জন্ম-নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগlast year

Screenshot_2023-03-01-20-29-43-84.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



প্রিয় বন্ধুরা আমার
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের মাঝে নির্জন নাহুয়েল জন্ম নাটকটি রিভিউ করবো ৷ জম্ম নাটকটি অনেক আগেই প্রকাশ পেয়েছে ৷ এর আগেও একবার দেখা হয়ে গেছে এই নাটকটি ৷ আজ আবারও হঠাৎ দেখলাম ৷ জম্ম নাটকের গল্পটা বেশ ভালোই ৷ যদিও সময় সল্পতার জন্য তেমন নাটক দেখা হয় না বর্তমান সময়ে ৷ তবে একটা সময় প্রচুর নাটক কিংবা মুভি দেখতাম ৷ এখনো মাঝে মাঝে সময় পেলে নাটক দেখার চেষ্টা করি ৷ যাই হোক ,আজ আবারও জম্ম নাটকটি দেখলাম , বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম আজ এটা নিয়েই কিছু লিখি , চলুন তাহলে শুরু করি নাটকের মূল গল্প ৷



নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামজন্ম
পরিচালকনির্জন নাহুল
অভিনয়েনির্জন নাহুল , নাজিয়া ৷
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৩৫ মিনিট


কাহিনী সংক্ষেপে

Screenshot_2023-03-01-22-18-03-97.jpg

গল্পটা শুরু হয় নির্জনের ফোন বাজা থেকে ৷ নির্জন ঘুমিয়ে আছে সকাল বেলা ৷ তার বন্ধুরা তাকে ফোন দিয়েছে বাসার নিচে আসার জন্য ৷ আজকে তাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা , কিছু দিনের জন্য ৷ কিন্তু নির্জন যেতে রাজি নয় তবে বন্ধুর অনুরোধে আর না করতে পারে না ৷ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার নিচে বন্ধুদের কাছে চলে আসে ৷

Screenshot_2023-03-01-22-18-54-13.jpg

তিন বন্ধু বেরিয়ে পড়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে ৷ শহর থেকে গ্রামে আসে ট্রেনে করে ৷ এরপর রেল স্টেশন থেকে তিন কিলো মিটার পথ হেটে গ্রামের বাড়িতে এসে পৌছায় তারা তিন বন্ধু ৷ এতে কিন্তু নির্জন খুব বিরক্ত ৷

Screenshot_2023-03-01-22-20-24-90.jpg

যাই হোক , গ্রামে আসার পর গ্রামটা ঘুরে দেখার কথা তাদের তিন জনেরই ৷ কিন্তু নির্জন ওয়াশ রুমে ফ্রেশ হতে গেলে তাকে রেখেই বাকি দুই বন্ধু বেরিয়ে যায় ৷ ওয়াশ রুম থেকে বেরিয়ে এসে নির্জন দেখে তারা রুমে নেই ৷ সেও একা একা বেরিযে পড়ে গ্রামের মেঠো পথে ৷ হাটতে হাটতে সে একটা পুরোনো বাড়িতে এসে পড়ে ৷ সম্পূর্ণ বাড়িটি ভাঙ্গা ছেড়া আশেপাশে কেউ নেই ৷ হঠাৎ নির্জন একটি মেয়েকে সেই বাড়িতে দেখতে পায় ৷ এরপর মেয়েটার সাথে নির্জন কথা বলার চেষ্টা করে ৷ মেয়েটা ও তার সাথে কথা বলে ৷ কিন্তু মেয়েটির অদ্ভুত কথা বার্তা নির্জন মাঝে মাঝে বুঝতে পারে না ৷ নির্জন ভাবে হয়তো এই মেয়েটি তার সাথে ফান করতেছে ৷ এভাবেই বেশ কিছুক্ষণ তাদের কথা হয় ৷ এরপর মেয়েটি চলে যায় এবং নির্জনকে আবার এখানে আসতে বলে ৷

