নাটক রিভিউ || আমার বৃত্তে তুমি

in আমার বাংলা ব্লগlast month

Screenshot_2024-04-27-18-22-24-92.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ আগে প্রচুর নাটক দেখতাম , যদিও এখন তেমন একটা দেখা হয় না ৷ তবে অবসর সময় পেলে আমি অবশ্য নাটক দেখার চেষ্টা করি ৷ আসলে প্রত্যেকটা নাটকে কিছু বিষয়বস্তু থাকে , সেটা আমাদের বিনোদন দেয় - নয়তো শিক্ষা দেয় ৷ আমি মূলত সময়টাকে উপভোগ করার জন্যই নাটক দেখি ৷ পাশপাশি নাটকের শিক্ষনীয় বিষয় গুলো নিজের মাঝে ধারণ করার চেষ্টা করি ৷ যাই হোক , আজকেও চলে আসলাম নতুন একটি নাটকের রিভিউ নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার নাটকের কাহিনী সংক্ষেপে জানার চেষ্টা করি ৷ আশা করি সবার ভালো লাগবে ৷ অবশ্যই সম্পূর্ণ পোস্টটি ভিজিট করার চেষ্টা করবেন ৷


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য..

নাটকআমার বৃত্তে তুমি
পরিচালকপথিক সাধন
শিল্পীখাইরুল বাসার , তানজিম সাইয়ারা তটিনী এবং আরো অনেকেই
সম্পাদনা ও রঙময়ূখ বারী
চিত্রগ্রাহকতানভীর আনজুম
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪৭ মিনিট
প্রকাশইউটিউব , ১৪ এপ্রিল ২০২৪ ইং


কাহিনী সংক্ষেপে



Screenshot_2024-04-29-22-32-48-76.jpg

Screenshot_2024-04-29-22-33-33-43.jpg


এই নাটকের শুরুটা হয় গল্পের নায়িকা তটিনী'র মাধ্যমে ৷ সে রাস্তার মাঝে দারিয়ে আছে , হঠাৎ একটা বাইক এসে তাকে ধাক্কা দেয় ৷ সে অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তার মাঝে ৷ অন্যদিকে গল্পের নায়ক বাসার অফিস শেষ করে বাসায় ফিরে যাচ্ছে তার নিজের বাইকে ৷ তার সাথেই এই দূর্ঘটনা টা ঘটে ৷ সে উঠে ডাকতে শুরু করে অচেনা মেয়েটাকে ৷ কিন্তু কোনো ভাবে সারা দিচ্ছে না তটিনী ৷ বাসার অনেকটা ভয় পেয়ে যায় ৷ এতক্ষণে আশেপাশে বেশ কিছু মানুষও জমে গেছে ৷ বাসার কি করবে বুঝতে পারে না ৷ মেয়েটাকে তুলে সে হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তি করায় ৷


Screenshot_2024-04-29-22-34-40-26.jpg

Screenshot_2024-04-29-22-34-58-06.jpg


হাসপাতালে অচেনা মেয়েটাকে ভর্তি করে বাসায় চলে আসে বাসার ৷ এরপর কি করবে বুঝতে পারে না সে ৷ চিন্তা ভাবনার মাঝেই ঘুমিয়ে পড়ে গল্পের নায়ক বাসার ৷ এরপর সকাল বেলা আবারও চলে যায় হাসপাতালে ৷ ডাক্তার তটিনীকে দেখে জানায় সে বেশ অসুস্থ ৷ আগের স্মৃতি হারিয়ে ফেলেছে ৷ কোনো কথাই বলতে পারছে না ৷ এরপর ডাক্তার তাকে নিয়ে যেতে বলে , বাসায় নিলে তেমন সমস্যা হবে না ৷ বাসার মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে ৷ কিন্তু তটিনী কথা বলে না ৷ বাসার বুঝতে পারে সে অসুস্থ ৷ তাই বেশি কথা না তাকে রেস নিতে বলে অফিসে চলে যায় ৷


