শরৎ এর কাঁশ ফুল
হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আমার বাংলা ব্লগে
বাংলা ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের মাঝে শরৎ এর কাঁশ ফুলের কিছু ছবি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ শরৎ মানেই সাঁদা কাঁশ ফুলের মেলা ৷ নদীর তীরে দুলছে সাদা কাশ ফুল ৷ আকাশেও সাদা সাদা মেঘের ভেলা আর দক্ষিণা হাওয়ার সাথে দুলছে সাদা কাশ ফুল ৷ অপরূপ সুন্দর একটি পরিবেশে কিছুটা সময় কাটিয়ে এসেছি আমি ৷ প্রাকৃতিক এমন সুন্দর পরিবেশের কিছু আলোকচিত্র আজ শেয়ার করবো আপনাদের মাঝে ৷আসলে প্রকৃতির মাঝে কাটানো একটি সুন্দর পরিবেশের অনুভুতিই আপনাদের মাঝে শেয়ার করবো ৷ চলুন তাহলে দেখে আশি সেই কাশ ফুলের সৌন্দর্যের এক রুপ ৷
আলোকিত আকাশে সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে ৷ আর নদীর ধারে সাদা সাদা কাশ ফুল গুলো প্রকৃতির মুক্ত বাসাতে দুলছে ৷ সেখানে দারিয়ে সেই সুন্দর মুহূর্তের সৌন্দর্য উপভোগ করার অনুভুতি সত্যিই অসাধারণ ৷ শারদীয় দুর্গা উৎসব শেষ হলো কাল ৷ দূর্গা উৎসব শেষ হলেও শেষ হয়নি ব্যস্ততা ৷ দূর্গা উৎসবের জন্য কঠিন ব্যস্ততার মাঝে সময় কেটেছে এই গোটা সপ্তাহ ৷ দূর্গা উৎসবের ততটা ঘুরাঘুরি করতে পারিনি ৷ তবে চেষ্টা করেছি আমি সময়টা সুন্দর ভাবে উপভোগ করার ৷ গতকাল দশমী ছিলো ৷ আজ আত্মীয় সজনের একটা ব্যস্ততা কেটে গেলো ৷
উৎসব শেষ হলেও উৎসবমূখর পরিবেশটা ঠিকি আছে ৷ ব্যস্ততার মাঝে একটু প্রশান্তির খোঁজে নদীর ধারে কাঁশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছি ৷ বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটা নদী ৷ ছোট এই নদীটি করতোয়া নদীর সাথে মিলিত হয়েছে ৷ ছোট এই নদীর তীরে সাদা সাদা কাশ ফুলের মেলা বসেছে ৷ রাস্তা দিয়ে যাওয়া পথে প্রায় দূর থেকে দেখি ছোট এই নদীর তীরে অনেক সাদা ফুল ফুটেছে ৷ সাদা কাশ ফুলের এই সুন্দর উপভোগ করর জন্য ছোট এই নদীর তীরে চলে গেলাম ৷ বিকাল বেলা নদীর ধারে আমি ৷ সাদা কাশ ফুলের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ ৷ তখন আকাশটা ছিলো সাদা মেঘে ঢাকা ৷ দক্ষিণা বাতাস বইছে আর কাশ ফুল গুলো বাতাসে দুলছে ৷ সাদা কাশ ফুলের এমন সৌন্দর্য দেখে আমি মুগ্ধ ৷
আমি গোটা বিকালটা সেই ছোট নদীর তীরে সাদা কাশ ফুল গুলোর সৌন্দর্য দেখে সময় পার করেছি ৷ আসলে সেই প্রকৃতির মুক্ত বাতাস আর কাশ ফুলের সৌন্দর্য মন ভালো করে দেওয়ার মতো ৷ সেই নদীর তীরে মনোমুগ্ধকর একটি পরিবেশে প্রশান্তির খোঁজ মিলবে ৷ আমি দারুণ ভাবে সেই মুগ্ধতা উপভোগ করেছি ৷ সত্যিই সেখানে কাটানো সময়টা ছিলো চমৎকার ৷
কাঁশ ফুলের এমন সৌন্দর্য আপনি কখনো উপভোগ করলে আমার অনুভুতি বুঝতে পারবেন ৷ সত্যিই অসাধারণ ভালো লাগা কাজ করেছিলো তখন , যখন আমি সেই পরিবেশ ছিলাম ৷ আমার তোলা এই কাশ ফুলের ছবি গুলো দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন সেই ছোট নদীর তীরে কতটা প্রশান্তি পাওয়া যেতে পারে ৷ ধন্যবাদ সবাইকে ৷ আজ এ পর্যন্তই ৷ আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভালো লাগবে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
বিষয় | "শরৎ এর কাঁশ ফুল" |
---|---|
ক্যামেরা | রিয়েলমি সি এগারো |
ফটোগ্রাফি | নিরব |
তারিখ | ০৬ অক্টোবর ২০২২ ইং |
লোকেশন | বাংলাদেশ W3W |
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
নদীর ধারে কাশফুলের সৌন্দর্য খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে আমাদের মধ্যে তুলে ধরেছেন প্রত্যেকটা আলোকচিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করলাম আমার খুবই ভালো লেগেছে।।
