মায়া - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ5 days ago

Screenshot_2024-07-11-16-11-01-01.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ যদিও কিছুদিনের ব্যস্ততায় তেমন একটা সময় পাচ্ছি নাহ ৷ তবে গতকাল আমি একটি নাটক দেখেছি ৷ নাটকটির নাম মায়া ৷ আমার কাছে এই নাটকের গল্পটা বেশ ভালো লেগেছে ৷ তাই আজ ভাবলাম এই নাটকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ৷ আপনাদেরও সবার ভালো লাগবে , এজন্য চলে আসলাম আজ আমি আপনাদের মাঝে ''মায়া" নাটকের রিভিউ শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক..


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য..

নাটকমায়া
পরিচালকমুহাম্মদ মিফতাহ
শিল্পীমুশফিক আর. ফারহান, কেয়া পায়েল, বোর্দা মিঠু এবং আরও অনেকেই
চিত্রগ্রহণমেহেদী রনি
সম্পাদনা ও রঙআরিফিন সরকার
ভাষাবাংলা
দৈর্ঘ্য৫৮ মিনিট
প্রকাশইউটিউব , ০৭ জুলাই ২০২৪ ইং


কাহিনী সংক্ষেপে



Screenshot_2024-07-11-16-11-41-05.jpg

Screenshot_2024-07-11-16-12-45-26.jpg


এই নাটকের শুরুতে দেখানো হয় একটি দুর্ঘটনার দৃশ্যে ৷ যেখানে একটি প্রাইভেট কার এবং একটি ট্রাক মুখোমুখি এক্সিডেন্ট করেছে ৷ এরপরই দেখানো হয় গল্পের নায়ক মুশফিক আর ফারহানকে ৷ কিছু পুলিশ তাকে ধরে আছে এবং সাংবাদিকেরা এই বিষয় নিয়ে সংবাদ করছে ৷ যেখানে বলা হচ্ছে আজও তার জামিন হবে কি না ৷ তারপরেই শুরু মেইন গল্প ৷ ফিরে যাওয়া হয় চার বছর আগে...

গল্পের নায়ক ফারহান একজন ট্রাক ড্রাইভার ৷ তার বিয়ে দিয়েই শুরু হয় এই গল্পটা ৷ নতুন বিয়ে করে নিয়ে আসেন গল্পের নায়িকা পায়েল'কে ৷ বিয়ের পর বেশ ভালোই যাচ্ছে তাদের দিন গুলো ৷ দু'জন দুজনকে বড্ড ভালোবেসে ফেলেন ৷


Screenshot_2024-07-11-16-12-55-64.jpg

Screenshot_2024-07-11-16-13-34-39.jpg


বিয়ের পর খুনসুটি আর ভালোবাসায় দিন গুলো পার করছে তারা ৷ সব মিলেয়ে বেশ ভালোই যাচ্ছে তাদের ৷ ফারহান তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন আর পায়েলও তাকে ৷ ফারহান ড্রাইভারের কাজে গেলে আশেপাশের মানুষজন পায়েল'কে বিরক্ত করতো ৷ যেটা পায়েল তার স্বামীর সাথে শেয়ার করে নিতো ৷ আর ফারহানও রেগে গিয়ে সে সব মানুষদের পিটুনি দিতো ৷ এভাবেই যাচ্ছে তাদের দিনগুলো ৷ তাদের মাঝে ভালো বাসা আর বিশ্বাসের কমতি নেই ৷


Screenshot_2024-07-11-16-14-36-85.jpg

Screenshot_2024-07-11-16-15-12-51.jpg


তারপর একদিন ফারহান ট্রাক নিয়ে দূরে যায় ৷ বাড়ি ফিরতে বেশ দেরি হয় ৷ পায়েল ফোন করে ফারহানকে , আসতে কতক্ষণ দেরি হবে জানতে চায় ৷ ফারহান বলে আর কিছুক্ষণ সময় লাগবে ৷ ফোন রেখে পায়েল অপেক্ষা করে তার স্বামীর জন্য ৷ কিন্তু এদিকে ঘটে যায় বড় দূর্ঘটনা ৷ ফারহান ঠিকমতোই যাচ্ছে , কিন্তু বিপরীত থেকে একটি প্রাইভেট কার এসে তার ট্রাকে লাগিয়ে দেয় ৷ ঘটে যায় বেশ বড় একটি দূর্ঘটনা ৷ ফারহান ঠিক থাকলেও প্রাইভেট কারে থাকা মানুষটি মারা যায় ৷ প্রাইভেট কারে ছিলো দেশের বড় এক নেতার ছেলে ৷ সে লাল পানি খেয়ে গাড়ি চালাচ্ছে ৷ আর দিশেহারা হয়ে রং সাইডে গিয়ে ট্রাকের সাথে এক্সিডেন্ট করে ৷


