চাঁদ তাঁরা
হ্যালো বন্ধুরা আমার
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হলাম , নতুন কিছু শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে সময়টা যে এতো তারাতারি কিভাবে যাচ্ছে বুঝতেই পারছি নাহ ৷ সকালে ঘুম থেকে উঠে এদিক সেদিক করতে করতেই দুপুর হয়ে গেলো ৷ এরপর নিজের প্রয়োজনে গেলাম একটু শহরের দিকে ৷ সেখানেও এক বড় কাহিনি , ফিরতে ফিরতে বিকাল হয়ে গেলো ৷ এরপর বিকেলে বাড়ি আসতে না আসতেই এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো ৷ বলতে গেলে ছোটা ছুটির উপর দিয়ে দিনটা কেটে গেলো আজ ৷ খুবই ক্লান্ত লাগছে এখন ৷ এমনিতে রাত একটা-দুটা পর্যন্ত জেগে থাকার অভ্যাস আছে ৷ তবে আজ দশটা বাজতে না বাজতেই কেমন জানি লাগছে ৷ প্রচুর ঘুম পাচ্ছে ৷ যাই হোক , আগে প্রচুর অগোছানো ছিলাম , বলতে গেলে এখনো অনেকটাই অগোছানো আমি ৷ তবে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি ৷ কারণ সময় এবং পরিস্থিতি বাধ্য করেছে ৷ এখন সময়ের কাজ গুলো সময়ে করার চেষ্টা করি ৷ কারণ আগে সময়ের কাজ সময়ে না করে যে ভুল করেছি , সে ভুল গুলো এখন হারে হারে টের পাচ্ছি ৷ তাই আর যাই হোক , সময়ের কাজ সময়ে করার চেষ্টা করি ৷
সময়টা তখন সন্ধ্যা পেরিয়ে ৷ আমি যাচ্ছি এক আত্মীয়ের বাড়িতে ৷ সোজা রাস্তায় সামনের দিকে একটু উপরে হঠাৎ এই চাঁদের দিকে চোখ গেলো আমার ৷ চাঁদ টি দেখে অনেক ভালো লাগলো ৷ চাঁদ এমনিতেই অনেক সুন্দর ৷ তবে আজ একটু অন্যরকম ভাবে চাঁদকে দেখলাম মনে হলো ৷ কারণ চাঁদের অল্প নিচে ছোট একটা তারা ৷ চাঁদের থেকে তারাটা আরো বেশি উজ্জল ছিলো , জ্বলজ্বল করে জ্বলছে ৷ চাঁদ তারা পাশাপাশি , এভাবে একই সাথে এমন সৌন্দর্যের রূপ আগে কখনো দেখিনি ৷ তাই দেখার কিছুক্ষণ পর পরই কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷ কারণ এই প্রথম এমন দৃশ্যে দেখলাম বোধায় চাঁদ তাঁরার ৷ আগে কখনো এমন দৃশ্যে দেখেছি মনে পড়ে নাহ ৷ যদিও ফোনের ক্যামেরা সেই সুন্দর দৃশ্যটা ততটা সুন্দর লাগছে না ৷ তবে বাস্তবে অনেক সুন্দর ছিলো চাঁদ তাঁরার এমন রূপ আজকে ৷
রাস্তাটা অনেকটা সোজা ছিলো ৷ মনে হচ্ছে চাঁদের কাছেই যাচ্ছি এই রাস্তা ধরে আমি ৷ চার দিকে বেশ অন্ধকারও ছিলো , কারণ অন্য পাশে মেঘের ছড়াছড়ি বৃষ্টি হবে এমন অবস্থা ৷ আর পশ্চিম দিকে চাঁদের এমন রূপ ৷ সত্যিই অবাক করার মতো দৃশ্যে ৷ যদিও আমার ফোনের ক্যামরা ততটা ভালো নয় ৷ ঠিক মতো বোঝা যাচ্ছে না , সম্পূর্ণ জুম করে ছবি গুলি তুলেছিলাম ৷ তবে বাস্তব চোখে আজ যে যে চাঁদ তাঁরার এমন রূপ দেখেছে সেই কেবল উপলব্ধি করতে পারবে কেমন ছিলো আজকের চাঁদ টা দেখতে ৷ যাই হোক , ফটোগ্রাফি করেছি বেশ কিছু ৷ একটা ভিডিওগ্রাফি করারও ইচ্ছে ছিলো তবে করা হয়নি ৷ আশা করি এই ফটোগ্রাফি গুলোই আপনাদের সবার ভালো লাগবে ৷
চাঁদ তাঁরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম গন্তব্যে আমি ৷ এরপর সেখানে প্রয়োজন মেটাতে মেটাতে অনেকটা দেরি হয়ে গেলো ৷ ফেরার পথে আর দেখতে পেলাম নাহ , মেঘে ঢেকেছে বোধায় ৷ পিছন দিকে ছিলো চাঁদ তাঁরা আর আমি অন্য কে যাচ্ছি একা একা ৷ যাই হোক যাওয়ার পথে বেশ ভালোই লেগেছে ৷ আমার সাথে চাঁদ তাঁরাও গেছে এমন মনে হয়েছে ৷ এসব দেখে ছোট বেলার সেই দিন গুলির কথা মনে পড়ে গেলো আমার ৷ ছোট বেলায় রাতে কথাও গেলে চাঁদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম চাঁদও আমার সাথে যাচ্ছে ৷ ছোট বেলা হারিয়ে গেছে , চাঁদ তারাও দেখা ফুরিয়ে গেছে , সাথে এমন ভাবনা চিন্তা গুলোও হারিয়ে গেছে ৷
