পাওয়ার আপ করার আগে আমার ওয়ারলেট
steem | 18.47 |
steem power | 508.31 |
steem dollars | 0.00 |
আমার স্টিম ওয়ারলেটে ১৮.৪৭ স্টিম আছে ৷ আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো ৷ এবং পাওয়ার আপ এ ধাপ গুলি আপনাদের সাথে শেয়ার করে নিবো ৷
স্টিম পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিম ব্যালেন্স এর উপর ক্লিক করতে হবে ৷ স্টিম ব্যালেন্স এর উপর ক্লিক করলে পাওয়ার আপ লেখা আসবে সেখানে ক্লিক করতে হবে ৷ নিচের ছবিতে দেখুন...
ধাপ তিন এ স্টিমের সংখ্যা বসাতে হবে ৷ আপনি যত স্টিম পাওয়ার আপ করতে চান তার সংখ্যা এখানে বসাতে হবে ৷ আমার ওয়ারলেটে ১৮.৪৭ স্টিম আছ ৷ আমি ১০.০০ স্টিম সংখ্যা বসিয়েছি কারণ আমি ১০.০০ স্টিম পাওয়ার আপ করবো..
ধাপ চার- এখানে সব ঠিক আছে কি নাহ তা দেখে নিতে হবে ৷ এবং সব ঠিক থাকলে ওকে করতে হবে ৷
ধাপ চার এ অ্যাক্টিভ কী পার্চওয়াড় দিতে হবে ৷ এবং ওকে করে দিতে হবে ৷ এক্ষেত্রে যদি ওয়ারলেট অ্যাক্টিভ কী দিয়ে লক-ইন থাকে তাহলে সেক্ষেত্রে আর পার্চওয়াড দিতে হবে না ৷
এখানে আমার পাওয়ার আপ করা সম্পূর্ণ হয়েছে ৷ পাওয়ার আপ করার পরে আমার ওয়ারলেটের ছবি..
পাওয়ার আপ করার পূর্বে এবং বর্তমানে এসপি |
পূর্বের এসপি | ৫০৮.৩১ |
পাওয়ার আপ | ১০.০০ |
বর্তমান এসপি | ৫১৮.৩১ |
ধন্যবাদ সবাইকে ৷ আজ একটুকুই ছিলো পাওয়ার আপ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷ কথা হবে আবার পরের ব্লগে ৷ আমার পাওয়ার আপ পোষ্টি সময় নিয়ে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷
VOTE @bangla.witness as witness
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতার জন্য হোক সেটা অল্প এমাউন্ট নিয়মিত করলে সেটাই একসময় বড় একটি রুপ নেবে আশা করি শুভ হোক আপনার আগামীর পথচলা পাওয়ার বৃদ্ধির মাধ্যমে।
অল্প অল্প করেই অনেক স্টিম পাওয়ার করতে ইচ্ছুক ৷ ধন্যবাদ আপনাকে
ভাইয়া আপনি ঠিক বলেছেন স্টিমিটে দীর্ঘমেয়াদি, কাজ করতে চাইলে নিজের অবস্থান শক্ত করতে চাইলে নিজেকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের সকলেরই উচিত পাওয়ার আপ করা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাওয়ার আপ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা আপু দীর্ঘ মেয়াদী কাজ করতে চাইলে পাওয়ার আপ গুরুত্বপূর্ণ ৷ ধন্যবাদ আপনাকে
অল্প পরিমাণের স্টিম হলেও পার বৃদ্ধি করার মাধ্যমে এগিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ এক সময় পাওয়ার বৃদ্ধি করতে করতে এর পরিমাণ অনেক বেড়ে যাবে। ধন্যবাদ ভাইয়া এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ আমি মনে করি পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে যেভাবে নিজে উপকৃত হওয়া যায়। তেমনি অন্যদেরকেও অনুপ্রাণিত করা যায় পাওয়ার বৃদ্ধি করার জন্য।
হ্যা আপু ধীরে ধীরে এই অল্প পাওয়ার অনেক পাওয়ার হয়ে যাবে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন, খুবই ভালো লাগলো। আসলে আমাদের সকলে বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করার প্রয়োজন। আপনার জন্য শুভকামনা রইলো, ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
ভাইয়া প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে আপনারা যারা প্রতি সপ্তাহে পাওয়ার আপ করেন তাদের পোস্টগুলো খুব ভালো লাগে। আপনি বর্তমান সময় যেভাবে পাওয়ার আপ করে যাচ্ছেন আপনার লক্ষ্যে এগিয়ে যাওয়া একবারই সহজ হবে। আপনার জন্য শুভকামনা রইল।
একাউন্টঃ @nirob70
পাওয়ার বৃদ্ধিঃ =1.9685%