রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি

in আমার বাংলা ব্লগlast month

IMG20240410213210_00 (1).jpg

রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি


শুভ বিকাল..

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই পোষ্ট শেয়ার করবো ৷ রঙিন কাগজ দিয়ে সিম্পল একটি ঝুড়ি তৈরি করেছি ৷ এটি আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আজ সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুবই সুন্দর লাগে ৷ রঙিন কাগজের এসব জিনিসপত্র তৈরি করে ঘর সাজালে দেখতে বেশ ভালোই লাগে ৷ আজ আমি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে একটি ঝুড়ি তৈরি করার চেষ্টা করেছি ৷ এই ঝুড়িটি দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে , আশা করি সবাই তা মন্তব্য করে জানাবেন ৷ তো চুলন এবার রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরির প্রস্তুতিকরণ দেখে আসি ৷


রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি



প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • কেঁচি এবং
  • আঠা ৷


ধাপসমূহঃ

IMG20240410203909_00.jpgIMG20240410204819_00.jpg

শুরুতে একটি রঙিন পেপার নিয়েছি এবং তা কাঁচি দিয়ে কেটে নিয়েছি ৷


IMG20240410204948_00.jpgIMG20240410205330_00.jpg

এরপর আরো একটি ভিন্ন রঙিন পেপার নিয়ে কেটে নিয়েছি ৷


IMG20240410205426_00.jpgIMG20240410205524_00.jpg

এবার সেই টুকরো গুলো সমান ভাবে বসিয়ে নিয়ছি ৷


IMG20240410205629_00.jpgIMG20240410205816_00.jpg

এবং সবুজ রঙিন পেপারের টুকরো গুলো একটার পর একটা গেথে নেওয়ার চেষ্টা করেছি ৷


IMG20240410205918_00.jpgIMG20240410210351_00.jpg

আশা করি ছবি গুলো দেখলে সবটা বুঝতে পারবেন ৷


IMG20240410211330_00.jpgIMG20240410211409_00.jpg

এরপর সাইডের পেপারের টুকরো গুলো একসাথে আঠা করে আঠা লাগিয়ে নিয়েছি ৷


IMG20240410211721_00.jpgIMG20240410212516_00.jpg

একই ভাবে অন্যটাও করেছি ৷


IMG20240410212527_00.jpgIMG20240410212857_00.jpg

এরপর আরো দু-টুকরো পেপার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ৷


IMG20240410213210_00.jpg

IMG20240410213232_00.jpg

IMG20240410213218_00.jpg

IMG20240410213210_00 (1).jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই ডাই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ ধন্যবাদ সবাইকে ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 17/04/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 last month 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর এই রঙিন কাগজে তৈরিকৃত জিনিসগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি করেছেন। এই ঝুড়ি তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

রঙিন কাগজ দিয়ে তো দেখছি সবাই সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। আর সবার মতো করে আজ আপনিও আমাদের মাঝে দারুন একটি ঝুড়ি বানিয়ে শেয়ার করলেন। আপনার শেয়ার করা ঝুড়িটি কিন্তু বেশ দারুন লাগছে। আপনি খুব সুন্দর করে ঝুড়ি বানানোর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার মত আমারও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো। রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা ঝুড়ি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা অনেক ভালো লাগে। রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে ঝুড়টি তৈরি করেছেন যা দেখে আসলে আমার অনেক ভালো লেগেছে।ঝুড়ি তৈরির প্রতিটি ধাপ ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন যাতে তৈরির প্রক্রিয়াটি অনেক সুন্দর ভাবে বোঝা গিয়েছে।এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 last month 

রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি চমৎকার হয়েছে। তাছাড়া রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক বেশি সুন্দর লাগে। আপনার তৈরি করা ঝুড়িটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last month 

নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম ভাইজান। রঙিন কাগজ কেটে এভাবে বনানো যায় তা জানা ছিল না। আর ঝুড়িটা বেশ চমৎকার হয়েছে আপনার। সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ঝুড়ি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে টুকরো টুকরো রঙিন কাগজগুলো সমান করে চমৎকারভাবে গেঁথে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

রঙিন কাগজ দিয়ে যে জিনিস তৈরি করা হোক না কেন আমার বেশ ভালো লাগে। আপনি ইদানিং বেশ সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করেন। এর আগেই খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছিলেন মনে হয়। আজকে আপনি আবারও একটি ভিন্ন ধরনের ঝুড়ি তৈরি করলেন দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঝুড়ি তৈরীর ধাপ গুলো সুন্দর ভাবে শেয়ার করলেন।

 last month 

রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি করেছেন দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে ভাই। বিশেষ করে কাগজগুলোকে কিভাবে কেটে পর্যায়ক্রমে এমন সুন্দর ঝুড়ি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

রঙিন কাগজ ব্যবহার করে দেখছি অসাধারণ ঝুড়ি তৈরি করে ফেললেন আপনি, যে জুড়িটা অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আর যদি এত সুন্দর ঝুড়ি তৈরি করা হয় তাহলে তো সুন্দর লাগবেই। দুই কালারের রঙিন কাগজ দিয়ে পুরো ঝুড়িটা তৈরি করায় বেশি সুন্দর লাগতেছে। এই ধরনের কাজগুলো আমি খুব পছন্দ করি। এগুলো তৈরি করতে এবং দেখতে দুটোই আমার কাছে খুব ভালো লাগে। এই ঝুড়িটা সাজিয়ে রাখলে অনেক বেশী সুন্দর লাগবে। আর ছোট কোন বাচ্চাকে দিলে অনেক খুশি হবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70118.25
ETH 3744.50
USDT 1.00
SBD 3.84