আমার বাড়ি পদ্মা নদীর ধারে হওয়াতে এরকম সুন্দর দৃশ্য ছোটবেলা থেকেই দেখে আসছি আসলে মুখে বলে প্রকাশ করা যায় না কতটা মনোমুগ্ধকর দৃশ্য আর কতটা ভালো লাগে এমন জায়গায় সুন্দর সময় অতিবাহিত করতে।।
ধন্যবাদ আপনাকে কাশ ফুলের মেলা এবং নদীর চিত্র নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।।
সত্যিই নদীর ধারে কাশ ফুলের সৌন্দর্য মনোমুগ্ধকর ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
সত্যিই ভাইয়া সাদা কাশফুল দেখতে চমৎকার লাগে। সাদা মেঘের ভেলা বেড়াচ্ছে সাথে কাশফুল দুলছে দেখতে খুবই সুন্দর লাগে। কাশফুল হলে নদীর পাড় দেখতে অপরূপ সুন্দর্য দেখা যায়। আপনি ঠিকই বলেছেন উৎসব শেষ হয়ে গেলে উৎসবমুখর পরিবেশটা থেকে যায়। একটু প্রশান্তির জন্য নদীর পাড়ে ছিলেন। সময়টা ভালো উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটা পোস্ট শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য এবং আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
আপনি ঠিকই বলেছেন শরৎ মানেই সাঁদা কাঁশ ফুলের মেলা ৷ নদীর তীরে দুলছে সাদা কাশ ফুল। আকাশেও সাদা সাদা মেঘের ভেলা আর দক্ষিণা হাওয়ার সাথে দুলছে সাদা কাশ ফুল ৷ তখন নদীর তীরে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। মনের ভেতর অন্যরকম অনুভূতি কাজ করে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
অনেক ভাল লাগলো শরৎকালের সাদা মেঘের ভেলা আর নদীর পাড়ের কাশফুল।সত্যি অসাধারণ লাগছে। এরকম পরিবেশে নদীর পাড়ে ঘুরে বেড়াতে ভালোই লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
অনেকদিন ধরে ভাবছিলাম যে কাশফুল দেখতে যাবো। আপনার আজকের ছবিগুলো দেখে দেখার আগ্রহ আরো দ্বিগুণ হয়ে গেল। নদীর পাড়ে হিমেল হওয়ায় এমনিতেই বসে থাকতে ভালো লাগে। তারপরে যদি পাশে এরকম কাশফুলের মেলা হয় তাহলে তো কথাই নেই। আপনার প্রতিটি ছবি আকাশ এবং কাশফুল নিয়ে অসাধারণ হয়েছে।
হ্যা আপু নদীর ধারে কাশ ফুলের এমন সৌন্দর্যের মাঝে কিছু সময় কাটালে আশা করি আপনার অনেক ভালো লাগবে ৷ ধন্যবাদ আপনাকে
শরৎ এর এক অপুরুপ দৃশ্য হলো কাশ ফুল। চারিদিকে এটা নিয়েই এখন মাতা মাতি চলছে।আপনার ফটোগ্রাফি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
শরৎ কাল তো তাই কাশ ফুলের মেলা সব জায়গায় লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে
আসলেই ভাইয়া শরৎ মানেই সাদা কাশফুলের মেলা। সাদা কাশফুল আমার ভীষণ পছন্দের। বাঁশ বাগানে ঘুরতে বেশ অসাধারণ লাগে। আর তা যদি হয় নদীর পারে তাহলে তো কোনো কথাই নেই। দুর্গা উৎসব মাত্র শেষ হলো। দুর্গা উৎসবে সেরকম কোথাও ঘুরতে পারেননি এটা জেনে অবাক হলাম। কারণ এই সময়টাই তো ঘোরাঘুরি করার সময়। তবে হ্যাঁ ব্যস্ততার মাঝে একটু প্রশান্তের খোঁজে বেশ ভালো একটা জায়গায় গিয়েছেন। আমারও ইচ্ছে আছে কাশ বনে গিয়ে ঘোরার।
হ্যা আপু কাশ ফুল বাগানে আপনিও গিয়ে একবার ঘুরে আসতে পারেন ৷ কাশ ফুল বাগানের মনোমুগ্ধকর পরিবেশ আশা করি আপনার অনেক ভালো লাগবে ৷ ধন্যবাদ আপনাকে
মন ভালো করে দেওয়া একটা পোস্ট করেছেন। এই বছর আপনার মাধ্যমেই প্রথম এভাবে কাশফুল দেখলাম। শরতের সাদা আকাশ, আর তার সাথে পড়ন্ত বিকেলে এমন মায়াবী কাশফুল ! ভাবতেই অন্যরকম লাগছে। ঈশ যদি আপনার সাথে ঐ জায়গা টায় ঘুরে আসতে পারতাম! অসম্ভব ভালো লাগলো ভাই পোস্ট টা।
ধন্যবাদ দাদা ৷ সত্যিই কাঁশ ফুলেল এমন সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটালে মন ভালো হয়ে যাবে ৷