রথযাত্রা

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG20240707134448_00.jpg

রথযাত্রা


শুভ রাত্রী..

হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ বেশ কিছু দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার কাটানো একটি সুন্দর দিনের কিছু মুহূর্ত শেয়ার করে নিবো ৷ গতকাল আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে ৷ এই উৎসব মূলত নয় দিনব্যাপী চলে এবং উল্টো রথযাত্রার মাধ্যে রথযাত্রা উৎসব শেষ হয় ৷ গতকাল ছিলো রথযাত্রার সূচনা আর আমিও সকাল সকাল চলে গেছিলাম শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসবে ৷ আমার বাড়ির খুব কাছেই দেবিগঞ্জ করতোয়া নদীর পাশে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ মন্দির থেকে প্রতি বছর শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে ৷ আমি সকাল বেলা ঘুম থেকে উঠে আরো কিছুটা সময় কাটিয়ে বেলা বারোটার দিকে মন্দিরের উদ্দ্যেশে বের হোই ৷ যেতে সামান্য কিছুটা সময় লাগে ৷


IMG20240707132932_00.jpg

IMG20240707135647_00.jpg


এরপর মন্দিরের কাছে আসতেই দেখি মানুষের অসংখ্য ভীর ৷ যদিও এখানে খুব একটা বড় করে জগন্নাথদেবের রথযাত্রা পালন করা হয় না ৷ তবে প্রতিবারই অসংখ্য মানুষ আসেন এবং এখানে এই উৎসবে অংশগ্রহণ করেন ৷ আমি গতবার আসতে পারিনি তবে তার আগের বার এসেছিলাম ৷ সেবারও অসংখ্য মানুষের ভীর দেখেছিলাম ৷ তবে এবার যেনো একটু বেশিই ৷


IMG20240707135611_00.jpg

IMG20240707134935_00.jpg


গাড়ি থেকে নেমে মানুষের ভীর ঠেলে আমি কোনোমতে মন্দিরে প্রবেশ করি , মন্দির দর্শন এবং ঠাকুর দর্শনের জন্য ৷ তবে মন্দিরের ভিতরেও ছিলো অসংখ্য মানুষের ভীর ৷ সেভাবেই ঠাকুর দর্শন করে নিই ৷এরপর মন্দির থেকে বেরিয়ে কিছুটা ফাকা জায়গায় দারানোর চেষ্টা করি ৷ আসলে এত মানুষের ভীর কিছুটা বিরক্তিকর লাগছে ৷ তবে তার থেকেও ভালোলাগা বেশি কাজ করছে ৷


IMG20240707134515_00.jpg

IMG20240707133346_00.jpg

IMG20240707133015_00.jpg


বেশ কিছুক্ষণ পূজাঅর্চনা করার পর কাঠের ছোট রথে তোলা হলো ঠাকুর ৷ ততক্ষণে মানুষের ভীর আরো অনেকটাই বেড়েছে ৷ বিশাল দুটো রশি রথের সাথে বেধে দেওয়া হয়েছে সামনে ৷ সেই রশি ধরে সবাই রথ টানার জন্য ব্যস্ত ৷ সামান্য জায়গায় নেই রশি ধরে রথ টানার ৷ মানুষের এতো-এতোই ভীর ৷ তাই এবার আর ইচ্ছে হলো না রথ টানার ৷ মানুষের ভীর ঠেলে ঠাকুর ছুয়ে একবার প্রণাম করে নিলাম ৷ অন্যদিকে আকাশটাও বেশ মেঘলা ৷ এই বুঝি বৃষ্টি হবে এমনই অবস্থা ৷ এসবের মাঝে আমি আর রথের সাথে গেলাম না ৷ মন্দির থেকে রথ নিয়ে গেলো , আমি সেখানেই দারিয়ে কয়েকটা ফটোগ্রাফি করে নদীর ধারে চলে আসলাম ৷


IMG20240707135553_00.jpg

IMG20240707140202_00.jpg


এটা করতোয়া নদী ৷ কয়েক দিনের বৃষ্টিতে নদীর পানি অনেকটাই বেড়েছে ৷ নদীর ধার গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে ৷ আর ভরা নদীর স্রোতও বেশ ভালোই যাচ্ছে ৷ নদীর পাড়ে বসে এসব সৌন্দর্য উপভোগ করছি ৷ কিছুক্ষণ পরই প্রসাদ খাওয়া শুরু হলো ৷ নদীর ধারেই প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ বসলাম প্রসাদ খেতে , প্রসাদ দেওয়ার আগে শুর হলো বৃষ্টি ৷ উঠে পড়লাম , বৃষ্টি হচ্ছে ৷ বেশ ভালোই লাগছে ৷ সকাল থেকেই মেঘলা আকাশ তবে বৃষ্টি নেই ৷ তবে এবার মেঘ গুলো মন খুলে কিছুটা সময় বৃষ্টি দিয়ে থেমে গেলো ৷ আবার বসে বড়লাম প্রসাদ খেতে ৷ এতো মানুষের মাঝে প্রাসাদ খাওয়া , সময় কাটানো , ঘুরে বেড়ানো , নদী আর বৃষ্টির সৌন্দর্য্য উপভোগ করা ৷ সবটাই যেনো দারুণ ছিলো ৷ ভীষণ ভালো লেগেছে প্রতিটা মুহূর্ত ৷


IMG20240707132719_00.jpg

IMG20240707145623_00.jpg


তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি রথযাত্রায় কাটানো আমার এই অনুভূতি এবং আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষণ পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রথযাত্রা
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 08 jul 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59035.93
ETH 2519.79
USDT 1.00
SBD 2.47