কঙ্কাল চোর - এক

in আমার বাংলা ব্লগ2 years ago

fantasy-2847724_640.jpg

Pictures

দিনে দিনে মানুষ গুলো অমানুষে পরিনত হচ্ছে ৷ মানুষ মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলছে ৷ এখন মানুষ কেবল নিজের স্বার্থ বোঝে ৷ নিজের স্বার্থ অর্জনের জন্য মানুষ নিচে নামতে কিংবা জঘন্য কাজ গুলো করতে দ্বিধাবোদ করে নাহ ৷ নিজের স্বার্থ রক্ষায় মানুষ মানুষের মনুষ্যত্বের বলি দিয়ে দেয় ৷ আসলে এমন অনেক ঘটনাই এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে ৷ কিছু মানুষ রূপে অমানুষ আমাদের মাঝে আছে ৷ যারা নিজের স্বার্থের জন্য সব করতে পারে ৷ এমন অনেক ঘটনা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ৷ আসলে এই অমানুষ গুলোকে নিয়ে আমার তেমন কিছু বলার নেই ৷ তবে আজ ছোট একটি অসাধু চোরের গল্প শেয়ার করবো আপনাদের মাঝে , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

গত কয়েক মাস আগের ঘটনা ৷ আশে-পাশের কবর স্থান গুলো থেকে কঙ্কাল চুরি হচ্ছে ৷ কে বা কাহারা চুরি করছে কেউ জানে না ৷ হঠাৎ এক রাতে এসে কবর স্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে ৷ রাতে তো আর কবর স্থান পাহারা দেওয়া সম্ভব নয় ৷ কঙ্কাল চুরি হওয়ার এমন বেশ কিছু খরব দেখতে পাই মোবাইলে ৷ এমন খবর দেখে বেশ খারাপ লাগতো ৷ একটি মৃত মানুষের কঙ্কাল নিয়ে অন্য একটি অসাদু মানুষের ব্যবসা ৷ বিষয়টা সত্যিই অনেক খারাপ লাগতো ৷

গত কয়েক দিন আগের ঘটনা ৷ সন্ধ্যায় বাজার গিয়েছিলাম নিজের প্রয়োজনে ৷ ফেরার পথে কয়েকটি মোটরবাইকে বেশ কিছু পুলিশ সামনে দিয়ে চলে গেলো ৷ হেঁটে হেঁটে বাড়ির পথে আসতেছি ৷ কিছুটা পথ আসার পরেই সে পুলিশ গুলো দেখতে পেলাম ৷ একটি বাড়িতে ডুকলো এবং বাড়ির মালিকে আটক করলো ৷ কেনো বাড়ির মালিককে আটক করলো বিয়টা জানতে আমিও থেমে গেলাম ৷ একটু পর গোটা বিষয়টি জানতে পারলাম ৷ এ বাড়িতে নাকি মৃত মানুষের কঙ্কাল লুকিয়ে রাখা আছে ৷ বিষয়টি জেনে বেশ খারাপ লাগলো ৷ মানুষের কঙ্কাল চুরি করে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে , সত্যিই বিষয়টা খুবই জঘন্য ৷ এরপর ধীরে ধীরে সে বাড়িতে মানুষের ভীর বাড়তেই থাকলো ৷ এরপর সেই পুলিশ গুলো নিশ্চিত হলো যে , এই বাড়িতে মৃত মানুষের কঙ্কাল মাটিতে পুতে রাখা আছে ৷ তখন আরো কিছু পুলিশ এবং ডিবি পুলিশ আসলো , সাথে কিছু সাংবাদিকও আসলো ৷ এতোক্ষণে মানুষের ভীরে গোটা বাড়ি এবং রাস্তা ঘাট ভর্তি হয়ে গেলো ৷ কিছুক্ষণ পর বাড়ির অঙ্গিনা থেকে মাটি খুরে চারটি মৃত মানুষের কঙ্কাল উদ্ধার করে পুলিশ ৷ কঙ্কাল গুলো দেখে বেশ খারাপ লাগলো , কিভাবে মৃত মানুষের কঙ্কাল বাড়িতে রেখে ঘুমায় তারা ৷