Screenshot_2023-03-01-22-21-09-03.jpg

এরপর নির্জন বাসায় চলে যায় ৷ এবং মেয়েটির কথা ভাবতে থাকে ৷ তার বন্ধুরা তাকে নিয়ে কিছুটা মজাও করে ৷ নির্জন গ্রামে আসতে চাইছিলো না , এখন গ্রামে এসে বেশ ভাবুক হয়ে গেছে ৷ যাই হোক , সেদিন ঘুমিয়ে পড়ে তারা ৷ এরপর পরের দিন আবারএ তিন বন্ধু গ্রাম ঘুরে দেখার জন্য বেরিযে পড়ে ৷ কিছু টা আসতেই তাদের রেখে নির্জন আবার ভাঙ্গা বাড়িতে চলে আসে ৷ সেই মেয়েটির সাথে আবারও দেখা হয় নানান কথা হয় নির্জনের ৷

Screenshot_2023-03-01-22-21-34-63.jpg

এভাবে বেশ কয়েক দিন নির্জন আসে এবং মেয়েটির সাথে সময় কাটিয়ে যায় ৷ তবে মাঝে মাঝে মেয়েটির অদ্ভুত সব কথাবার্তা নির্জন বুঝতে পারে না ৷ একদিন মেয়েটি একটি গোলাপ ফুল নির্জনের দিকে বারিয়ে দিয়ে বলে সেও নির্জনকে অনেক ভালো বাসে ৷ সেদিন বলতে পরেনি ৷ এ কথা বলার সাথে সাথেই মেয়েটির মুখ থেকে রক্ত ঝড়তে থাকে ৷ নির্জন থমকে ধারায় হঠাৎ তার বন্ধু পিছন থেকে তাকে ডাঁক দেয় ৷ এবং বলে তুই এখানে কেনো ? এই জায়গাটি মোটেও ভালো নয় ৷ চল এখান থেকে তারাতারি ৷ এ বলে নির্জনকে সেখান থেকে নিয়ে যায় ৷

Screenshot_2023-03-01-22-23-25-60.jpg

নির্জন বাসায় এসে সব কিছু আবার ভাবতে থাকে ৷ ভাবতে ভাবতে সে স্মৃতির পাতায় চলে যায় ৷ তার মনে পড়ে অনেক কিছুই ৷ সে কোনো এক কাজে এই গ্রামে আসে ৷ কাজের জন্য বেশ কিছুদিন এই গ্রামে থাকতে হয়েছে তাকে ৷ তার নাম তখন ছিলো বিক্রম ৷ এই গ্রামের আরো দুজন সহপাঠী সহ কাজ করতো ৷ কাজের ফাকে ফাকে এই গ্রাম ঘুরে দেখতো বিক্রম ৷ সব দিক ঘোরা সম্পূর্ণ হলেও এক পাশে তার যাওয়া হয়নি ৷ ঠিক ও পাশেই এই ভাঙ্গা ঘরে একটি মেয়ে থাকতো নিচু জাতের ৷ নিচু জাতের মানুষ হওয়াতে এদিকে আসা সবার বন্দ প্রায় ৷ কিন্তু বিক্রম গ্রামের নিয়ম না মেনেই নিচু জাতের মেয়েটির সাথে মেলামেলা করেছে ৷ এজন্য তাকে এবং সেই নিচু জাতের মেয়ে মিনুকে মেরে ফেলেন ৷

Screenshot_2023-03-01-22-23-54-55.jpg

নির্জনের গ্রাম থেকে শহরে যাওয়া সময় হয়েছে ৷ ট্রেন সকাল সকাল ৷ তাই একটু দূরত্ব তাদের রেল স্টেশন যেতে হবে ৷ সোজা রাস্তা সেই ভাঙ্গা বাড়ি দিয়েই ৷ যাওয়ার পথে নির্জন আবারও সেই স্মৃতি গুলো দেখতে পায় এবং ভাবতে থাকে ৷ এখানেই গল্পটি শেষ হয় ৷ আসলে তার জন্ম বহু বছর আগে হয়েছিলো আরো একবার ৷ তখন তার সাথে এই ঘটনাটি ঘটেছে ৷ একটি নিচু জাতির মেয়েকে সে ভালোবেসে ছিলো ৷ সেই মেয়েটিকে সে সমাজে মাঝে নিয়ে আসতে চেয়ে ছিলো ৷ এটাই ছিলো তার অপরাধ ৷ তাকে মেরে ফেলা হয় সাথে মেয়েটিকেও ৷