Screenshot_2024-04-29-22-35-22-62.jpg

Screenshot_2024-04-29-22-37-46-43.jpg


অফিসে এসে সে কি করবে বুঝতে পারে না ৷ মেয়েটির কথা চিন্তা করতেই ব্যাস্ত ৷ এরপর তার অফিসের কলিগ গুলো আসে ৷ তার দুচিন্তার কথা জনাতে চায় ৷ বাসার সব ঘটনা খুলে বলে ৷ এখন সে কি করবে বুঝতে পারেনা ৷ তার কলিগ গুলো অনেক কথাই বলে , কিন্তু সম্পূর্ণ ভাবে মুক্তি পাওয়ার মতো একটাও ছিলো না ৷ শেষমেষ মেয়েটাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয় গল্পের নায়ক বাসার ৷ অফিস শেষ করে আবার চলে যায় হাসপাতালে ৷


Screenshot_2024-04-29-22-38-36-12.jpg

Screenshot_2024-04-29-22-39-37-47.jpg


হাসপাতালে এসে তটিনী কে নিয়ে বাসায় যেতে শুরু করে বাসার ৷ কিন্তু সে তো ব্যাচেলার মানুষ ভারা বাসায় থাকে ৷ বাড়িওয়ালাকে কিভাবে মানিয়ে নিবে তা নিয়ে আরেক চিন্তায় পড়ে যায় ৷ শেষমেশ বাসায় এসে পৌচ্ছায় এবং বাড়িওয়ালাকে কোনো মতো মানিয়ে নিয়ে বাসায় প্রবেশ করে ৷ রুমের অবস্থা ছিলো নাজেহাল ৷ এতে অবশ্য বাসার একটু লজ্জাবোধ করছে ৷ যাই হোক , সব বুঝিয়ে দিয়ে নায়ক বাজারের উদ্দেশ্যে যায় একটু কেনাকাটা করতে ৷ এতোক্ষন নায়িকা রুম পরিস্কার করে ফেলে ৷ পরবর্তীতে নায়ক এসে নিজের রুম চিনতে পানে না ৷ যাই হোক , এভাবে বেশ ভালোই যাচ্ছে তাদের ৷


Screenshot_2024-04-29-22-40-11-06.jpg

Screenshot_2024-04-29-22-40-40-68.jpg


একটা সময় পর তাদের মাঝে ভালোলাগা থেকে ভালোবাসা হয়ে যায় ৷ নায়কের কলিগ দের মাধ্যমে তাদের সম্পর্কটা দুজন দুজনের মাঝে প্রকাশ করে এবং দুজন ই রাজি হয়ে যায় ৷ খুব ভালো যাচ্ছে তাদের ভালোবাসার দিন গুলো ৷ এক দিন হঠাৎ করে তাদের বাসায় পুলিশ আসে ৷ এবং নায়ক কে আটক করে মারধর করে ৷ পুলিশের এমন আচরনে কারণ জানতে চাইলে বলে , সে নায়িকা কে অপহরণ করেছে এবং টাকা পয়সা সহ স্বর্ণ চুরি করেছে ৷ তখন ও সে কিছুই বুঝতে পারে না ৷ এরপর নায়িকা এসে সব খুলে বলে এবং নায়ক কে ছেড়ে দিতে বলে , তার কোনো দোষ নেই ৷ সে অতীতের গল্প বলতে শুরু করে ৷ তার বাবা মা নেই শুধু ভাই আছে ৷ ভাই নিজের স্বার্থের জন্য বোনকে বাজে মানুষের কাছে বিয়ে দিচ্ছে ৷ এটা সে মানতে না পেরে বিয়ের রাতে বাসার টাকা নিয়ে প্রেমিকের কাছে পালিয়ে আসে ৷ মাঝপথে প্রেমিকও ধোকা দিয়ে চলে যায় ৷ আর তখনই নায়কের সাথে দেখ হয় নায়িকার ৷ এরপর পুলিশ নায়ক কে আটক করে নিয়ে যায় ৷


