রাস মেলায় কিছু সময়..🌿

in আমার বাংলা ব্লগ2 days ago

IMG20241122160347_00.jpg

রাস মেলা


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ বেশ কিছু দিন আগে রংপুরে গেছিলাম , সে সময় রংপুরের তাজহাটের "শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দিরে'' রাস মেলা উৎসব হচ্ছে ৷ মেলার সামনের পথ দিয়েই ফিরছি হাতেও সময় ছিলো ৷ তাই কিছু সময়ের জন্য এই রাস মেলায় প্রবেশ করি ৷ আর বেশ ভালো কিছুটা সময় কাটাই ৷ আজ আমি আপনাদের মাঝে রংপুরের তাজহাটের এই রাস মেলায় কাটানো আমার কিছু মুহূর্তে অনুভূতিই শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


ঘোরাঘুরি করতে আমার সব সময়ই বেশ ভালো লাগে ৷ তবে মেলা , মন্দির কিংবা প্রকৃতির মাঝে ঘুরতে একটু বেশিই ভালো লাগে ৷ সেদিনও হঠাৎ করে এই মেলার দেখা পেয়ে ভীষণ ভালো লেগেছিলো ৷ হাতে তেমন একটা সময় ছিলো না ৷ তবুও চেষ্টা করেছি এই মেলায় কিছুটা সময় কাটানোর ৷ মেলার দিকে এগোতেই দেখি মানুষের ভীর বেড়ে যাচ্ছে ৷ যত কাছাকাছি আসছি ততো মানুষের ভীর দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাচ্ছে ৷ মেলার মেইন গেটে এসে আর মন্দিরে প্রবেশ করতে পারছি না ,এতো এতো মানুষ হয়েছে মেলায় ৷ এটাই অবশ্য মেলার আসল মজা ৷ মেলায় মানুষের প্রচন্ড ভীর না থাকলে মেলা ভাল্লাগেনা ৷ যদিও মানুষের এই গাদাগাদি অবস্থা আমার তেমন একটা ভাল্লাগেনা ৷ আবার মেলায় মানুষজন কম থাকলেও মজা পাই না ৷ যাই হোক , মানুষের ভির ঠেলে মেলায় প্রবেশ করি ৷ এরপর শুরুতেই মন্দির গুলো দর্শন করি ৷ অসংখ্য মন্দির আর মূর্তিতে সাজানো মন্দিরের চারপাশটা ৷ বেশ ভালো লাগলো এসব দর্শন এবং উপভোগ করতে পেরে ৷ জায়গাটা যদিও একটু ছোট তবে ভীষণ সুন্দর ৷


IMG20241122160033_00.jpg

IMG20241122155702_00.jpg


মন্দিরের ভিতরেই মেলাটা বসেছে , বাইরেও অবশ্য অসংখ্য দোকানপাট ছিলো ৷ এটি একটি ইসকন মন্দির , মন্দিরের ভিতরে অসংখ্য দেব-দেবীর প্রতিমা রয়েছে ৷ আমরা শুরুতেই এই প্রতিমা গুলো দর্শন করার চেষ্টা করি ৷ একটা একটা করে প্রতিমা দর্শন করতেও অনেকটা সময় লেগে যায় ৷ কারণ মানুষের ভির ছিলো খুবই বেশি ৷ ঠাকুর দর্শন করার পর শুরু করি মেলায় ঘোরাঘুরি ৷


IMG20241122155726_00.jpg

IMG20241122160219_00.jpg


অন্যসব মেলা সাধারণত যেমন হয় , এই মেলাটাও তেমনই ছিলো ৷ বিভিন্ন রকমের দোকানপাট আর মানুষজন দিয়েই ভরে গেছে মেলার চারপাশ ৷ ফটোগ্রাফি গুলো ঠিকঠাক করতে পারনি ৷ মানুষের এতো ভিরের মাঝে ফটোগ্রাফি করা আমার কাছে একটু কষ্টসাধ্য ৷ এমনিতেই মানুষের ভিরে ফটোগ্রাফি করতে আমার কেমন জানি লাগে ৷ তাই খুব বেশি ফটোগ্রাফি করা হয়নি ৷ এমনিই করেই মাঝে মাঝে মুঠোফোনে দু-একটা ফটোগ্রাফি ক্যাপচার করে নিয়েছি ৷


Picsart_24-12-16_23-02-08-214.jpg

Picsart_24-12-16_23-07-24-941.jpg


এতো এতো মানুষ-দোকানপাট , এমন উৎসবমুখর পরিবেশে থাকলে তো মন ভালো লাগবেই ৷ আমারও এই মেলায় সেসময় থেকে ভীষণ ভালো লেগেছে ৷ সময়টা কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারনি তখন ৷ বেশখানিকটা সময় আমরা মেলায় ঘোরাঘুরি করি ৷ ঘোরাঘুরির পাশপাশি অবশ্য মেলার খাবারের কিছু স্বাদও নেওয়া হয়েছে ৷ তবে কোনো কিছু কেনাকাটা করা হয়নি ৷ এমনই সব কিছু দেখে উপভোগই করেছি শুধু ৷


Picsart_24-12-16_23-06-40-601.jpg

Picsart_24-12-16_23-05-52-810.jpg


ঘোরাঘুরি শেষ এবার ফেরার পালা ৷ আসার পথেও মানুষের গা ঘেঁষে মেলা থেকে বের হতে হয়েছে ৷ তখনও মানুষের ভির প্রচন্ড ছিলো ৷ মেলা থেকে বের হয়ে অবশ্য একটা হোটেলে ফ্রেশ হতে হয়েছে ৷ মেলায় ঘোরাঘুরি করে শরীরের অবস্থা বেহাল হয়ে গেছে ৷ ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে একদম বাড়ির পথে ৷ মেলায় ঘোরাঘুরি করার সময়টা অবশ্য দারুণ ছিলো ৷ প্রতিটা মুহূর্ত বেশ ভালো লেগেছে আর ভালো কেটেছে ৷


Picsart_24-12-16_23-04-41-409.jpg

Picsart_24-12-16_23-00-49-008.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি রাস মেলায় কাটানো আমার মুহূর্তে অনুভূতি এবং ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রাস মেলা
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 26 Dec 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 2 days ago 
 2 days ago 

Picsart_24-12-17_01-05-21-730.jpg

 yesterday 

অনেক ধন্যবাদ পুশ টাস্কগুলো কমপ্লিট করার জন্য, এর সাথে নতুন আরো একটি টাস্ক যোগ করা হয়েছে সেটা হলো Super Walk, এখন হতে সেটাও কমপ্লিট করার অনুরোধ করা হলো। ধন্যবাদ

 yesterday 

এরপর থেকে সেটাও করে নিবো দাদা ৷ আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷

 yesterday 

আপনার ওয়ালেটে ৪ হাজার পুশ রয়েছে, কমিউনিটির নিয়ম অনুযায়ী মিনিমাম ৫ হাজার পুশ থাকতে হবে। না হলে কিউরেশন অফ হয়ে যাবে। ধন্যবাদ

 yesterday 

পুস কিনবো দাদা খুব শীঘ্রই ৷একটু সমস্যায় আছি তো..খুব তারাতারি কিনবো ৷

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32