এরপর সেই কঙ্কাল গুলো উদ্ধার করে নিয়ে গেলো পুলিশ ৷ সাথে এই কাজে জরিত দুজন মহিলাকে আটক করলো পুলিশ ৷ কঙ্কাল চুরির এই জঘন্য কাজে আরো অনেকই জরিত ৷ তবে তারা সবাই পালিয়ে গেছে ৷ এই দুজন মহিলাও ছিলো এই কাজে জরিত ৷ পুলিশ তাদের আটক করে নিয়ে যায় ৷ আমি কেবল শুরু থেকে শেষ পর্যন্ত সব দারিয়ে দেখি ৷ আর মনে মনে অনেক কথাই ভাবি ৷ কিভাবে মানুষ এতোটা নিচে নামতে পারে কিছু টাকার জন্য ৷ তারা চাইলে তো শত উপায়ে অনেক টাকা উপার্জন করতে পারতো ভালো কোনো ব্যবসা কিংবা অন্য কোনো শত কাজের মাধ্যমে ৷ কেনো এমন একটা জঘন্য কাজ বেছে নিলো তারা ৷ তারা তো সবাই সুস্থ মানুষ ৷ তাদের কাজ করে খাওয়ার মতো তো হাত পা সব ঠিক আছে ৷ তাহলে এমন জঘন্য কাজ করার কি দরকার ?

যাই হোক তারাই ভালো জানে , কেনো তারা এমন জঘন্য কাজ করে ৷ তাদের মনুষ্যত্ব কেনো এমন ৷ আজ এ পর্যন্তই থাক ৷ সম্পূর্ণ বিষয়টি হালকা ভাবে আজ উল্লেখ করলাম ৷ বিস্তারিত আরো এক দিন ভালো ভাবে দেওয়ার চেষ্টা করবো ৷ সেদিন শুরু থেকে শেষ পর্যন্ত কঙ্কাল চোরের বাড়িতে দারিয়ে অনেক কিছু জানতে পেরেছি তো , তাই আরো কিছু আছে আপনাদের মাঝে শেয়ার করার ৷ একদিন নিয়ে আসবো কঙ্কাল চোরের আরো কিছু কথা ৷ আজ এতটুকুই থাক ৷ ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷ শুভ রাত্রি ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

@nirob70blog

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আসলেই ঠিকই বলেছেন আজকালকার মানুষের ভিতরে কোন মনুষ্যত্ব নেই নিজের স্বার্থের জন্যই যে কোন কিছু করতে তাদের বাধেনা। কঙ্কাল যে মানুষ চুরি করতে পারে এটা আসলেই খুবই জঘন্য একটি কাজ। এরকম ঘটনা আমি অনেক শুনেছি তবে আপনার মত এভাবে প্রত্যক্ষভাবে কখনো দেখিনি। মহিলারাও এরকম জঘন্য কাজে জড়িত আর এসব মানুষের ভয়ও করেনা। সৎ ভাবে কাজ করে খেতে তো কষ্ট লাগে আর এসব কাজ করতে তো কোন কষ্টের প্রয়োজন হয় না। এজন্য মানুষ এসব কাজ বেছে নেয়। সত্যি খুব খারাপ লাগলো এ ধরনের কাজগুলো দেখে।

 2 years ago 

আসলেই আপু এমন কাজ সত্যিই অনেক জঘন্য ৷ কিছু অসাধু মানুষ এমন কাজ প্রতিনিয়ত করছে ৷ এদের কঠোর শাস্তি হওয়া উতিচ ৷ ধন্যবাদ আপনাকে ৷

 2 years ago 

আসলে বর্তমানে মানুষের মনুষ্যত্ব বলে কিছু নেই তাই তারা এমন জঘন্য কাজ করতে পারে। একটা কথা কখনোই তারা ভাবেনা যে তাদেরকে ওরকম একদিন মরতে হবে এবং তারা এরকম একটা কঙ্কালে পরিণত হবে।

 2 years ago 

আসলেই মানুষ মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে ৷নিজের স্বার্থের জন্য আমি নিচে নামতে দ্বিধাবোধ করে নাহ ৷ ধন্যবাদ আপনাকে ৷

 2 years ago 
দিন যতই যাচ্ছে মানুষের মূল্যবোধ ততই কমে যাচ্ছে। কেন জানি মানুষের আচরণগুলো পশুর মত হয়ে যাচ্ছে। আপনার এই ঘটনাটা সত্যিই অনেক দুঃখজনক। আপনি যদি ঐ দিন বাজারে না আসতেন তাহলে আপনি এই ঘটনাটা কিন্তু পুরোপুরিভাবে জানতে পারতেন না।আজকাল মানুষ এত জঘন্য হয়ে গেছে যে কঙ্কাল নিয়ে ব্যাবসা করে।গোয়েন্দা পুলিশগুলো সঠিক তথ্য জানতে পেরেই পাশের বাড়ির তে গিয়ে মানুষের কঙ্কাল উদ্ধার করেছিল। দুইজন মহিলাকেও গ্রেফতার করেছিল।
 2 years ago 