Screenshot_2024-07-11-16-15-34-47.jpg

Screenshot_2024-07-11-16-18-22-45.jpg


এই দূর্ঘটনায় ফারহানের কোনো দোষ না থাকলেও তাকে আটক করা হয় ৷ কারণ নেতার ছেলের সাথে তার এই দুর্ঘটনা ঘটেছে ৷ নেতা সব সত্য জেনেও ফারহানের উপর মামলা করেন ৷ এবং তাকে দ্রুত আটক করতে বলেন ৷ ফারহান পুলিশের কাছে আটক হয় , এবং তাকে থানায় নেওয়া হয় ৷

এদিকে পায়েল কি করবে বুঝতে পারেনা ৷ সে তার স্বামীর জামিনের জন্য অনেকের কাছে সাহায্য চায় ৷ কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না ৷ বরং তাকে একা পেয়ে অনেকেই বাজে প্রস্তাব দেয় ৷ এতকিছুর পরও পায়েল নিজেকে সামলে নেয় এবং চেষ্টা করে যায় স্বামীকে বিপদ মুক্ত করার ৷


Screenshot_2024-07-11-16-18-29-21.jpg

Screenshot_2024-07-11-16-19-01-08.jpg


এভাবেই অনেক দিন কেটে যায় ৷ ফারহান জেলে বন্দি সময় কাটায় ৷ অন্যদিকে তার স্ত্রী চেষ্টা করে যায় ফারহানকে মুক্ত করার ৷ পায়েল বহুবার সেই নেতার কাছে যায় সাহায্যের জন্য ৷ কিন্তু সেই নেতা তার সাথে দেখাও করে না ৷ আজ জামিন হবে কাল জামিন হবে এই সান্তনা দিয়ে অনেক আইনের লোক টাকা নেয় পায়েলের কাছে ৷ কিন্তু ফারহানের জামিন হয় না ৷ এভাবেই কেটে যায় বহুদিন , তাদের এক কন্যা সন্তান জন্ম নেয় ৷ বেশ বড়ও হয়ে যায়, তার নাম মায়া রেখেছে ৷ মায়াকে নিয়ে পায়েল তিন বছর পর ফারহানের কাছে আসে কিন্তু মায়া তার বাবাকে চিনতেই পারে না ৷ একটা বড় মন খারাপের সাথে গল্পটা এখানেই শেষ হয় ৷


Screenshot_2024-07-11-16-19-48-16.jpg



রেটিং:-০৮


আমার মতামত:-

মায়া এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ নাটকের গল্প এবং সবার অভিনয় সব মিলিয়ে অসাধারণ হয়েছে ৷ নাটকের গল্পটা বেশ দারুণ ছিলো , কিছু কিছু দৃশ্যে বাস্তবতার সাথে মিল রয়েছে ৷ আজকাল মানুষ ক্ষমতা এবং টাকার জোরে সব করতে পারে ৷ অন্যায় করলেও তার শান্তি হয় না , বরং গরিব এবং দুর্বল মানুষরা অকারণে প্রতিনিয়ত শাস্তি পাচ্ছে এবং কষ্ট করছে ৷ এ শ্রেণির মানুষেরা কখনো ন্যায়বিচার পায় না ৷ টাকা এবং ক্ষমতার কাছেই আজ সব ৷ এই নাটকে এটাও তুলে ধরা হয়ে যে ,স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই একটা সম্পর্ক যেটা অন্য সবকিছুর থেকে আলাদা ৷ যাই হোক , সব মিলিয়ে এই নাটকটি বেশ ভালোই হয়েছে ৷ সময় থাকলে নাটকটি দেখে আসতে পারেন , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ নাটকের লিংক নিচে দেওয়া আছে ৷ ধন্যবাদ সবাইকে



নাটকের লিংক



ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 5 days ago 

খুব সুন্দর একটি নাটক আপনি রিভিউ করেছেন নাটকটির কাহিনী পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে আমার এই নাটকটি দেখা হয়নি তবে আপনার নাটকটি রিভিউ পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে আপনি একটা কথা ঠিক লিখেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক সবকিছুর উর্ধ্বে। আসলে নাটকটির কাহিনী পড়ে যা বুঝতে পারলাম মানুষের ক্ষমতা ও টাকার জোরে সব করতে পারে। গরিব ও দুর্বার মানুষেরা অকারনে প্রতিনিয়ত শাস্তি ভোগ করে থাকে। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনাকেও ধন্যবাদ , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 days ago 

মায়া অনেক দারুন একটা নাটক। আমি এই নাটক টা ইউটিউব থেকে দেখেছিলাম বেশ ভালো লেগেছিলো।আজ আপনার রিভিউটা পরে ভাল লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 5 days ago 

এখানে ফারহানের কোন দোষ না থাকলেও তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। নেতার ছেলেটি বেঁচে যায়। এই নাটকটি আমি দেখিনি। তবে আপনার শেয়ার করা রিভিউ পড়ে নাটকটি দেখার প্রতি আগ্রহ তৈরি হলো। সময় পেলে নাটকটি দেখবো ভাইয়া।

 4 days ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 20 hours ago 

খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর একটি নাটকের রিভিউ দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই নাটকের রিভিউ এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে আপনার কাছ থেকে নাটকের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব সুন্দর ভাবে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64821.33
ETH 3466.08
USDT 1.00
SBD 2.51