ট্রন জমানোর ১১ তম সপ্তাহ

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-11-12_00-24-43-443.jpg


আজ ২০ ফেব্রুয়ারী ২০২৩ ইং


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আপনাদের মাঝে আমি ছোট একটি অ্যামাউন্টের ট্রন জমানোর পোষ্ট শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে স্টিম প্ল্যাটফর্মে কাজ শুরু করার পর থেকেই প্রতিনিয়ত অনেক কিছু জানতে পারছি এবং নতুন কিছু শিখতে পারছি ৷ যা সত্যিই আমার অনেক ভালো লাগছে ৷ কিছু দিন আগে দাদার একটি ব্লগে ক্রিপ্টো টোকেন ট্রন নিয়ে বেশ কিছু কথা লিখেছেন তিনি ৷ যা থেকে আমি ট্রন সম্পর্কে বেশ কিছু ধারনা পেয়েছি ৷ দাদার ব্লগটি ছিলো এমন কিভাবে ট্রন স্টেকিং করবেন ? (How to stake tron to earn rewards) ৷ এই পোস্টটি দেখে অনুপ্রাণিত হয়ে আমিও ট্রন স্টেকিং করার সিদ্ধান্ত নিয়েছে ৷

এরপরেই চেষ্টা করেছি ট্রন সম্পর্কে কিছু জানার ৷ অবশেষে আমি ট্রন সম্পর্কে বেশ কিছু ধারণা অর্জন করি এবং ট্রন জমানো শুরু করি ৷ আমি ঠিক করেছি প্রতি সপ্তাহে কিছু হলেও ট্রন জমাবো আমার ট্রন ওয়ালেটে ৷ আজ আমি ১১ তম বারবারে ২০ ট্রন জমাবো এবং ট্রন জমানোর পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়ার চেষ্টা করাবোঃ

চলুন তাহলে দেখে আসি আমার পঞ্চম সপ্তাহের ট্রন জমানোর স্টেপ গুলোঃ



ট্রন ডিপোজিট করার আগেই আমার ওয়ালেটের স্ক্রিনশট।

Screenshot_2023-02-20-20-51-39-99_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg


প্রথম স্টেপ:- প্রথমে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট এড্রেস কপি করে নিলাম।

Screenshot_2022-11-11-23-02-56-06_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg


দ্বিতীয় স্টেপ:- আমার স্টিমিট ওয়ালেট থেকে ২০ ট্রন ডিপোজিট এড্রেসে পাঠিয়ে দিলাম ৷

Screenshot_2023-02-20-20-54-04-08.jpg


ট্রন ডিপোজিট এর পরে আমার ওয়ালেটের স্ক্রিনশট।

Screenshot_2023-02-20-20-55-03-79_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg


১১ তম সপ্তাহে ২০ TRX জমাতে পেরে আমার অনেক ভালো লাগছে। প্রত্যেক সপ্তাহে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো আমি। আপনারাও ট্রন জমানোর চেষ্টা করতে পারেন ৷ ধন্যবাদ সবাইকে পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷ আজ এতটুকুই ছিলো ৷ আবার কথা হবে অন্য কোনো নতুন ব্লগে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷ শুভ রাত্রি.....



ধন্যবাদ সবাইকে

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এটা খুবই দারুণ একটা উদ্যোগ বলে আমি বিশ্বাস করি। যদিও এই জিনিসের দাম বর্তমান সময়ে অনেক কম কিন্তু আমার বিশ্বাস রয়েছে খুব তাড়াতাড়ি এটা খুবই ভালো একটা পর্যায়ে চলে যাবে। আপনার মত আমিও এটা জমাতে শুরু করে দিয়েছি।

 2 years ago 

দেখতে দেখতে অনেক গুলো ট্রন জমিয়ে ফেলেছিস ৷ শুভকামনা রইল বন্ধু ৷ এভাবেই একদিন একটা বড় এমাউন্টে পৌছে যাবি ৷

 2 years ago 

ওয়াও! আপনি তো ট্রন জামানোর ১১ ধাপ অতিক্রম করেছেন অনেক ভালো লেগেছে দেখে। আপনি ঠিক বলছেন এই কমিউনিটিতে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে আমারও। অনেক ভাবে এখান থেকে আর্ন করার সুযোগ আছে সবার। ট্রন জমানোর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে শেয়ার করেছেন বুঝতে পেরেছি প্রতিটি ধাপ।

 2 years ago 

আপনাকে ও দাদার মতো ট্র্ন জমাতে দেখে ভালো লাগলো।এটা ভবিষ্যতে অনেক কাজে আসবে আপনার।আপনাকে দেখে উৎসাহ পেলাম, শুভকামনা রইলো।