DIY-এসো নিজে করি ||পেন্সিলে আঁকা প্রজাপ্রতি ছবি ||১০% লাজুক খ্যাকের জন্য ツ

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

কালো কলম এবং পেন্সিল দিয়ে প্রজাপ্রতি আর্ট

বাংলাদেশ

IMG20220126172708_00.jpg

হ্যালো বন্ধুরা সবাইকে স্বগতম আমার বাংলা ব্লগে ৷আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷ আজ ২৬ জানুয়ারি বুধবার ৷ আজ আমি একটি আর্ট শেয়ার করবো ৷ জানি না কেমন লাগবে আপনাদের ৷ কিন্তু আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করেছি ৷ আর্ট হচ্ছে প্রতিভা ৷ যার আর্ট এর প্রতিভা আছে সেই ভালো আর্ট করতে পারে ৷ সবাই সব কিছু করতে পারে না ৷ যার যে প্রতিভা আছে সে সেই কাজে সেরা ৷ ভালো আর্ট এর জন্য ভালো প্রতিভা দরকার ৷ যার আর্ট এর প্রতি ভালো প্রতিভা নেই সে বারবার চেষ্টা করলেও ভালো কিছু আর্ট করতে পারবে না ৷ কিন্তু যার আর্ট এর প্রতিভা আছে সে সহজে ভালো কিছু আর্ট করতে পারে ৷ আমার আর্ট এর প্রতিভা কেমন আমি জানি না ৷ কারণ ছবি আমি আর্ট করিনি অনেক দিন ধরে ৷ ছোট বেলা যখন স্কুলে পরতাম তখন শিশু শ্রেনিতে কিছু আর্ট করতে বলা হতো ৷ এরপর আর কখনো বাড়ি , ঘর , স্কুল কিংবা গ্রামের কেনো দৃশ্য আর্ট করতে বলা হয়নি আর আমিও সময় করে কেনো কিছু আর্ট করতে যাই নি ৷ তো আজ আমি বুহুদিন পর একটি প্রজাপ্রতির ছবি আর্ট করলাম ৷ ছবিটি আর্ট করতে বেশ সময় লেগেছে ৷ খুব ভালো আর্ট করতে পারি তবুও চেষ্টা করেছি ভালো আর্ট করতে ৷ আপনার মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে আমার বাংলা ব্লগের জন্য প্রথম আর্ট আমার ৷আপনার কেউ যদি প্রজাপ্রতির ছবি আর্ট করতে চান তাহলে আমার মতো করে আর্ট করতে পারেন ৷আমি যেভাবে আর্ট করছি সে ভাবে ধাপে ধাপে নিচে দেওয়া হলো ৷ আশা করি আপনারা বুঝতে পারবেন ৷তো চলুন প্রজাপ্রতি আর্ট শুরু করি ৷

IMG20220126191026_00.jpg

আমার মতো প্রজাপ্রতি আর্ট করতে তিনটি উপকরণ প্রয়োজন হবে ৷

০১সাঁদা কাগজ
০২কালো কলম
০৩রুল পেন্সিল

এরপর ধাপে ধাপে আর্ট শুরু করতে হবে

ধাপ-০১
IMG20220126163412_00.jpgIMG20220126163522_00.jpg

IMG20220126163856_00.jpg

  • ধাপ-০১ঃ প্রথমে ছোট লম্বা একটি দাগ দিতে হবে এবং দাগটি একটু গারো এবং মোটা করে দিতে হবে ৷ এরপর উপরের বিন্দুতে ধরে দুদিকে দুটি হালকা বৃত্তের মতো আঁকতে হবে ৷ ধাপ এক এর ছবি গুলো দেখলে ভালো বুঝতে পারবেন ৷
ধাপ-০২
IMG20220126163950_00.jpgIMG20220126164044_00.jpg

IMG20220126164152_00.jpg

  • ধাপ-০২ঃ এরপর মাঝখানে আরো দুইটি বাকা দাগ টেনে নিতে হবে ৷ ও উপরের এবং মাঝখানের দাগদুটি মিল করে দিতে হবে ৷ নিচে আরো নতুন দুইটি ছোট দাগ টানতে হবে ৷ ধাপ দুই এর ছবি দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন ৷
ধাপ-০৩
IMG20220126164248_00.jpgIMG20220126164430_00.jpg

