নীলসাগর ভ্রমণ / পর্ব ০৪
নীলসাগর ভ্রমণের শেষ পর্ব
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার নীলসাগর ভ্রমণের শেষ (৪র্থ) পর্ব শেয়ার করবো ৷ গত পর্বে আমি আপনাদের মাঝে নীলসাগর ইকো পার্কের বেশ কিছু ফটোগ্রাফি এবং অনুভূতি শেয়ার করেছি ৷ এই পর্বে আমি আপনাদের মাঝে নীলসাগর দীঘির আরো কিছু ফটোগ্রাফি অনুভূতি এবং ছোট্ট একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আজ থেকে মাস কয়েক আগে একদিন ঘুরে এসেছিলাম এই নীলসাগর দিঘি ৷ সেদিন দিঘির চারপাশে অনেকটা সময় কাটিয়েছি ৷ অনেক স্মৃতিও জমিয়েছি মুঠোফোনে ৷ মাঝে মাঝে ফোনের গ্যালারি চেক করতে এসব দৃশ্য চোখে পড়ে ৷ কিছুটা সময় থেমে এসব পুরনো ছবি দেখি ৷ ভীষণ ভালো লাগে ছবি গুলো দেখে ৷ আর মনে পড়ে যায় সেসব দিনের কথা ৷ সেদিন হঠাৎ করেই ঘুরতে বের হয়েছি সকাল সকাল আমি আর আমার ফ্রেন্ড ৷ এরপর চলে এসেছি এই নীলসাগর দিঘিতে ৷ আমাদের ওখান থেকে ২৫ কিলোমিটার দূরের রাস্তা হবে ৷ এরপর এখানে এসে দারুণ কিছুটা সময় অতিবাহিত করি ৷ বেশ কিছু ফটোগ্রাফিও করি ৷ সময়টা যাচ্ছে বেশ ভালোই , এরপর বেলা শেষে পরে যাই এক পুলিশ ঝামেলায় ৷ কোনোমতে সেদিন বেঁচে ফিরে সেই ঝামেলার মুখ থেকে ৷ এই ফটোগ্রাফি গুলো দেখলে সে সব মুহূর্তে কথা মনে পড়ে যায় ৷ ভালোলাগার মুহূর্ত গুলো ভালোলাগা দেয় , আর ঝামেলার কথা মনে হলে অনুভূতিটা কেমন জানি একটু পাল্টে যায় ৷
নীলসাগর একটি ঐতিহাসিক দীঘি ৷ এটা আমাদের পাশের জেলা নীলফামারী গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত ৷ খুবই সুন্দর এবং নিরিবিলি এই জায়গায় টি ৷ আগেও দু-এক বার গেছিলাম সেখানে ৷ শেষবার যখন যাই তখনকার অনুভূতিটাই আজ শেয়ার করছি ৷ মাস দুই এক আগে হবে , তখন দেশে উপজেলা ভোট চলছে ৷ আমাদের জেলায় ভোট হয়ে গেছে ৷ পাশের জেলা নীলফামারীতে সেদিন ভোট চলছে ৷ বিষয়টা আমাদের জানা ছিলো , কিন্তু মনে ছিলো না ৷ আমরা যখন নীলসাগর দীঘির খুব কাছাকাছি আসি , তখন মনে পড়ে সেসব কথা ৷ ভাবলাম খুব কাছেই ষখন এসে পড়েছি তখন আর ঘুরে না যাই ৷ যা হবার হবে, নীলসাগর ঘুরে দেখেই যাবো ৷
এরপর আমরা নীলসাগর দীঘিতে এসে বিন্দাস মনে ঘোরাঘুরি করি ৷ সময়টা নিজের মতো উপভোগ করি ৷ সকাল থেকে দুপুর উব্দি বেশ ভালোই গেলো নীলসাগর দিঘির পাড়ে বসে ঘুরে সময় কাটিয়ে ৷ আমি অন্তত দারুণ উপভোগ করেছি সময়টা ৷ নীলসাগর দিঘির চারপাশে সবুজ গাছগাছালিতে ভরা ৷ নানার রকমের ফুল দিঘির পাড়ে ৷ নীলসাগর ইকো পার্ক , মন্দির মসজিদ সব কিছুই ঘুরে দেখি আর সেসবের মাঝে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি ৷ এসবের মাঝে ভুলেই গেছি আসার সময় ভোট কেন্দ্র দেখে ভোটের দিন আজ এ কথা ৷
নীলসাগর দীঘির পানি খুবই সুন্দর এবং সচ্ছল ৷ সেসময় একটু গরম গরম আবহাওয়া ছিলো ৷ দুপুরের কড়া রোদ দেখে মন বারবার সায় দিচ্ছে দিঘিতে স্নান করতে ৷ কিন্তু বাড়তি কাপড় সাথে ছিলোনা বলে আর মনের ডাকে সায় দেওয়া হয়না ৷ গাছের ছায়ার নিচে বসে প্রকৃতির সৌন্দর্য্যই কেবল উপভোগ করে যাচ্ছি ৷ আর তার ফাঁকে কিছু ফটোগ্রাফি করে যাচ্ছি ইচ্ছে মতো ৷ তখন হঠাৎ খেয়াল করি কিছু পুলিশের গাড়ি নীলসাগরে প্রবেশ করেছে ৷ প্রথমে সেটা স্বাভাবিক ভাবে নিলেও পরে দেখি পুলিশ গুলো সব বাইকে চাবি নিয়ে যাচ্ছে ৷ ভোটের দিন বাইক বা অন্যান্য যানবাহন চলাচল নিষেদ করেছিলো ৷ মানুষজনও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বাধা ছিলো ৷ এরপর তো আমাদের আটক করে বাইকের চাবি নিতে ধরেছে ৷ তারপর বল কয়ে ছেড়ে ছিলো ৷ বেশ কিছু মানুষের চাবি নিয়ে গেছে ৷ আমাদের এখান থেকে তারাতারি চলে যেতে বললো ৷