ঠিক বলেছেন দিনে দিনে মানুষের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে ৷ মানুষ গুলো অমানুষে পরিণত হচ্ছে ৷ আসলেই সেদিন সেখানে না থাকলে এতো কিছু দেখতেই পেতাম নাহ ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাইয়া আপনার ঘটনাটা পড়ে এক দিকে ভয় লাগছে আবার অন্য দিকে ঐ কঙ্কাল চোরের প্রতি ঘৃনা আসতেছে। মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে। কঙ্কাল চুরি করে আবার নিজের বাড়িতে মাটির নিচে লুকিয়ে রাখে। এই মানুষ গুলোর মরার কোন চিন্তা নাই। তারা মানুষ নামে পশু। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই আমিও সেটাই ভাবতেছি , এই মানুষ গুলোর মরার পরে আজও কি কোনো চিন্ত আছে ? তারা এসব কাজ কিভাবে করতে পারে ৷ ধন্যবাদ আপনাকে ৷

 2 years ago 

ঠিক বলেছেন ভাই মানুষের কাছে কোন মূল্যবোধ নেই আজকাল। নিজের স্বার্থের জন্য মানুষ এখন সবকিছু করতে পারে।কার ক্ষতি হলো এই ব্যাপারে কেউ ভাবেনা কখনো।কঙ্কাল চুরি করে আবার নিজের বাড়িতে লুকিয়ে রাখে।এই রকম ঘটনা অনেক গল্প শুনেছি কিন্তু বাস্তবে হয় তা এই প্রথম শুনলাম। কিন্তু আসলে এই রকম ঘটনা অনেক ঘটছে এখন। পোস্টটি পড়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

সামাজিক অবক্ষয় এমন জায়গায় পৌঁছে গেছে যে কিছু বলার নেই। এই কঙ্কালের হাড়গুলো খুবই বেশী দামে পাচার করা হয় বিভিন্ন জায়গায়।ঈশ্বর কবে যে আমাদের এই অবকাঠামো থেকে উদ্ধার করবেন জানি না।মানুষ মরেও শান্তি পাবে না। তার শেষকৃত্য হওয়ার পরও তার দেহ মর্যাদা পাবে না। এ কেমন সমাজে আছি আমরা? আত্মসচেতনা না হলে কি সব কিছুর জন্যই আইন পাশ করা সম্ভব? তবুও বলব এইসব নোংরামোর জন্য কঠোর শাস্তি হোক।

 2 years ago 

হ্যা দিদি সেটাই , আমরা এমন সমজে বাস করছি যেখানে মানুষ গুলো কেবল নিজের আর্থ স্বাদ বোঝে ৷ নিজের স্নার্থে এরা সবই করতে পারে ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুবই খারাপ লাগলো পড়ে। মানুষ আর মানুষ নেই আসলে।ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যা আপু আসলেই মানুষ আর মানুষ অনেই ৷ অমানুষ পরিণত হচ্ছে সবাই নিজের স্বার্থের জন্য ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যিই ভাইয়া খুব সেনসেটিভ একটি পোস্ট করেছেন। দিন দিন আমাদের সমাজের মানুষগুলো কেমন যেন মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছে। আমাদের টাকার দরকার আছে, তাই বলে মানুষের কঙ্কাল চুরি করতে পারে। তাছাড়া নিজেদের মৃত্যুকে স্বরণ করলে এটা কিভাবে সম্ভব। এদের সাথে আবার মহিলা ও জড়িত আছে। প্রশাসনের উচিৎ এদেরকে উপযুক্ত বিচারের আওতায় এনে সঠিক বিচার করা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আসলে মানুষ সব পারে। মানুষ যেমন ভালো কাজে পারদর্শী তেমনি তাল মিলিয়ে খারাপ কাজ করে চলেছে। আমি এধরনের চোরের খবর আগেও শুনেছি, এদের আসলে ভয়ানক সাহস আছে বলতে হয়, রাতের অন্ধকারে কঙ্কাল চুরি করে পালাচ্ছে। যাক পুরো বিষয়টি নিয়ে আবার লিখলে পড়বো।

 2 years ago 

হ্যা ঠিক বলেছেন ৷ মানুষ সব কাজেই পারদর্শী ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67684.16
ETH 2412.87
USDT 1.00
SBD 2.33