বাংলা নাটক রিভিউঃ একবার বলো ভালোবাসি || ১০% লাঁজুক খ্যাকের জন্য ..

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2022-09-07-19-25-31-77.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২ ইং
বাংলা ২১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ



প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ৷ আজ বুধবার ২১ ভাদ্র ৷ তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রিয় অভিনেতা আফরান নিশো ভাইয়ের একটি নতুন নাটক ৷ আফরান নিশো ভাইয়ের কম বেশি সব নাটক-ই আমি দেখি ৷ কারণ আফরান নিশো ভাইয়ের নাটক গুলো আমার অনেক ভালো লাগে , আমার প্রিয় একজন অভিনেতা তিনি ৷ তার-ই একটি নাটক নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো ৷ আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়বেন এবং আপনাদের ভালো লাগবে ৷ আজ বিকাল বেলা ইউটিউবে দেখলাম আফরান নিশো ভাইয়ের একটি নতুন নাটক এসেছে ৷ বিকাল বেলা ফ্রি সময়টা আয়ফরান নিশো ভাইয়ের নতুন নাটকটি দেখেই সময় পার করলাম ৷এখন বসেছি আপনাদের সাথে আফরান নিশো ভাইয়ের নতুন নাটকের গল্পটা শেয়ার করতে ৷ চলুন তাহলে শুরু করি আমার দেখা আফরান নিশো এবং তানজিন তিশা আপুর একবার বলো ভালোবাসি নাটকটি ৷


💢 একবার বলো ভালোবাসি 💢


Screenshot_2022-09-07-19-31-20-19.jpg

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামএকবার বলো ভালোবাসি
পরিচালকসাজ্জাদ সুমন
অভিনয়েআফরান নিশো , তানজিন তিশা , ড. ইনামুল হক ,আনোয়ার হোসাইন ও সিয়াম নাসির ৷
রিলিজড০৫ সেপ্টেম্বর ২০২২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৫৯ মিনিট

নাটকের লিংক ইউটিউব



কাহিনী সংক্ষেপে


Screenshot_2022-09-07-19-32-56-42.jpg

Screenshot_2022-09-07-19-33-34-64.jpg

Screenshot_2022-09-07-19-36-13-60.jpg



নাটকের শুরুতে দেখানো হয় গল্পের নাইকা তানজিন তিশা আপু আয়নার সামনে নিজেকে দেখতেছে ৷ এরপর একজন বয়স্ক গল্পের নাইকা তানজিন তিশা আপুকে লাল গোলাপ দিয়ে জন্ম দিনের শুভেচ্ছা জানালেন ৷ বয়স্ক মানুষটি ছিলো নাইকার দাদু ৷ এরপর নাইকা ঘরের বাইরে আসলে তার মা তাকে জন্ম দিনের শুভেচ্ছা জানায় এরপর নাইকার ছোট বোন এসে একটি লাল গোলাম দিয়ে তাকে জন্ম দিনের শুভেচ্ছা জানায় ৷ মূলত আজকের দিনটা ছিলো নাইকার জন্ম দিন ৷এজন্য সবাই একে একে নাইকাকে জন্মদিনে শুভেচ্ছা জানায় ৷ এরপর নাইকা বের হয় ভার্সিটি যাওয়ার উদ্দেশে ৷ মাঝ রাস্তায় আমাদের গল্পের নায়ক এসে নাইকাকে জন্ম দিনের শুভেচ্ছা জানাতে ৷ গল্পের নায়ক আফরান নিশো ভাইয়ের সাথে আরো দুজন ছিলো ৷ আফরান নিশো ভাই তানজিন তিশা আপুকে লাল গোলাপ দিয়ে জন্ম দিনের শুভেচ্ছা জানায় ৷ জন্ম দিনের শুভেচ্ছা জানানোর সময় অনেক মজার একটি পর্ব চলে ৷

Screenshot_2022-09-07-20-00-58-01.jpg

Screenshot_2022-09-07-19-59-16-81.jpg

Screenshot_2022-09-07-20-09-17-82.jpg


এরপরের দৃশ্যে দেখানো হয় নাইকা বাড়িতে আসে এবং একটি ছেলেকে ফোন দেয় ৷ ছেলটির নাম আবির কিন্তু তার চেহারা দেখানো হয়নি ৷ সেই ছেলেটাও নাইকাকে জন্ম দিনের শুভেচ্ছা জানায় এবং হালকা কিছু ফোনআলাপ হয় ৷ এরপর নাইকার বোন আসে এবং দেখে ঘরে আরো দুইটা ফুল বেশি আছে ৷ তার বোন জানতে চায় বাকি দুইটি ফুল কে দিয়েছে ৷ এরপর নাইকা বলে যে হাসান দিয়েছে ৷ আফরান নিশো ভাইয়ের নাম গল্পে হাসান ৷ এরপর গল্পের নাইকাকে তার মা ডাকে এবং বলে তার বিয়ে ঠিক করার কথা ৷ গল্পের নাইকা তানজিন তিশা বলে যে সে এখন বিয়ে করবে না ৷ অন্য দিকে হাসান ফোন দিয়ে নাইকার সাথে কিছু কথা বলে ৷ নাইকা বলেন যেনো তাকে ফোন কিংবা কেনো ভাবে বিরক্ত না করে ৷ এরপর আবার হাসান ফোন দিয়ে কিছু কথা বলে ৷ এপাশে নাইকার দাদু এসে নাইকার কাছে জানতে চায় কে ফোন দিয়েছে ৷ নাইকা বলে তাকে হাসান বিরক্ত করছে ৷ দাদু তাকে হাসানকে ফোন দিতে বলে ৷ নাইকা হাসানকে ফোন দেয় এবং দাদু তাকে বকা দেয় ৷ এখানেও অনেক মজার একটি দৃশ্যে ছিলো ৷