IMG20220126164613_00.jpg

  • ধাপ-০৩ঃ এখানে সব দাগ মিল করে দিতে হবে ৷ এবং উপরের ছক দুইটিতে আরো দাগ দিতে হবে ৷ধাপ তিন এর ছবি গুলো দেখলে ভালো বুঝতে পারবেন ৷
ধাপ-০৪
IMG20220126164952_00.jpgIMG20220126165013_00.jpg

IMG20220126165049_00.jpg

  • ধাপ-০৪ঃ ধাপ-তিন এর মতো, ধাপ চার এর নিচের ছক গুলোতে দাগ টেনে নিতে হবে ৷ ধাপ চাঁর এর ছবি দেখলে ভাল বুঝতে পারবেন ৷
ধাপ-০৫
IMG20220126165131_00.jpgIMG20220126165507_00.jpg

IMG20220126165535_00.jpg

  • ধাপ-০৫ঃ এখানে রুল পেন্সিল দিয়ে প্রজাপ্রতি আর্ট শেষ করতে হবে ৷ এবং ছবিটি আরো উজ্জল করতে কলম দিয়ে আরো ভালো করে আর্ট করতে হবে আগের আর্ট এর উপর ৷পাঁচ ধাপের ছবি গুলো দেখলে ভালো বুঝতে পারবেন ৷
ধাপ-০৬
IMG20220126170042_00.jpgIMG20220126170419_00.jpg

IMG20220126170955_00.jpg

  • ধাপ -০৬ঃ এখানে প্রজাপ্রতির মাথা আর্ট করতে হবে এবং প্রজাপ্রতির দুই পাখনা কালো কলম দিয়ে কীলো রং করে দিতে হবে ৷ ধাপ ছয় এর ছবি দেখলে ভালো বুঝতে পারবেন ৷
ধাপ-০৭
IMG20220126171237_00.jpgIMG20220126171603_00.jpg

IMG20220126172109_00.jpg

  • ধাপ-০৭ঃ এখানে প্রজাপ্রতির পাখা গুলো কালো কলম দিয়ে আরো ঘসে নিতে হবে ৷ যাতে প্রজপ্রতিটি ভালো করে দেখা যায় ৷ ধাপ সাত এর ছবিগুলো দেখলে ভালো বুঝতে পারবেন ৷
ধাপ-০৮

IMG20220126172123_00.jpg

ধাপ-আট এ আপনার আর্ট তৈরি

ধন্যবাদ সবাইকে ৷আমার আজকের আর্টটি রুল পেন্সিল দিয়ে ডিজাইন করা হয়েছে ৷ যাতে ভুল হলে মুছে ফেলা যায় এবং আরো ভালো করে আর্ট করা যায় ৷ এবং কালার করা হয়েছে কালো কলম দিয়ে ৷ তো আমার আর্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাবে ন ৷ এবং সবসময় ভালো থাকবেন ৷''আমার বাংলা ব্লগ" কমিউনিটির সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ৷ সুস্থ থাকবেন সবাই..

IMG20220126172605_00.jpg

বিষয়সাদা কালো প্রজাপ্রতি আর্ট
ফটোগ্রাফিrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ২৬ জানুয়ারি ২০২২
ছবি আর্ট@nirob70
পোষ্ট তৈরি@nirob70

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago (edited)

পেন্সিলে আঁকা প্রজাপ্রতি ছবি অংকন অসাধারণ হয়েছে ভাই দেখে তো মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আমার বাংলা ব্লগে আঁকা আপনার প্রথম আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে ।খুব সুন্দর করে আপনি আর্টটি করেছেন ।দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

ভাই আপনার পেন্সিলে আঁকা প্রজাপ্রতি ছবিটি অসাধারণ সুন্দর হয়েছে। বেশ সুন্দরভাবে আপনি এটি ফুটিয়ে তুলেছেন এবং ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

পেন্সিল দিয়ে দারুন একটি প্রজাপতি চিত্র অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লাগলো। আসলে এগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। সেটা আপনার আছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57343.17
ETH 2341.96
USDT 1.00
SBD 2.35