লেভেল ৪ হতে আমার অর্জন - By @nirob70 || 15% beneficiaries for @shy-fox & @abb-school

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ

লেভের চার হতে আমার অর্জন

বাংলাদেশ

Picsart_22-10-21_22-56-31-292.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷ আজ আমি লেভেল চার হতে আমার অর্জন গুলি আপনাদের সাথে শেয়ার করে নিবো ৷ লেভেল চার একটি গুরুত্বপূর্ণ পর্ব , যেখানে বেশ কয়েকটি বিষয় আমি ভালোভাবে বুঝতে ও শিখতে পেরেছি ৷আমরা যার স্টিমে কাজ করি তাদের সবারি এ বিষয়ে জানা অনেক জরুরি ৷ কারণ লেভের চার এর মূল বিষয় হচ্ছে steem , sbd এবং trx p2p মাধ্যমে transfer করা , সহ এগুলো মার্কেটে নিয়ে বিক্রয় করা৷ আমরা steemit এ কাজ করে যে steem,sbd এবং trx পাই তা কিভাবে মার্কেটে নিয়ে bye sell করতে হয় তা এই লেভেল চার এ খুব ভালো করে বোঝানো হয়েছে ৷ লেভেল চার এর প্রতিটি বিষয় ছিলো অনেক গুরুত্বপূর্ণ ৷ আমি এ বিষয় গুলি অনেক ভালো ভাবে জানতে পারি শিয়াল পন্ডিতের পাঠশালা থেকে এবং লেভেল চার এর ক্লাস করে ৷ আমি "আমার বাংলা ব্লগ'' এর ডিসকর্ড চ্যানেল থেকে লেভেল চার এর ক্লাস করে মৌখিক ভাবে আরো ভালো করে জানতে পারি বিষয়গুলি ৷ লেভেল চার এর ক্লাসে প্রোফেসর গণ এই বিষয় গুলো খুব সুন্দর করে বুঝিয়ে বলেন এবং বিস্তারিত আলোচনা করেন ৷আমি মৌখিক পরীক্ষা দিয়ে আজ লিখিত পরীক্ষা দিচ্ছি ৷

লেভেল চার হতে আমি যে বিষয় গুলি শিখতে পেরেছি আজ আমি সে বিষয়গুলির উপরে লেখতেছি ৷এখানে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে ৷ যেগুলোর সঠিক উত্তর নিজের ভাষায় দেওয়া চেষ্টা করেতেছি ৷

প্রশ্ন এবং উত্তর


p2p কি?

p2p এর পূর্ণরূপ হচ্ছে person 2 person ৷ মানে এক ব্যক্তির স্টিম অ্যাকাউন্ট থেকে অন্য কেনো ব্যক্তির স্টিম অ্যাকাউন্টে steem, sbd, trx transfar করার মাধ্যমটিই হচ্ছে p2p .







P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

P2P এর মাধ্যমে আমার steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করার ধাপ গুলি নিচে দেওয়া হলোঃ

ধাপ-০১

Picsart_22-03-29_14-24-03-256.jpg

p2p মাধ্যমে sbd transfer করার জন্য প্রথমে স্টিম ওয়ারলেটে যেতে হবে ৷ এবং sbd transfer ক্লিক করতে হবে ৷

ধাপ-০২

Picsart_22-03-29_14-23-24-730.jpg

Transfer ক্লিক করলে এমন interface আসবে ৷ এখানে To তে যাকে সেন্ড করবো তার username দিতে হবে ৷ এবং Amount এর জায়গায় যত স্টিম সেন্ড করবো তার সংখ্যা বসাতে হবে ৷ এবং Memo'তে যে কারণে Sbd transfer করতেছি সেই মেছেজটি লেখতে হবে ৷

ধাপ-০৩

Picsart_22-03-29_14-25-57-910.jpg

এখানে দেখে নিতে হবে সব ঠিক ঠাক আছে কি নাহ ৷সব ঠিকঠাক থাকলে confirm করতে হবে ৷

p2p এর মাধ্যমে আমার স্টিম ওয়ারলেট হতে ০.০০১ SBD সেন্ড করার একটি স্ক্রিনশট দেওয়া হলোঃ

Picsart_22-03-29_14-32-22-590.jpg







P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

p2p এর মাধ্যমে আমার স্টিম অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ ০.০০১ steem সেন্ড করার একটি স্ক্রিনশট দেওয়া হলো ৷