Screenshot_2024-04-29-22-41-47-44.jpg

Screenshot_2024-04-29-22-42-01-77.jpg


এরপর নায়কের কলিগ গুলো নাইকার ভাইকে বোঝানোর চেষ্টা করে এবং নায়কে ছেড়ে দিয়ে তার বোনের সাথে বিয়ে দেওয়ার কথা বলে , তাতেই ভালো হবে ৷ কিন্তু তার ভাই না বুঝে উল্টো রেগে যায় ৷ এবং বোনকে নায়কের বিরুদ্ধে অভিযোগ করতে বলে ৷ নায়িকা তার প্রস্তাবে রাজি না হলে মারধর করে ৷ আর এখানে আবারও নায়িকা অসুস্থ হয়ে পড়ে এবং আবারও স্মৃতি হারিয়ে ফেলে ৷ অন্যদিকে নায়ক জেলের মাঝেই বন্দি হয়ে আছে ৷ পরবর্তীতে তাকে কোর্টে নেওয়া হবে ৷ আর এখানেই গল্পটা শেষ হয় ৷


Screenshot_2024-04-29-22-42-22-02.jpg


রেটিং:-০৮


আমার মতামত:-

আমার বৃত্তে তুমি এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ তবে নাটকের শেষটা আরো সুন্দর হতে পারতো , দ্বিতীয় পর্ব বের করলে ভালো লাগবে ৷ যাই হোক , সবার অভিনয় ছিলো অসম্ভব সুন্দর ৷ আসলে এই নাটকের গল্পে অনেক কিছুই তুলে ধারা হয়েছে ৷ কিছু মানুষ খুব কাছের হয়েও প্রতারণা করে , ঠকিয়ে যায় ৷ আর কিছু মানুষ আছে যারা আপন না হয়েও খারাপ সময়ে পাশে থাকে , সাপোর্ট করে কোনো স্বার্থ ছাড়াই ৷ যাই হোক , এমনই ছিলো নাটকের গল্পটা ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ সময় থাকলে নাটকটি দেখে আসতে পারেন , নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷ ধন্যবাদ



নাটকের লিংক



ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last month 

বর্তমানে তটিনীর নাটক দেখতে আমার কাছেোও আজ খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last month 

ব্যস্ততার কারণে যদিও খুব একটা নাটক দেখা হয় না, কিন্তু যখনই আমি সময় পাই তখনই নাটক দেখার চেষ্টা করি। কারণ নাটক দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এরকম নাটক গুলো আমি প্রায় সময় দেখে থাকি। আজ আপনি যে নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকের কয়েকটা শর্ট ভিডিও আমি দেখেছিলাম। তারপর নাটকটা ডাউনলোড করে রেখেছিলাম দেখার জন্য। কিন্তু ব্যস্ততার কারণে এখনো পর্যন্ত নাটকটা দেখা হয়নি। আজকে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পেরে অনেক বেশি ভালো লেগেছে।

 last month 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 last month 

তটিনির নাটকগুলো খুব ভালো লাগে।যদিও সব নাটকগুলো দেখা হয় না। তবে চেষ্টা করি কিছু নাটক দেখার।বেশ দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউটি পড়ে আগ্রহ বাড়লো নাটকটি দেখার জন্য। অনেক ভালো লাগলো নাটকটি চেষ্টা করব নাটকটি দেখার জন্য। ধন্যবাদ ভাইয়া দারুন একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last month 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম নাটক গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। চেষ্টা করবো আগামীতে সময় পেলে অবশ্যই নাটকটি দেখার।

 last month 

ধন্যবাদ আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last month 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ আপনার কাছ থেকে দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই নাটকের সবগুলো বিষয় এখানে ফুটিয়ে তুলেছেন এবং খুব সুন্দরভাবেই এই নাটকের মধ্যে যে ঘটনাগুলো হয়েছিল তা একেবারে অসাধারণ হয়েছে, আমি এই নাটকটি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই নাটক দেখে নেওয়ার চেষ্টা করবো।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71152.89
ETH 3805.51
USDT 1.00
SBD 3.49