কালাই-নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2023-03-12-17-58-02-69.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



প্রিয় বন্ধুরা আমার
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের মাঝে মুশফিক আর ফারহানের কালাই নাটকটি রিভিউ করবো ৷ কালাই নাটকটি অনেক আগেই প্রকাশ পেয়েছে ৷ তবে আমার দেখা হয়নি ৷ আজ বিকাল বেলা কালাই নাটকটি দেখলাম ৷ কালাই নাটকের গল্পটা বেশ ভালোই ৷ যদিও সময় সল্পতার জন্য তেমন নাটক দেখা হয় না বর্তমান সময়ে ৷ তবে একটা সময় প্রচুর নাটক কিংবা মুভি দেখতাম ৷ এখনো মাঝে মাঝে সময় পেলে নাটক দেখার চেষ্টা করি ৷ যাই হোক ,আজ কালাই নাটকটি দেখলাম , বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম আজ এটা নিয়েই কিছু লিখি , চলুন তাহলে শুরু করি নাটকের মূল গল্প ৷



নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামকালাই
পরিচালকমামবুর রহমান
অভিনয়েমুশফিক আর ফারহান , পারশা ইভানা ৷
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৪১ মিনিট


কাহিনী সংক্ষেপে

Screenshot_2023-03-12-22-10-18-74.jpg

Screenshot_2023-03-12-22-11-13-27.jpg

গল্পটা শুরু হয় একটি সকাল দিয়ে ৷ সোহির ও তার ছোট ভাই ঘুমিয়ে আছে ৷ কালাইর ডাকে ঘুম ভেঙে যায় তাদের ৷ সোহির ঘুম থেকে তার ছোট ভাইকে কোলে করে বাইরে নিয়ে আসে এবং স্নান করিয়ে দেয় ৷ এরপর দুভাই মিলে কালাইকে কাঠাল পাতা খাওয়ায় আর দুভাই মিলে গল্প করে৷ কালাই তাদের পোষা ছাগলের নাম ৷ মূলত সোহির , তার ছোট ভাই আর পোষা ছাগল কালাই নিয়েই তাদের ছোট্ট পরিবার ৷

Screenshot_2023-03-12-22-11-38-63.jpg

সোহির আর তার ছোট ভাই কালাইকে খুব ভালোবাসেন এবং যত্ন করেন ৷ কালাই কে নিময় করে খাওয়ান এবং নিময় করে স্নান করিয়ে দেয় সোহির ৷ কালাই কে নিয়ে নদীতে স্নান করতেছে সোহির , এমন সময় সোনালী সেখানে আসেন ৷ সোহির এর কাণ্ডকীর্তি দেখে সোনালী রেগে যায় ৷ সোনালি সোহির কে বলে ছাগলের সাথে কিসের এতো প্রেম ৷ ছাগলের সাথে সেও একটা ছাগল হয়েছে ৷ এই বলে টিফিনে আনা খাবার গুলো তাকে দিয়ে চলে যায় ৷

Screenshot_2023-03-12-22-12-05-73.jpg

Screenshot_2023-03-12-22-12-20-08.jpg

রাতে তারা তিন জন মিলে এক সাথে ঘুমায় ৷ তিন জন বলতে , তারা দু ভাই আর তাদের মায়া কালাই একসাথে ঘুমায় ৷ সোহির কালাই সাথে খুব ভাব ৷ তারা রাত জেগে আবার গল্পও করে ৷ এদিকে সোহির আর সোনালির মাঝেও বেশ ভাব আছে ৷ তারা একসময় দুজন দুজনের প্রেমে পড়ে যায় ৷ একদিন সোহির আর সোনালিকে একসাথে দেখে ফেলেন সোনালীর বাবা ৷ ঝন্টু হচ্ছে গ্রামের মেম্বার অন্যদিকে সোনালীর বাবা ৷ মেয়ের এমন কাণ্ডকীর্তি দেখে সোনালিকে এসব ব্যাপারে জিগ্গাসা করে ৷ সোনালিও সহজ কথায় উত্তর দেয় , যে সে সোহিরকে ভালোবাসে ৷ ঝন্টু মেয়েকে সান্তনা দিয়ে ছেলেকে সোহির এর পিছনে লাগিয়ে দেয় ৷

Screenshot_2023-03-12-22-15-40-36.jpg

Screenshot_2023-03-12-22-13-29-95.jpg

এরপর ঝন্টু মেম্বারের ছেলে এসে সোহির কে পিঠিয়ে যায় এবং তার বোনের সাথে মিশতে বারণ করে ৷ এরপরও যদি তার বোনের সাথে মিশতে দেখে সোহির কে তাহলে তার ছোট ভাই আর কালাই ক্ষতি করবে জানায় ৷ এরপর সোনালী রাতে সোহির এর কাছে আসে পালানোর জন্য ৷ কিন্তু সোহির কিছু করতে পারেনা ৷ তার ছোট ভাই এবং কালাই কথা চিন্তা করে ৷ সোনালিকে নিয়ে যায় তার ভাই এসে ৷ সোহিন সব মেনে নিয়ে চুপ থাকে ৷ কারণ তার করার কিছুই থাকে না বা সামর্থ্য নেই ৷