Picsart_22-03-29_15-03-05-852.jpg

sbd transfer এর মতোই ধাপে ধাপে steem transfer করতে হয়






P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

TRX transfer করার ধাপ গুলিঃ


ধাপ-১

প্রথমে steem ওয়ারলেটে যেতে হবে ৷ এবং trx এর উপর ক্লিক করলেই transfer লেখা আসবে সেখানে যেতে হবে

Picsart_22-03-29_15-16-24-648.jpg


ধাপ-২

transfer ক্লিক করার পর এমন interface আসবে ৷ এখানে to'তে যাকে সেন্ড করবো তার ইউজার নেম দিতে হবে ৷ amount এর জায়গায় যত trx সেন্ড করবো তার সংখ্যা বসাতে হবে ৷ এবং ওকে করতেলহবে ৷

Picsart_22-03-29_15-17-33-481.jpg


ধাপ-৩

এখানে trx এর private key দিতে হবে ৷ তাহলেই trx send হয়ে যাবে ৷

Picsart_22-03-29_15-18-12-083.jpg


p2p এর মাধ্যমে আমার স্টিম অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করার একটি স্ক্রিনশট দেওয়া হলো ৷

Screenshot_2022-03-29-15-14-54-85.jpg






Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

SBD থেকে STEEM এ converter করার ধাপ গুলি নিচে দেওয়া হলোঃ

ধাপ-১

Picsart_22-03-29_15-43-47-729.jpg

ধাপ-২

Picsart_22-03-29_15-42-32-565.jpg

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার পর একটি স্ক্রিনশট দেওয়া হলো

Picsart_22-03-29_15-41-24-027.jpg





Poloniex Exchange site এ একটি Account Create করুন।

Poloniex Exchange site অ্যাকাউন্ট তৈরি করার ধাপগুলিঃ

ধাপ -১

Poloniex exchange site এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য poloniex site যেতে হবে sign up ক্লিক করতে হবে ৷ এবং প্রথমে gamil দিতে হবে ৷
Screenshot_2022-03-29-15-53-43-86.jpg

ধাপ -২

এরপর একটি শক্তিশালী পার্চওয়াড দিতে হবে ৷ রেফার কোড এর জায়গায় কিছু না দিলেও হবে ৷

Screenshot_2022-03-29-15-54-01-43.jpg





আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

Screenshot_2022-03-29-16-15-51-60.jpg

Screenshot_2022-03-29-16-16-45-79.jpg

Screenshot_2022-03-29-21-00-16-20.jpg




আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

ধাপ-১

Screenshot_2022-03-29-21-09-27-79.jpg

ধাপ-২

Screenshot_2022-03-29-21-09-37-92.jpg

ধাপ-৩

Screenshot_2022-03-29-21-15-11-71.jpg

ধাপ-৪

Screenshot_2022-03-29-21-15-26-60.jpg

ধাপ-৫

Screenshot_2022-03-29-21-15-41-42.jpg

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

ধাপ-০১

Screenshot_2022-03-29-17-04-30-87.jpg

ধাপ-০২

Screenshot_2022-03-29-17-06-18-12.jpg

ধাপ-০৩

Screenshot_2022-03-29-17-06-47-81.jpg

ধাপ-০৪

Screenshot_2022-03-29-16-21-44-92.jpg

ধাপ-০৫

Screenshot_2022-03-29-16-37-29-21.jpg

ধাপ-০৬

Screenshot_2022-03-29-16-40-17-40.jpg

ধাপ-০৭

Screenshot_2022-03-29-16-41-49-55.jpg

লেভেল চার হতে আমার অর্জন গুলি উপরে আলোচনা করলাম ৷ লেভেল চার এর মূল বিষয় গুলো সত্যি অনেক গুরুত্বপূর্ণ ৷ লেভেল চার এ আমি p2p মাধ্যমে steem ,sbd ,trx transfer ৷ এবং poloniex Exchange site এর বিষয় সহ আরো বেশ কিছু বিষয় ভালো করে জানতে এবং শিখতে পারলাম ৷এ বিষয় গুলো শিখতে পেরে আমার নিজের অনেক ভালো লাগতেছে ৷ আশা করি এই বিষয় গুলো আমি ভালো ভাবে কাজ করতে পারবো ৷ অনেক অনেক ধন্যবাদ জানাই লেভেল তিন এর প্রোফেসর ভাইয়া ও আপুদের ৷ সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটির সব সদস্যদের ৷ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ৷

