একটি ছেলের পেন্সিল আর্ট ৷

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-09-17_20-53-49-796.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং
বাংলা ৩১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো এবং সুস্থ আছি ৷ তো আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে ৷ আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ৷ আজ আমি আপনাদের সাথে একটি ছেলের পেন্সিল আর্ট শেয়ার করবো ৷ অন্যান্য দিনের থেকে আজ একটু বেশিই ব্যস্ত ছিলাম ৷ ব্যস্ততা আর অলসতার মাঝে দিনটি কেটে গেলো ৷ সন্ধ্যায় একটা আর্ট করতে বসলাম , একটি ছেলের পেন্সিল আর্ট করবো আগেই ভেবে রেখেছি৷ সন্ধ্যায় আর্ট শুরু করলেও শেষ করতে রাত হয়ে গেছে ৷ ছবি আর্ট করার পাশা পাশি ছবিও তুলে নিয়েছি মুটো ফোনে ৷ আর্ট করার সময় আর্টের মগ্ন ছিলাম ৷ ছবি গুলো খেয়াল করিনি ৷ চোখে দেখা আর্টটি সুন্দরী ছিলো কিন্তু মুটো ফোনে তোলা ছবিগুলো মোবাইলের আলোর জন্য ভালো আসেনি ৷ দিনের আলোয় ছবিগুলো তুললে ভালো দেখা যেতো ৷ অনেক পরিশ্রম করে একটা ছবি আর্ট করলাম তাই ভালো খারাপ না দেখেই শেয়ার করলাম ৷ জানি নাহ আপনাদের কেমন লাগবে ৷

প্রয়োজনীয় উপকরণঃ
  • সাদা কাগজ ,
  • পেন্সিল ও
  • কালো কলম ৷


অঙ্কনের প্রক্রিয়াঃ


IMG20220917192614_00.jpg

IMG20220917193042_00.jpg

IMG20220917193348_00.jpg


সাদা কাগজ কলম পেন্সিল নিয়ে পড়ার টেবিলে বসে পড়লাম ৷ অঙ্কনের শুরুতে সাদা কাগজে একটা লম্বা দাঁগ টেনে নিলাম পেন্সিল দিয়ে ৷ এরপর লম্বা দাগের একপাশে একটা ছেলের মাক্স একে নিলাম ৷ এরপর কানের কিছু অংশ ৷


IMG20220917193739_00.jpg

IMG20220917194037_00.jpg

IMG20220917194450_00.jpg


এরপর ছেলেটির চুল গুলো অঙ্কেনর চেষ্টা করলাম ৷ ধীরে ধীরে অঙ্কন ছেলেটির চুলগুলোও একে নিলাম ৷ এরপর বাকি আছি চোখ ৷ আস্তে আস্তে পেন্সিল দিয়ে ছেলেটির চোখও অঙ্কনের চেষ্টা করলাম ৷ শেষে ছেলেটির চোখও অঙ্কন করে নিলাম ৷


IMG20220917195248_00.jpg

IMG20220917200039_00.jpg

IMG20220917200046_00.jpg


এরপর অঙ্কন ছেলেটির আর্ট শেষ হলে রং করতে শুরু করলাম ৷ রং বলে পেন্সিল দিয়েই কালো রং ৷ পেন্সিল হাতে নিয়ে প্রথমে আর্ট ছেলেটির চুল গুলো ভালো ভাবে ঘসে ঘসে কালো করার চেষ্টা করলাম ৷ এরপর ছেলেটির মাক্স কালো করে নিলাম পেন্সিলের সাহায্য ৷


IMG20220917200141_00.jpgIMG20220917200159_00.jpg

পেন্সিল দিয়ে রং করার পর ছবিটি দেখতে কেমন লাগলো ৷ পেন্সিল দিয়ে আর্ট করার জন্য একটু এরাছেলা লাগছে ৷ তাই ভাবলাম কলম দিয়ে একটু আর্টটি ভালো করে নেই ৷ তাই আবার কলম দিয়ে আর্ট ভালো করার চেষ্টা করলাম ৷৷


IMG20220917201819_00.jpg

IMG20220917201832_00.jpg


এরপর আবার কলম দিয়ে ভালো করে নিলাম আর্টটি ৷ সব শেষে তৈরি হয়ে গেলো আমার অঙ্কন ৷ এরপর আমার স্টিম নাম লিখে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আমার চিত্রাঅঙ্কনটি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার এই পেন্সিল আর্টটি ৷

Picsart_22-09-17_20-50-15-960.jpg



ফাইনাল আউটপুট


IMG_20220917_203340.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি একটি ছেলের পেন্সিল আর্ট ভালো লাগবে আপনাদের সবার ৷ পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ বিদায়..

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়পেন্সিল আর্ট
ক্যামেরারিয়েলমি
আর্ট & ফটোগ্রাফি@nirob70
তারিখ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং
লোকেশনবাংলাদেশ 🇧🇩

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধন্যবাদ সবাইকে

মানুষ মানুষের জন্য


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

Thanks bro

 2 years ago 

আমি তো আপনার মোবাইলে তোলা ছবি দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আর আপনার খালি চোখে এই আর কেমন লেগেছে আমি শুধু তাই ভাবছি। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। সত্যি আপনি প্রশংসার দাবিদার। খুবই ভালো লাগলো দেখে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

আপনি ইউনিট পদ্ধতিতে একটি ছেলের পেন্সিল আর্ট তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি কর পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

একটি ছেলের মুখমণ্ডলের পেন্সিলে আঁকা আর টি খুবই সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছে অংকন করতে। প্রতিটি ধাপ আপনি অনেক সহজ ভাবে দেখিয়েছেন আমাদের মাঝে তাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু ৷ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব সুন্দর করে একটি ছেলের পেন্সিল আর্ট করেছেন। পেন্সিলের আর্ট আমার কাছে খুব ভালো লাগে। দেখতে অসম্ভব ভালো লাগলো এবং খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে একটি ছেলের পেন্সিল আর্ট করেছেন। দেখতে যা লাগছে না! আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু ৷ আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লালো ৷

 2 years ago 

আপনি তো পেন্সিল আর্ট করে বেশ দারুন লুক দিতে পারেন। আমার তো খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি পোস্ট দেখতে পেরে। আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর পেন্সিল আর্ট করে দেখাবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আমি চেষ্টা করবো আরো ভালো কিছু শেয়ার করার ৷

 2 years ago 

ভাইয়া সব থেকে বেশি সুন্দর লাগছে চুলের আর্টটি। দেখতে একটু কাটুর্ন কাটুর্ন লাগছে। আর মাক্স পড়ায় ছবিটা সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59471.57
ETH 2618.20
USDT 1.00
SBD 2.40