দিনাজপুর রাজবাড়ি'র দূর্গা মন্দির

in আমার বাংলা ব্লগ6 months ago

Beige And Green Aesthetic Baby Photo Collage_20240104_173001_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , দিনাজপুর রাজবাড়ি'র দুর্গা মন্দির ভ্রমনের অভিজ্ঞতা এবং কিছু আলোকচিত্র শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


বেশ কিছু দিন আগে আমি দিনাজপুর রাজবাড়ি ঘুরে আসি ৷ এরই মধ্যে আমি আপনাদের মাঝে দিনাজপুর রাজবাড়ি'র ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছি বেশ কিছু পর্বের মাধ্যমে ৷ দিনাজপুর রাজবাড়ি একটি ঐতিহাসিক স্থান ৷ বেশ পুরনো আমলের রাজার বাড়ি সহ বেশ কিছু মন্দির রয়েছে সেখানে ৷ পর্ব গুলোর মাধ্যমে আমি পরিত্যক্ত রাজার বাড়ি সহ আশেপাশের জায়গায় গুলো দেখানোর চেষ্টা করেছি ৷ আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো দিনাজপুর রাজবাড়ি'র দূর্গা মন্দির ৷ দিনাজপুর রাজবাড়ি'র দূর্গা মন্দিরও বেশ পুরনো আমলের একটি স্থাপনা ৷ তবে সেখানে দূর্গাপুজোর সময় এখনো বেশ জাঁকজমক ভাবে পূজা আর্চনা করা হয় ৷ দিনাজপুর রাজবাড়ি'র এই দূর্গা মন্দিরটি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এটি দিনাজপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এর সামান্য পূর্বে অবস্থিত।


IMG20231201104539_00.jpg

IMG20231201102346_00.jpg


আমি বেশ কিছু দিন আগে সেখানে ঘুরতে যাই ৷ আমার সাথে আরো অনেকেই ছিলো ৷ সবাই মিলে দিনাজপুরের রাজাবাড়ি সহ আশেপাশের আরো কিছু জায়গায় ঘুরে দেখার জন্য ঘুরতে যাই ৷ তো সেদিন সকাল সকাল বেরিয়ে পড়ি দিনাজপুরের উদ্দ্যেশ্যে ৷ যেতে আমাদের অনেকটাই সময় লেগে যায় ৷ কারণ দিনাজপুর আর আমাদের বাড়ির দূরত্ব অনেকটাই ৷ যাই হোক , শেষমেশ আমরা দিনাজপুর গিয়ে পৌঁচ্ছাই ৷ এরপর প্রথমেই আমরা দিনাজপুর রাজবাড়ির পুরনো আমলের এই মন্দির গুলো দর্শন করি ৷ এটি রাজবাড়ি'র দূর্গা মন্দির ৷ এরপাশেই রয়েছে কৃষ্ণ মন্দির ৷ এবং এই মন্দির গুলোর পিছনে রয়েছে রাজবাড়ি ৷ তো শুরুতেই আমরা রাজবাড়ির এই দূর্গামন্দির দর্শন করি ৷


IMG20231201102402_00.jpg

IMG20231201103413_00.jpg


এই মন্দিরটি নাম রাজবাটী দূর্গামন্দির ৷ অনেক পুরনো আমলের এই মন্দিরটি ৷ তবে দূর্গা পুজোর সময় এখনে প্রতিবছর বেশ জাঁকজমক ভাবে পুজা আর্চনা করা হয় ৷ এই মন্দিরটি রাজবাড়ি প্রবেশের সামনে অবস্থিত ৷ মন্দিরের পিছনের প্রাচীন রাজপ্রসাদ অবস্থিত ৷ এই মন্দিরটি রাজবাড়ি নির্মাণের সময় তৈরি করা হয় ৷ এবং সেই প্রাচীন সময় থেকে এখানো দুর্গা পুজো করে আসা হচ্ছে ৷


IMG20231201102618_00.jpg

IMG20231201102724_00.jpg


আমরা যখন এই মন্দিরে ঘুরতে যাই তখন দূর্গা পুজোর সময় ছিলো না ৷ তাই সব সাদামাটা ভাবে রয়েছে ৷ এই মন্দিরে দূর্গা পুজোর সময় বেশ জাঁকজমক ভাবে দূর্গা পুজো করা হয় ৷ তবে এখন যেহেতু সেই সময়টা নয় , তাই সব সাদামাটা ভাবেই রয়েছে ৷ দূর্গা মূর্তি কিংবা অন্য কোনো প্রতিচ্ছবি দেখতে পাইনি , দূর্গা মূর্তি ভেসে দেওয়া হয়েছে ৷ তবে মন্দিরটি দেখতে কিন্তু বেশ ভালোই ৷ অনেক পুরনো আমলের এই মন্দির টি ৷ মন্দিরের চারপাশে অনেক গুলো কক্ষ রয়েছে ৷ যেগুলোও বেশ পুরনো , যার বর্তমান অবস্থা ধ্বংস প্রায় ৷ তবুও কিছু মানুষ সেখানে বসবাস করছে ৷ উপরের ছবি গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ৷


IMG20231201103851_00.jpg

IMG20231201103400_00.jpg


রাজবাড়ি'র এই দূর্গা মন্দিরে আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করি ৷ এবং চারপাশের দৃশ্যে গুলো উপভোগ করার চেষ্টা করি ৷ বেশ পুরনো আমলের এই মন্দির , ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে ৷ আমি অবশ্য ঘোরাঘুরি'র পাশাপাশি রাজবাড়ির এই দূর্গা মন্দিরের চারপাশের কিছু ফটোগ্রাফি করে নেই ৷ সব মিলিয়ে বেশ দারুণ কিছু সময় অতিবাহিত করি ৷


IMG20231201102627_00.jpg

IMG20231201102419_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ছবি গুলো এবং আমার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



দিনাজপুর রাজবাড়ি'র দুর্গা মন্দির
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 04.01.2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 6 months ago 

অনেক আগে আমিও একবার দিনাজপুর ভ্রমণের সুযোগ পেয়েছিলাম। তখন এই রাজবাড়ির মন্দিরও যাওয়া হয়। জায়গাটা আসলেই সুন্দর। আপনার ছবিগুলো দেখে তখন এর কথা মনে পড়ে গেলো।
ধন্যবাদ আপনাকে আপনার এই ভ্রমণ অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 6 months ago 

দিনাজপুর রাজবাড়ি'র দূর্গা মন্দির নিয়ে বেশ চমৎকার একটি পোস্ট করেছেন ভাই। এধরনের ভ্রমন পোস্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে কারন নতুন কিছু দেখা যায়। তবে জায়গাটা বেশ সুন্দর এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45