@nusuranur

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি খুব ভালোভাবেই লেবেল-৪ থেকে অনেক কিছু লিখেছেন। যা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে স্ক্রিনশট এর মাধ্যমে প্রতিটি ধাপে আপনি সুন্দর ভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আপনি খুবই ভালভাবে লেবেল ৪ এর পরীক্ষা দিয়েছেন। বোঝাই যাচ্ছে আপনি খুব ভালোভাবে এটা শিখতে পেরেছেন। আসলে লেভেল ৪ এর বিষয়বস্তু গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক বিষয় স্পষ্ট ধারণা দেওয়া হয়। শুভকামনা রইল আপনার পরবর্তী লেবেলের জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

লেভেল 4 এর বিষয়বস্তু গুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো খুব মনোযোগ সহকারে আয়ত্ত করা উচিত। কেননা সামনে প্রতিনিয়ত এই কাজ গুলোর সম্মুখীন হতে হবে ধন্যবাদ।

 3 years ago 

হুমম সত্যি লেভেল ৪ এর বিষয় গুলি অনেক গুরুত্বপূর্ণ ৷ এগুলো সঠিক ভাবে আয়ত্ত করার প্রয়োজন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

সত্যি ভাই অনেক গুলো বিষয় যেগুলো না জানলেই নয়। সে বিষয়গুলো লেভেল ৪ শেখানো হয়। ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন।

 3 years ago 

লেভেল ৪ আমাদের সবার জন্যই মূলত অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখনে লেনদেনের বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়। আপনি খুবই সুন্দর ভাবে বিষয় গুলো উপস্থাপন করেছেন। পরবর্তী লেভের জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

হুমম সত্যি লেভেল ৪ এর বিষয় গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ এখানে লেনদেনর বিষয়ে ধারণা দেওয়া হয় ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

লেগাল ফোর আমাদের প্রতিটি ব্লগারদের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ। আপনি অনেক সুন্দর করে প্রেমে উপরের বিষয়গুলো নিজের আয়ত্তে নিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার কমেন্ট এ প্রচুর বানান ভুল ভাই। ঠিক করে নেন। আপনি সম্ভবত ভয়েজ টাইপিং করেছেন। কমেন্ট পাবলিশ করার আগে একবার চেক করে নিবেন।

 3 years ago 

হুমম ভাইয়া ঠিক বলেছেন ৷ বানানের উপর একটু গুরুত্ব দেওয়া উচিত ৷

 3 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

লেভেল-৪ অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখানো হয় ভাইয়া, যেগুলো আমাদের সদাসর্বদা মনে রাখে হবে, আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুবই সুন্দর করে বিষয় গুলো বুঝেছেন, আপনি অতি শীঘ্রই ভেরিফাই মেম্বার হবেন এই কামনায় রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

লেভেল 4 এর প্রতিটি বিষয়ে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি লেনদেন সম্পর্কে। আপনি অনেক সুন্দর ভাবে সব কিছু ব্যাখ্যা করেছেন। শুভকামনা রইলো আপনার প্রতি যেন খুব তাড়াতাড়ি সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

লেভেল ৪ এর জিনিশ গুলো খুব ভালো মত বুঝতে পেরেছেন আপনি। তা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে। আশা করি শিগ্রই এই লেভেল পার হয়ে যাবেন। পরবর্তি লেভেল গুলোর জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আপনি level-4 থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন তার আঙ্গিকে এই পোস্ট সাজিয়েছেন। বিশেষ করে এক্সচেঞ্জ সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন সেটা আপনার এই পোস্ট দেখে বুঝতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য৷ভালোবাসা রইল

 3 years ago 

আপনি খুব ভালোভাবে গুছিয়ে লেভেল ৪ এর এক্সাম দিয়েছেন যা দেখে খুব ভালো লাগলো। আপনি খুব ভালো ভাবে এক্সচেঞ্জ সম্পর্কে ধারণা পেয়েছেন সেটা আপনার এই পোস্ট দেখে বুঝতে পারলাম। আপনি লেভেল ৪ হতে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন তা আপনার পোষ্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। পরবর্তী লেভেলের জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62802.36
ETH 2462.43
USDT 1.00
SBD 2.62