এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20220921140903_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
ঘন সবুজ ঘাসের সৌন্দর্য


আজ ২১ জানুয়ারি ২০২৩ ইং



হ্যালো..প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি , আমি নিবর বাংলাদেশ থেকে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফটোগ্রাফি ব্লগ ৷


আসলে কদিন ধরে ঠান্ডা একটু কম করছে ৷ অন্যান্য দিনের তুলনায় আজকেও ঠান্ডা টা একটু কম মনে হচ্ছে ৷ কারণ সকাল বেলায় প্রচুর শীত থাকলেও এগারোটার পর তেমন শীত নেই , সূর্য মামাও আকাশে উঠে গেছে ৷ এমনটা প্রতিদিন হলে ভালোই হয় ৷ অন্তত দুপুরটা ভালো ভাবে থাকা যায় ৷ নয়তো সারা বেলা শীত আর ঠান্ডা করলে খুবই বিরক্ত লাগে ৷ যাই হোক , এই শীতল দিনের তোলা আমার কিছু এলোমেলো ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

ফটোগ্রাফি:-০১


শুরুতেই আমি একটি ঘাসের ফটোগ্রাফি শেয়ার করেছি ৷ যেখানে অনেক গুলো সবুজ ঘন ঘাস একটি অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি করেছে ৷ সবুজ ঘাস গুলো একটির উপর আরেকটি জুড়ে আছে ৷ মূলত এই ছবিটি আমি একটি মাঠ থেকে তুলেছি ৷ যেখানে অনেকটা জায়গায় জুড়ে এমন তাজা সবুজ সুন্দর ঘাস গুলো ছিলো ৷ ভালো লেগেছে তাই একটি ফটোগ্রাফি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


ফটোগ্রাফি:-০২

IMG20221211072515_00.jpg

এটি মূলত একটি কুয়াশাছন্ন সকালের আলোকচিত্র ৷ চারপাশে কুয়াশায় ঢেকে গেছে , এর মাঝেই সূর্য মামা ভেসে উঠছে পূর্ব দিকের আকাশে ৷ অনেক সুন্দর একটি দৃশ্যের ছিলো ৷ এখন মূলত বেশি ভাগ সকাল গুলোই এমন ৷ যদিও কোনো কোনো সকলে সূর্যের কোনো দেখা মেলে নাহ , তবে মাঝে মাঝে এমন মনোমুগ্ধকর দৃশ্য ভালোই দেখা যায় ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকাল বেলার এই ফটোগ্রাফি ৷


ফটোগ্রাফি:-০৩

IMG20230119090930_00.jpg

এটিও মূলত কুয়াশাছন্ন সকালে আলোকচিত্র ৷ তবে এ সকালে সূর্য মামার কোনো দেখা নেই ৷ চারপাশ শুধু ঢেকে আছে ঘন কুয়াশায় ৷ এই ফটোগ্রাফি টি মূলত দুদিন আগে করেছি ৷ সেদিন সারা বেলা সূর্যের কোনো দেখা মেলেনি ৷ শুধু কুয়াশায় ঢাকা ছিলো চারপাশ ৷ সেই ঘন কুয়াশায় সরিষা ক্ষেতে কাটানো কিছু মুহূর্তের ফটোগ্রাফি এটি , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


ফটোগ্রাফি:-০৪

IMG20221113154709_00.jpg

এটি মূলত একটি ঘাস ফুলের আলোকচিত্র ৷ ফুলটি দেখতে মোটামুটি বেশ ভালোই সুন্দর , সাথে ফুলের পাতা গুলোও ৷ তবে এই ফুলের পাতার একটি বিশেষত আছে ৷ যেটা আমার সব চাইতে বেশ অবাক করে এবং ভালো লাগে ৷ বিশেষতঃ বলতে এই ফুলের পাতা গুলো একটু ছুয়ে দিলেই পাতা গুলো নিজেকে লুকিয়ে নেয় ৷ বেশ ভালো একটি দৃশ্য উপভোগ করা যায় ৷


ফটোগ্রাফি:-০৫

IMG20220706190246_00.jpg

বিকাল বেলার একটি আলোকচিত্র ৷ এই শীতে তেমন সূর্যের দেখা মেলে নাহ ৷ মাঝে মাঝে একটু দেখা দিলেও আবার ঢেকে যায় কুয়াশায় ৷ এই ফটোগ্রাফি আমি কদিন আগে করেছি ৷ মূলত শেষ দুপুরে সূর্যে মামা দেখা দিচ্ছে দিচ্ছেনা এমন একটা অবস্থায় আকাশের রুপ কিছুটা লালচে হয়েছে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ফটোগ্রাফি ৷