Screenshot_2022-09-07-20-23-27-06.jpg

Screenshot_2022-09-07-20-27-09-69.jpg


পরের দিন আবার হাসান গল্পের নায়ক নাইকার বাড়ির সামনে লাল গোলাপ ফুল নিয়ে দারায় ৷ নাইকা আসলে নাকয় তাকে ুল দিতে চাই কিন্তু নাইকা নেয় না ৷ এখানেও অনেক কথা হয় যেগুলো সত্যিই অনেক হাসির ৷ কথা গুলো পুরান ঢাকার হওয়া আরো বেশি মজা লাগে ৷ একসময় নাইকা বাড়ি চলে যায় এবং নায়ক নাইকার দাদু হাতে পিটুনি খায় ৷

Screenshot_2022-09-07-20-36-46-03.jpg

Screenshot_2022-09-07-20-39-35-22.jpg

Screenshot_2022-09-07-20-42-27-64.jpg


গল্পের নাইকার ফোন আলাপ ছেলেটির সাথে দেখা করার কথা ছিলো ৷ কিন্তু সেই অচিন আবির ছেলেটা নাইকার সাথো দেখা করতে আসেনি এতে নাইকার মন খারাপ হয়ে যায় ৷ এরপর নাইকার বাড়ি থেকেও বিয়ের কথা হয় ৷ একসময় নাইকার বিয়েও ঠিক হয়ে যায় ৷ বিয়ের দিন হাসান নাইকার কাছে আসে ৷ হাসান জানাস সে তাকে বিয়ে করবে ৷ নাইকা ভালোবেসেছিলো আবিরকে যাকে সে দেখেনি ৷ বিয়ের দিন হাসানের সামনে আবিরকে ফোন দেয় ৷ তখন দেখা যায় হাসানের কাছেই ফোন আসে ৷ তখন নাইকা কিছুটা অবাক হয় ৷ তখন নাইকা জানতে পারে আফরান নিশোর সাথে তার বিয়ে ঠিক হয়েছে ৷ হাসান ও আবির অন্য দুই রূপ ছিলো কেবল মানুষ একটিই ৷ এখানে তানজিন আপু অবাক হয় অনেকটা ৷ এসব বিষয় তার দাদু এবং বোন জানতো কিন্তু গল্পের নাইকা জানতোনা ৷এরপর গল্পের নাইকা এবং নায়কের মিল এবং এবং এখানেই গল্পের শেষ হয় ৷

Screenshot_2022-09-07-20-43-58-33.jpg

Screenshot_2022-09-07-20-44-54-98.jpg

আমার মতামত



আফরান নিশো ও তানজিন তিশা আপুর একবার বলো ভালোবাসি নাটকটি আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছে ৷ গল্পের সাথে অভিনয়ও দারুণ ছিলো ৷ আফরান নিশো ও তানজিন তিশা দুইজনের অভিনয় অনেক সুন্দর ছিলো , অভিনয়ে কোনো কিছুর কমতি ছিলো না ৷ গল্পের মাঝে অনেক মজার মজার কিছু দৃশ্যে ছিলো যেগুলি আমার অনেক ভালো লেগেছে ৷ এবং গল্পের কথাগুলো পুরান ঢাকার হওয়ার জন্য আরো বেশি মজা লেগেছে আমার নাটকটি ৷ আশা করি নাটকটি দেখলে আপনার ও অনেক ভালো লাগবে ৷


রেটিং


পরিচালনা০৮
কাহিনী০৯
অভিনয়০৮


ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ..

আপনার মন্তব্য করতে ভুলবেন না

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

বাহ বেশ মজার ছিল এই নাটকটি আপনার রিভিউ পড়ে যা বোঝা যাচ্ছে, পরিচালকের সাথে আমার নামের বেশ মিল রয়েছে 😁, এছাড়াও আফরান নিশো , তানজিন তিশা নাটক গুলো আমার বেশ ভালো লাগে ।

 2 years ago 

হ্যা ভাই আপনার নামের সাথে এই নাটকের পরিচালকের নামের বেশ মিল রয়েছে ৷ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

এই নাটকটি আমি কিছু দিন আগে দেখছি। এবং আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে।এতো সুন্দর একটা নাটক আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু ৷ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাল লাগলো পড়ে। পুরোনো ঢাকার, তবে তো হাসির হবে। দেখি, দেখব আমি। অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

 2 years ago 

হ্যা আপু নাটকটি দেখবেন আশা করি ভালো লাগবে ৷ আপনিও ভালো থাকবেন ৷ ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40