড়ি


প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20220511_201843.jpgIMG20220428190107_00.jpgIMG20220428181049_00.jpg
মাংস রান্নার উপকরণখিচুড়ি রান্না উপকরণ
মুরগির মাংসচাল
হলুদের গুঁড়ামুসুরের ডাল
মরিচের গুঁড়াসয়াবিন তেল
গরম মসলার গুঁড়াতেজ পাতা
রসুন বাটাহলুদের গুঁড়া
আদা বাটামরিচের গুঁড়
পেঁয়াজ কুচিপেঁয়াজ কুচি
সয়াবিন তেলপানি
লবণলবণ
পানিআলু
IMG20220428182009_00.jpgIMG20220428181942_00.jpgIMG20220428185517_00.jpg

প্রস্তুত প্রণালীঃ

ধাপঃ ০১
IMG20220428181942_00.jpgIMG20220428185517_00.jpg

শুরুতে আমি মুরগি মাংস রান্না করে নিয়েছি ৷ মুরগির মাংস রান্না জন্য মাংস গুলো প্রথমে হলুদ গুঁড়া ও হালকা লবণ দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে রেখেছি ৷

ধাপঃ ০২
IMG20220428182421_00.jpgIMG20220428182445_00.jpgIMG20220428183016_00.jpg

এরপর মাংস রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি ৷ তেল একটু গরম করে নিয়ে সেখানে পেঁয়াজ কুচি ও হালকা লবল দিয়েছি ৷

ধাপঃ ০৩
IMG20220428185626_00.jpgIMG20220428183509_00.jpg

এরপর আমি মুরগির মাংস গুলো ডেলে দিয়ে ভালো ভাবে একটু ভেজে নিয়েছি ৷

ধাপঃ ০৪
IMG20220428183836_00.jpgIMG20220428183913_00.jpgIMG20220428184009_00.jpg

মুরগির মাংস ভেজে নেওয়ার পর সেখানে পরিমাণ মতো পানি দিয়ে কোসে নিবো মাংস ৷ এর মাঝে আমি লবণ , হলুদ গুঁড়া , আদা বাটা , মরিচ গুঁড়া ও গরম মসলা দিয়ে দিয়েছি ৷

ধাপঃ ০৫
IMG20220428184225_00.jpgIMG20220428184546_00.jpg

এরপর মাংস ভালো ভাবে কসে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিবো ৷ এরং আমি একটু মুরগি মসল্লা দিয়ে দিয়েছি ৷ পানি ভালোভাবে চুসে নিয়ে ভুনা মাংস চুলা থেকে তুলে নিবো ৷
ধাপঃ ০৬
IMG20220428190107_00.jpgIMG_20220511_201843.jpgIMG20220428182927_00.jpg

এরপর আমি খিচুড়ি রান্না করি ৷ এজন্য আমি প্রয়োজনীয় উপকরণ গুলো সাথে নিয়েছি ৷ খিচুড়ি রান্না র জন্য আমি সাধারণ চাল ব্যবহার করেছি , যদিও পোলাওচাল দিয়ে করলে ভালো হয় ৷ এবং আমি খিচুড়িতে কিছু আলু দিয়েছি ৷ কারণ আলু হচ্ছে জাতীয় সবজী ৷

ধাপঃ ০৭
IMG20220428190754_00.jpgIMG20220428190937_00.jpg

এই ধাপো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে পেয়াজ কুচি , মরিচ গুড়া , হলুদ গুড়া ও লবণ পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিয়েছি ৷

০৮
IMG20220428191523_00.jpgIMG20220428191551_00.jpgIMG20220428191707_00.jpg

এরপর সেখানে আমি চাল দিয়েছি এবং আলু , ডাল , স্বাদ মতো লবণ ও তেজ পাতা দিয়েছি ৷

ধাপঃ ০৯
IMG20220428191816_00.jpgIMG20220428191823_00.jpg

সব উপকার পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর , পরিমাণ মতো পানি দিয়ে ডেকে দিয়েছি চাল সিদ্ধ করার জন্য ৷ এবং মাঝে মাঝে ডাকনা তুলে নেড়ে দিয়েছি ৷

IMG20220428191823_00.jpgIMG20220428191829_00.jpg
ধাপঃ ১০
IMG20220428192534_00.jpgIMG20220428192613_00.jpgIMG20220428194737_00.jpg

ভালো ভাবে চাল সিদ্ধ করে সেখানে মুরগির মাংস ভুনা দিয়ে দিয়েছি ৷ এবং আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চুলার হালকা তাপে রান্না করে নিয়েছি ৷

শেষ ধাপঃ

IMG20220428194809_00.jpg

যখন সব ঠিকঠাক ভাবে হয়েছে , তখন চুলা থেকে খিচুড়ি নেমে নিয়েছি ৷ এভাবেই সম্পূর্ণ করি আমার প্রিয় খাবার মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি ৷

মুরগির মাংস দিয়ে খিচুড়ি

IMG20220428203239_00.jpg

বন্ধুরা রান্না শেষ করে আমি, কাচা মরিচ , পেঁয়াজ , লেবু ও শসা দিয়ে মুরগি মাংস ভুনা খিচুড়ি নিজের জন্য পরিবেশন করতে সাজিয়েছি ৷ অতঃপর খেয়ে অনেক মজাই লেগেছে ৷যদিও একটু কেমন কেমন ছিলো , তবুও নিজের হাতের রান্না হিসেবে দারুণ রেধেছি ৷ খিচুড়ি আমার অনেক প্রিয় একটি খাবার ৷ তাই পেট পুরে খেয়েছি ৷

IMG20220428203251_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ছিলো ৷ আশা করি আমার রান্না প্রক্রিয়া আপনাদের ভালো লাগবে ৷ আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন লেগেছে আপনাদের ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ৷ এবং আমার পোস্ট টি সময় নিয়ে দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ৷সমাপ্ত ৷ ভালো থাকবেন ...