ফটোগ্রাফি:-০৬

IMG20220205171144_00.jpg

শান্ত একটি বিকেল আলোকচিত্র ৷ চারপাশে বেশ শীতল অনুভুতি ৷ গ্রামের মাঠে নতুন ফসল চাষের জন্য কৃষকেরা জমিতে পানি ভরাট করতেছে ৷ এরপরই চাষ দিয়ে লাগানো হবে নতুন চারা ধান ৷ সেই ভরা জমির পানিতে ভেসে উঠেছে বিকেল বেলার আকাশ আবহাওয়া ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ফটোগ্রাফি ৷


ফটোগ্রাফি:-০৭

IMG20220126101312_00.jpg

এটিও মূলত গ্রামের মাঠে তোলা একটি কুয়াশাছন্ন সকালে আলোকচিত্র ৷ চারপাশ কুয়াশাছন্ন , এর মাঝে গ্রামের চাষ করা জমির আর অদূরে ছোট রাস্তার দৃশ্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে কুয়াশাছন্ন সকালের ফটোগ্রাফি ৷

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ তো আজ এখানেই বিদায় নিচ্ছি , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য এবং পড়ার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়ফটোগ্রাফি
ক্যামেরারিয়েলমি
ফটোগ্রাফি@nirob70
তারিখ২১ জানুয়ারি ২০২৩ ইং
লোকেশনবাংলাদেশ 🇧🇩

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুব ভাল লাগে। আপনি গ্রামের দৃশ্যের খুব সুন্দর কিছু ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে অনেক ভাল লাগে। কুয়াশায় কিছু না দেখা গেলেও তার স্পর্শ ভাল লাগে। সূর্যের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন যা দেখতে খুব ভাল লাগছে। ৪ নাম্বার ছবির ফুলের নাম লজ্জাবতী । ধন্যবাদ ভাইয়া ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে।
আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আমি কোথাও ঘুরতে বের হলে ফটোগ্রাফি করতে পছন্দ করি। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে এমনিতে প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। তবে ৪ নং ফটোগ্রাফির পাতা এবং ফুল গুলোকে আমরা লজ্জাবতী গাছ বলে থাক যা ছুঁয়ে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে । সবগুলো ফটোগ্রাফে আপনার ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলছেন কয়েকদিন ধরে শীত একটু কম মনে হচ্ছে।তবে এমন শীত কম গরমও নাই সারা বছর যদি এমন আবহাওয়া থাকতো তাহলে অনেক ভালো হতো।শীতের দিনে কাজকর্ম করতে অনেক অলস লাগে।তারপরও আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি নিয়ে একটি পোস্ট করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে বিশেষ করে লজ্জাবতীর ফুল এবং সকাল বেলার কুয়াশা ঢাকা পরিবেশে ভালো দেখাচ্ছে ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আজকের এই এলোমেলো রেনডম ফটোগ্রাফির মধ্যে কিছু চমৎকার দৃশ্য তুলে ধরেছেন। বিশেষ করে শীতের সকালে কুয়াশাচ্ছন্ন দৃশ্য গুলো বেশি মনকেড়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যথাযথভাবে ফটোগ্রাফির বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

প্রিয় বন্ধু প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল ৷ প্রতিটি ফটোগ্রাফি ছিল কুয়াশাছন্ন সকালের ৷ যা হোক আগের চেয়ে ঠান্ডা খুব বেশি লাগছে না ৷ আর এখন তো কৃষক নতুন করে জমিতে পানি দিয়ে চাষ করছে৷
যা হোক চার নাম্বার ফটোগ্রাফিটি হলো লজ্জা পতি৷ যা হাতের ছোয়া মাত্রই পাতা গুলো চুপছে যায় ৷
সব মিলে অনেক সুন্দর ছিল প্রতিটি ফটোগ্রাফি ৷

 2 years ago 

এখন বেশ কিছুদিন ধরে শীত কিছুটা কম।তারপরেও শীতে কাজ করতে খুব আলসেমি লাগে। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন, খুব ভাল লাগলো। আপনার ফটোগ্রাফির হাত ভাল। প্রকৃতি সব সময় ই আমার ভাল লাগে।লজ্জাবতী গাছ যেখানেই দেখি না কেন ভাইয়া আমি হাত দেবই। 😂 খুব ভাল লাগলো আপনার উপস্থাপনা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি খুব চমৎকার চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে এখন শীতকাল দিনের বেলায় একটু শীত কম পড়ার কারণে। ফটোগ্রাফি করতে একটু সুবিধা হয়। তবে আমিও মাঝেমধ্যে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57307.38
ETH 2434.94
USDT 1.00
SBD 2.32