কাশফুলের ভিডিওগ্রাফি
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে কাশফুলের কিছু ফটোগ্রাফি এবং একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে ৷ তাই ভালো লাগা থেকেই মাঝেমাঝে কিছু দৃশ্যে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি ৷ গত দুদিন আগে আমি কাশফুলের কিছু ফটোগ্রাফি এবং কিছু শর্ট ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম ৷ যেগুলো আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার সামান্য কিছু অনুভূতি শেয়ার করবো ৷ দুদিন আগে আমি নদীর পাড়ে ঘুরতে গিয়ে এসব দৃশ্যে ক্যামেরা বন্দি করেছি ৷ আমাদের এদিকে ছোট্ট একটা আছে ৷ নদীর পাড়ে বিভিন্ন জায়গায় কাশফুলের ছোট্ট ছোট ঝোপ আছে ৷ যে গুলো এখন কাশফুলে ভরে আছে , আর দেখতে অপরূপ সুন্দর লাগছে ৷ সেদিন শেষ বিকেল নদীর পাড়ে ঘুরতে গিয়ে আমি প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করি এবং দারুণ কিছুটা মুহূর্ত কাটাই ৷ পাশপাশি মুঠোফোনে প্রকৃতির কিছু দৃশ্যে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি ৷ আসলে প্রকৃতি সব সময় সুন্দর ৷ প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতি কাছাকাছি যেতে হয় , প্রকৃতিকে ভালোবাসতে হয় ৷ আমি তেমন একটা ঘোরাঘুরি করিনা ৷ হয়তো সময় সুযোগ ঠিকই আছে , তবে তার মাঝেও কি যেনো নেই ৷ যাই হোক , সেদিন বিকাল বেলা বাড়ি পাশেই নদীর পাড়ে প্রকৃতি আর কাশফুলের মাঝে সময় কাটিয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো ৷ ভালোলাগা এই মুহূর্ত গুলো ধরে রাখতে কিছু দৃশ্যে ক্যামেরা বন্দি করে রেখেছি ৷ আশা করি এই দৃশ্যে গুলো দেখে আপনাদেরও সবার ভালো লাগবে ৷
শরতের কাশফুল দেখতে আসলেই অসম্ভব সুন্দর ৷ নদীর পাড়ে কিংবা মাঠে সাদা রঙের এই কাশফুল গুলো প্রকৃতির অন্যরকম এক সৌন্দর্য ৷ এই সৌন্দর্য মুগ্ধ করে দেয় আমাদের ৷ বিশেষ করে শেষ বিকেলের দিকে আকাশ যখন লালচে থাকে তখন কাশফুলের সাথে প্রকৃতির নিরবতা আরো বেশি ভালো লাগে ৷ আমি শেষ বিকেলের দিকে কাশফুলের সাথে লালচে আকাশের কিছু ফটোগ্রাফি এবং কিছু শর্ট ভিডিও ক্যাপচার করেছি ৷ যেগুলো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আঁকারে শেয়ার করলাম , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি কাশ ফুলের অপরুপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ redmi note10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 30 Sep 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
কাশফুলের ভিডিওগ্রাফি থেকে শুরু করে ফটোগুলোও অনবদ্য হয়েছে। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই কাশফুল প্রত্যক্ষ করার জন্য। মাঠে-ঘাটে নদীর ধারে তার নিজস্ব শোভা ছড়িয়ে ফুটে থাকে কাশ। কাশফুল ফোটা মানেই শরতের আগমন। আপনার ফটোগ্রাফিগুলো খুব ভালো লাগলো। এই ছবিগুলির মধ্যে দিয়ে এক অদ্ভুত সৃজনশীল মনের পরিচয় পেলাম।
অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
শরৎকাল যেন কাশফুলের মাস। চারোপাশে শুধু কাশফুল আর কাশফুল।আজকে আপনি খুবই সুন্দর ভাবে কাশফুলের ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া।বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার সময় ভিডিও করেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে।এত সুন্দর ভাবে কাশফুলের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। শেষ বিকালে নদীর ধারে ঘুরতে গিয়ে চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। আপনার ভিডিওগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ধন্যবাদ দাদা , আপনার মন্তব্য আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে ৷
প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে মনটা ভরে যায় ভাই। আপনি দারুণ ভাবে কাশফুলের ভিডিওগ্রাফি করছেন।সব থেকে বেশি ভালো লেগেছে যে,সূর্যাস্তের সাথে কাশফুলের ভিডিওগ্রাফি করছেন।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ৷
কাঁশফুল শুধু শরৎকালেই দেখা যায়। সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাওয়ার অপেক্ষায়। অসাধারণ আভা ছড়িয়ে যাচ্ছে। এমন পরিবেশে কাঁশফুলের ভিডিওগ্রাফি টা দারুণ করেছেন ভাই। খুবই চমৎকার লাগছে ভিডিওগ্রাফি টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷
বাহ আপনি তো দেখতেছি খুব চমৎকার কাশফুলের ভিডিওগ্রাফি করেছেন। আসলে বিকেল বেলা নদীর ধারে বা কোথাও ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। আর ওই সময় আবহাওয়া বেশ চমৎকার থাকে। তবে আপনার মত আমিও মাঝেমধ্যে কোথাও ঘুরতে গেলে ভালো কিছু দেখলে ক্যামেরা বন্দি করে রাখি। কাশফুলের চমৎকার সৌন্দর্য ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