নীলসাগর দিঘির মাঝে এই ফুল গুলো বেশ চমৎকার ভাবে ফুটে আছে ৷ আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে ৷ দিঘির পাড়ে নেমে আমি এই ফুলের বেশ কিছু ফটোগ্রাফি করি ৷ আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলের সৌন্দর্য ৷ তারপর সেদিন আরো কিছুটা সময় কাটিয়ে আমার বাড়ি চলে আসি ৷ আমাদের ছিলো না হেলমেট না ছিলো বাইকের কাগজ ৷ পুলিশ ঝামেলায় পড়লে বেশ ঝামেলা পোহাতে হতো ৷
নীলসাগর দিঘির এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ খুবই সুন্দর এবং নিরিবিলি একটা জায়গায় ৷ বিশেষ করে শীতকালীন সময় এখানে ঘোরাঘুরি করার মজাই আলাদা ৷ এ সময় প্রকৃতি যেমন সুন্দর থাকে তেমন অনেক অতিথি পাখির দেখাও পাওয়া যায় ৷ যাই হোক , আমি এই নীলসাগরে সব মিলিয়ে দারুণ কিছু টা সময় কাটিয়েছি ৷ এই চমৎকার মুহূর্ত গুলো মনে থেকে যাবে আমার ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো এবং নীলসাগর ভ্রমণের অনুভূতি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 07 Dec 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
X-Promote
আপনার ভ্রমণ করার মুহূর্ত দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি তো দেখছি নীল সাগর দিঘির পাড়ে গিয়ে অনেক ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আর সুন্দর মুহূর্তগুলো একে একে আমাদের মাঝে শেয়ার করছেন দেখে ভালো লাগলো। বেশ কিছু সুন্দর ফটোগ্রাফিও দেখলাম। অনেক বেশি চমৎকার লেগেছে এই পোস্ট।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
নীল সাগর দিঘী পাড়ে গিয়ে দারুন সময় কাটিয়েছেন। একান্ত নিরিবিলি পরিবেশ এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে সবাই পছন্দ করবে। অনেক বড় দেখছি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবুজ শ্যামল পাড়ের দৃশ্য খুব সুন্দর ভাবে আমাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন ভালো লাগলো।
ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য ৷
নীলসাগর পর্যটন কেন্দ্র তো ভীষণ মনোরম একটি ঘোরবার জায়গা বলে মনে হলো। এখানে দিঘির সৌন্দর্য এবং কাজগাছালি পরিবেশ ভিডিওর মাধ্যমেই দেখে খুব ভালো লাগলো। নীলফামারী জেলার কথা বহু শুনেছি। আজ নীল সাগর দিঘী এবং তার পারিপার্শ্বিক পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি ভীষণ সুন্দর করে ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। সঙ্গের ছবিগুলোও অতুলনীয় লাগলো
অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
নীলসাগর দিঘিতে এত সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে ভালো লাগলো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। জায়গাটার বেশ কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন, যা দেখে আমি মুগ্ধ হলাম। এরকম সুন্দর জায়গা গুলোতে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমার কাছে আপনার কাটানো মুহূর্তটা যেমন ভালো লেগেছে, ঠিক তেমনি ভাবে ফটোগ্রাফি গুলো ও অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