Screenshot_2023-03-01-22-24-30-12.jpg

Screenshot_2023-03-01-22-25-12-84.jpg

আমার মতামত


আমাদের সমাজে এখনো জাত বিভেদ আছে ৷ ছোট জাতের মানুষদের অনেকটা ছোট চোখে কিংবা খারাপ চোখে দেখা হয় ৷ সবার আগে যে আমরা মানুষ , সেটাই অনেকেই ভুলে যায় , জাত এর কাছে ৷ গল্পটা এমন কিছু নিয়েই লেখা ৷ তার জাত নিচু বলে সে কারো সাথে কথা বলতে পারবে না , কারো সাথে চলতে পারবে না এমন রীতিনীতি এখনো অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের মাঝে ৷এসব ভুলতে হবে ৷ সবার আগে আমরা মানুষ জাত এটা মানতে হবে ৷ যাই হোক গল্পটা দারুণ ছিলো ৷ অভিনয় ও অসাধারণ ৷ সব মিলিয়েই বেশ ভালোই লেগেছে আমার ৷



রেটিং


পরিচালনা১০
কাহিনী০৯
অভিনয়১০



ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

তো বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ..

শুভ রাত্রি.. 🥰🥀
E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। তবে সময়ের কারণে এখন তেমন নাটক দেখা হয় না। আগে অনেক নাটক এবং মুভি দেখতাম। নাটক টি গল্প পড়ে অনেক ভালো লাগলো সময় পেলে দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সুন্দর করে নাটকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আমার কাছে ইদানীং বাংলা নাটক দেখতে অনেক ভালো লাগে। আপনার নাটকের কাহিনী পড়ে মনে হচ্ছে খুব সুন্দর। ধন্যবাদ সুন্দর করে নাটক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনি জন্ম নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে ভাল লাগল। যদিও নাটকের ক্যারেকটার পরিচিত না তবুও মনে হচ্ছে ভাল হয়েছে নাটক। নাটকের কাহিনী মোটামুটি ভাল লেগেছে। তবে শেষ পর্যন্ত মারা যায় শুনে খারাপ লাগল। ধন্যবাদ ভাইয়া।

 last year 

বর্তমানে এই দুই জুটি নাটক বেশ ভালই দেখা যাচ্ছে। তবে এদের নাটক গুলো বেশ মোটামুটি ভালই। নাটকের কাহিনী গুলো অনেক সুন্দর। নির্জন নাহুল নাজিয়ার জন্ম নাটকের রিভিউ করেছেন। আসলে আমাদের সমাজে এখনো জাত বেজাতের অনেক বিভেদ রয়েছে। নিসো জাতের মানুষদের এক ঘরে করে রাখা হয়। তাদের সাথে সমাজের কেউ মিশতে চায় না। আসলে আমরা ভুলে যাই সব কিছুর উর্ধে আমরা মানুষ।

 last year 

এই নাটকটি আমি কয়েকদিন আগে দেখেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল যখনই নাটকটি দেখি আপনার রিভিউ পোস্টের মাধ্যমে আবারও আজকে নাটকটি দেখে ভীষণ ভালো লাগলো। এরকম নাটকের রিভিউ পোস্টগুলো আমার একটু বেশি পছন্দের। আসলে এই নাটকের মূল কাহিনী যেটা ছিল ওটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। আবার নতুন করে এভাবে শেয়ার করলেন ভালোই ছিল।

 last year 

আমি কিছুদিন আগে এই নাটকটি দেখেছি মোবাইল ফোনে। নাটকটা বেশ ভালো লেগেছিল। আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন রিভিউ এর মধ্য দিয়ে তাই আবারও দেখার সুযোগ পেলাম। আপনি খুব চমৎকারভাবে এ নাটকটা রিভিউ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70018.15
ETH 3794.54
USDT 1.00
SBD 3.75