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না

মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি র রেসিপি

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়রেসিপি
ক্যামেরারিয়েলমি সি এগারো
রান্না & ফটোগ্রাফিনিরব
তারিখ১১ মে ২০২২ ইং
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

মানুষ মানুষের জন্য

Sort:  
 2 years ago 

আহারে কি মজার রেসিপি, দেখে যেন ভীষণ খাওয়ার লোভ লেগে গেলো। এমনিতেই আমি খিচুড়ি খেতে খুব পছন্দ করি। আর আপনি যেভাবে সুস্বাদু করে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে দেখালেন তা সত্যিই অতুলনীয়। আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আর এই লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

হুমম ভাইয়া খিচুড়ি খেতে অনেক মজার হইছে ৷ আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মুরগির মাংস দিয়ে আপনি খুব সুন্দর ভাবে খিচুড়ি রান্না করেছেন। যদিও আমরা কখনও মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করি না তবে পরে খিচুড়ি দিয়ে মুরগির মাংস খাওয়া যায়। তাই আপনার রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ভাই খিচুড়ি আমারও খুবই পছন্দের একটি খাবার। আর এভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেলে বেশ ভালই লাগে। আপনার রান্না করা মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি বেশ লোভনীয় লাগছে ভাইয়া। খুবই গুছিয়ে পুরো রেসিপিটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি। ধন্যবাদ।

 2 years ago 

খিচুড়ি আপনার ও প্রিয় জেনে অনেক ভালো লাগলো ৷ কারণ খিচুড়ি আমার অনেক প্রিয় একটি খাবার ৷ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার কথা শুনেই জ্বিবে জল চলে আসলো ভাইয়া, মুরগির মাংস দিয়ে খিচুড়ি আমার খুবই প্রিয়, আপনি আমার প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া, আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ৷ সত্যিই আমারও খিচুড়ি সামনে পেলে আর কিছু লাগে না

 2 years ago 

আপনি আজকে আমাদের সাথে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করেছেন। কি বলবো খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার, আমার কাছে অনেক ভালো লাগে। আপনি রান্নার প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ৷ আসলে খিচুড়ি খেতে ভালোই হইছে ৷

মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছেন। আপনার রান্নার আইটেম গুলো দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হবে। আমরা মাঝে মাঝে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে খাই। খুব একটা মজা হয় না। আপনার রান্নার আইটেম গুলো দেখে মনে হচ্ছে এভাবে রান্না করলে ভালো লাগবে। আমি আপনার এই রান্নার আইটেম গুলো দেখে দেখে রান্না করব। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

হুমম এভাবে রান্না করতে পারের ৷ আশা করি খেতে ভালোই হবে ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা আমার অনেক প্রিয় একটি খাবার। আপনি অনেক সুন্দর ভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা করেছেন। যা দেখি আমার খেতে খুব ইচ্ছা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আপনার সাথে আমারও মিল আছে দেখছি।আমার বাসায় যদি একবার খিচুড়ি রান্না হয় তাইলে আমি আর অন্য খাবার ছুঁয়েও দেখি না।আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার ধাপ গুলো খুব চমৎকার বাক্ষার সাথে তুলে ধরেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ৷ সত্যিই খিচুড়ি আমার অনেক প্রিয় , আপনারও প্রিয় জেনে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

খিচুড়ি শব্দ শুনলে আমার মাথা আর কাজ করে না। কেননা খিচুড়ি আমার খুবই প্রিয়। নামটা শোনার পর আমার বারবার ইচ্ছা হচ্ছে এটি খাবার জন্য। আর আপনি তো দেখালেন কিভাবে মুরগির মাংস ব্যবহার করে এত সুন্দর বোনা খিচুড়ি তৈরি করতে হয়। তা দেখে আমার লোভের পরিমাণটা আরো বেড়ে গেছে।

 2 years ago 

তো ভাইয়া আর দেরি না করে বাড়িতে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করেন , আর মজা করে বসে বসে খান ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি আমার খুবই ভালো লাগে। তাই আমি মাঝেমধ্যে মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে থাকি। আপনার এই সুন্দর রেসিপি টা আমাকে মুগ্ধ করেছে। রান্নার প্রতিটি ধাপ ছিল অসাধারণ। খুব সহজেই শিখে নেওয়ার মতো।

 2 years ago 

আমার মতো আমারও খিচুড়ি অনেক ভালো লাগে , তাই মাঝে মাঝে আমিও রান্না করি ৷ ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 60239.77
ETH 2896.71
USDT 1.00
SBD 2.45