যাই হোক , বহুদিন পর আজ আবারও ছোট বেলার মতো করে চাঁদ দেখতে দেখতে কথাও গেলাম ৷ অনেক ভালো লাগলো ৷ সাথে ছোট বেলার অনেক কথা মনে পড়ে গেলো ৷ কতই না সুন্দর ছিলো ছোট বেলা ৷ মনে রাখার মতো দিন গুলি৷ ফিরে তো পাবো নাহ জানি , তবুও ভাবি ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷ শুভ রাত্রি..
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
এই চাঁদটা আমিও দেখলাম,ছাদে যাওয়ার পর।আমি প্রায়ই ছাদে গিয়ে বসে থাকি একা একা।আর আজকের চাঁদটা সত্যিই অন্যরকম লেগেছে।বিশেষ করে এর আলোটা অন্যরকম ঝলক দিচ্ছিলো যেন।তার নিচেই একটা তারা চাঁদটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।মোবাইলের ক্যামেরায় সম্পূর্ণ আভা ধারণ করতে না পারলেও দারুণ উঠেছে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
আজকে চাঁদ এবং তারার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে এমন দৃশ্য প্রায় সময় দেখা যায় না। ঐ দূর আকাশে চাঁদ এবং তারা অপরূপ সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। চাঁদ দেখতে খুবই অন্যরকম লাগছে। সন্ধ্যার একটু পরে আমি যখন বাইরে গিয়েছিলাম তখন চাঁদ মামাকে দেখেছি । আপনার অনুভূতি গুলোর পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত দুরন্ত মতামত শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
আসলে আপনার পোস্টটির সব ছবিগুলো একই ধরনের হয়ে গেছে। আজকে আমিও আকাশের এই দৃশ্যটি দেখতে পেরেছি। এমন দৃশ্য আমি আগে কখনো দেখেনি।
ধন্যবাদ আপনাকে দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
সত্যি ভাইয়া এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি।খুব সুন্দর একটি দৃশ্য আপনি ক্যামেরা বন্দী করেছেন দেখে খুব ভাল লাগলো। আপনার মতো আমারও ছোট বেলর কথা মবে পরে গেল আপনার পোস্ট পরে। এটা ঠিক সময়ের কাজ সময়ে করলে আর পস্তাতে হয় না।আশাকরি সময়কে মূল্য দিয়ে চলবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
চাঁদ এবং তারার এরকম অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। আসলে এরকম দৃশ্য আমিও প্রথমবার দেখেছি। চাঁদের খুবই সুন্দর একটা তারা এটা দেখে কার কাছেই না ভালো লাগবে। আমিও দেখেছিলাম এই দৃশ্যটি যখন রাত্রিবেলায় বাহিরে গিয়েছিলাম। আমিও এই চাঁদ তারার কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। এরকম সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে একটু বেশি ভালো লাগে। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
গতকাল ইফতার শেষ করে নামাজ পড়ে বের হয়েই দেখি চাঁদের নিচে তারা এই দৃশ্যটা। এটা দেখে রীতিমতো হকচকিয়ে যায়। আগে কখনো এইরকম দৃশ্য দেখ নাই। মূলত তারা টা ছিল শুক্রগ্রহ। এবং পরে দেখি পুরো ফেসবুক তোলপাড় হয়ে গিয়েছে। দৃশ্যটা সত্যি চমৎকার ছিল। দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
ভাইয়া আপনার ফটোগ্রাফিতে দেখানো চাঁদ তারার এমন দৃশ্য আমি আর কখনো দেখি নাই। আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় খুব সুন্দর একটি মুহূর্তের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার মাধ্যমে এরকম সুন্দর একটি দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