Screenshot_2023-03-12-22-12-56-97.jpg

Screenshot_2023-03-12-22-13-08-57.jpg

এর পরই আবার সোহির এর ছোট ভাই অসুস্থ হয়ে পড়ে ৷ আগে থেকেই সে চলতে পারতো না ৷ পায়ের সমস্যা ছিলে তার ৷ এখন তাকে অপারেশন করাতে হবে ৷ এজন্য কিছু টাকার প্রয়োজন ৷ সোহির সবার কাছে টাকা চেয়েও পায় না ৷ এরপর কিছু উপায় না পেয়ে ছোট ভাই চিকিৎসার জন্য কালাইকে বিক্রি করে দেয় মেম্বারের কাছে ৷ কালাই টাকা দিয়ে ছোট ভাইর চিকিৎসা করেন সোহির ৷ ছোট ভাই সুস্থ হয়ে এসে কালাইকে খুজতে থাকে ৷ সোহির ছোট ভাইকে বলতেও পারছেন আবার না বলেও থাকতেও পারছে না ৷ এক সময় তার ছোট ভাইকে বলে দেয় কালাই কে বিক্রি করে দিয়েছে চিকিৎসার টাকার জন্য ৷ তার ছোট ভাই শেষ বারের মতো কালাইকে দেখতে চায় ৷

Screenshot_2023-03-12-22-14-23-21.jpg

Screenshot_2023-03-12-22-14-38-33.jpg

ভাইয়ের ইচ্ছে এবং নিজের মায়া ত্যাগ করতে না পেরে মেম্বারের কাছে চলে যায় ৷ শেষ বারের মতো কালাই কে দেখার জন্য ৷ মেম্বার কালাই কে কিনেছে কুরবানী দেওয়ার জন্য ৷ সোহির মেম্বারের কাছে অনুরোধ করে কালাই কে কিছু সময়ের জন্য পাওয়ার জন্য ৷ শেষমেষ মেম্বারও কিছু বলতে পারে না ৷ তার আকুতি কাছে দিয়ে দেয় কালাইকে ৷ এখানেই গল্পটা শেষ হয় ৷

Screenshot_2023-03-12-22-14-50-16.jpg

আমার মতামত


কালাই নাটকের গল্পে বেশ কিছু বিষয় ফুটিয়ে উঠেছে ৷ প্রথমত মায়া এমন একটি জিনিস যা মানুষকে খুব বেশ কষ্ট দেয় ৷ আর এই মায়া মানুষের সাথে পশুপাখির ও হতে পারে ৷ ছোট থেকে কালাই (ছাগল) কে বড় করেছে সোহির ৷ তার প্রতি এতো মায়া ভালোবাসা জমিয়েছে যে নিজের বিপদে সময়ও তাকে হারাতে চাচ্ছে না ৷ আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে , বিপদে সময় কেউ পাশে থাকতে চায় না ৷ হোক বন্ধু কিংবা পরিচিত কেউ ৷ এরপর নিজের অবস্থা শুধু ক্ষমতা আর টাকা দিয়েই উপরে তোলা সম্ভব ৷ টাকা থাকলে সবাই সন্মান করে ৷ আর ভালোবাসও মেনে নেয় ৷ যাই হোক গল্পটা দারুণ ছিলো ৷ অভিনয় ও অসাধারণ ৷ সব মিলিয়েই বেশ ভালোই লেগেছে আমার ৷



রেটিং


পরিচালনা০৮
কাহিনী০৮
অভিনয়০৮



ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

তো বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ..

শুভ রাত্রি.. 🥰🥀
E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম নাটকের রিভিউ পোস্ট গুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লাগে। যদিও এ নাটকটি আমার এখনো দেখা হয়নি তাই আপনার রিভিউ পোষ্টের মাধ্যমে দেখে ভালো লেগেছে একটু বেশি। অসম্ভব সুন্দরভাবে সম্পূর্ণ নাটক তুলে ধরেছেন। সম্পূর্ণ নাটকের রিভিউ বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ৷ নাটকের রিভিউ পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আমার কাছে বাংলা নাটক দেখতে অনেক ভালো লাগে। আপনার এই রিভিউ পড়ে বুঝতে পারলাম এর কাহিনি খুব সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ভাইয়া বাংলাদেশের নাটক আমার কাছে সবসময় অনেক ভাল লাগে। মুশফিক আর ফারহান ধারুন অভিনয় করে।কালাই নাটকে তার অভিনয় ছিল ধারুন। মায়া এমন একটি জিনিষ যা কখনো ভুলা যায় না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই মুশফিক আর ফারহান অসাধারণ অভিনয় করে ৷ কালাই নাটকেও চমৎকার অভিনয় ছিলো তার ৷ ধন্যবাদ আপনাকে নাটকটির রিভিউ পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64