"যাওয়া আসার মাঝে'' - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ6 months ago

Screenshot_2024-03-26-20-32-11-05.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ আগে প্রচুর নাটক দেখতাম , যদিও এখন তেমন একটা দেখা হয় না ৷ তবে অবসর সময় পেলে আমি অবশ্যই নাটক দেখার চেষ্টা করি ৷ আসলে প্রত্যেকটা নাটকে কিছু বিষয়বস্তু থাকে , সেটা আমাদের বিনোদন দেয় - নয়তো শিক্ষা দেয় ৷ আমি মূলত সময়টাকে উপভোগ করার জন্যই নাটক দেখি ৷ পাশপাশি নাটকের শিক্ষনীয় বিষয় গুলো নিজের মাঝে ধারণ করার চেষ্টা করি ৷ যাই হোক , আজকেও চলে আসলাম নতুন একটি নাটকের রিভিউ নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার নাটকের কাহিনী সংক্ষেপে জানার চেষ্টা করি ৷ অবশ্যই সম্পূর্ণ পোস্টটি ভিজিট করার চেষ্টা করবেন ৷


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য..

নাটকযাওয়া আসার মাঝে
পরিচালকপথিক সাধন
লেখকঅপূর্ন রুবেল
শিল্পীখাইরুল বাসার , তানজিম সাইয়ারা তটিনী , শিল্পী সরকার অপু , নরেশ ভূঁইয়া ,আনোয়ার হোসাইন , সেলিম শেখ এবং আরো অনেকেই
সম্পাদনা ও রঙমো: লিংকন
চিত্রগ্রাহকএইচ এম জামান
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪২ মিনিট
প্রকাশইউটিউব , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং


কাহিনী সংক্ষেপে



Screenshot_2024-03-26-20-22-43-78.jpg

Screenshot_2024-03-26-20-22-58-88.jpg


নাটকের শুরুতে গল্পের নায়িকা লাবনী ( তটিনী ) কে দেখা যায় ৷ সে তার বান্ধবীদের সাথে কলেজে এসেছে রেজাল্ট দেখার জন্য ৷ রেজাল্ট দেখার সময় হঠাৎ তার ফোনে ফোন আসে ৷ তার মা তাকে ফোন দিয়েছে ৷ মায়ের ফোন রিসিভ করতেই সে জানতে পারে তার বাবা বাথরুমে পড়ে গেছে এখন বেশ অসুস্থ ৷ তাই তাকে বাসায় আসতে বলে ৷ লাবনীও আর দেরি না করে বাসার উদ্দেশ্য রওনা দেয় ৷ বাসায় এসে দেখতে পারে তার বাবা বেশ অসুস্থ ৷ বাথরুমে পড়ে গিয়ে পায়ে অনেকটাই চোট লেগেছে ৷ বাবার এমন অবস্থা দেখে লাবনীর অনেকটাই মন খারাপ হয় ৷


Screenshot_2024-03-26-20-23-25-27.jpg

Screenshot_2024-03-26-20-24-02-32.jpg


পরের দিন লাবনী তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যায় ৷ ডাক্তার তার বাবাকে দেখে আরো অনেক সমস্যার কথা জানায় ৷ তার বাবাকে বেশি বেশি খেতে বলে এবং যত্ন নেওয়ার কথা বলে ৷ পাশাপাশি পায়ের আঘাতে প্রতিদিন ডেসিন করানোর কথা বলে ৷ লাবনীর বাবা বেশ অসুস্থ , তাই প্রতিদিন ডাক্তারের চেম্বারে এসে ডেসিন করা সম্ভব নয় ৷ এজন্য লাবনী এতজনকে খুঁজছে যে প্রতিদিন তাদের বাসায় গিয়ে তার বাবাকে ডেসিন করাবে ৷ কিন্তু অনেক খোঁজার পরও এমন মানুষ পায় না সে ৷ শেষমেশ একজনের কাছে আশ্বাস পায় ৷ তবে তার লোক রাজি হবে কিনা তার নিশ্চয়তা নেই ৷


Screenshot_2024-03-26-20-24-20-15.jpg

Screenshot_2024-03-26-20-24-31-79.jpg


পরের দিন গল্পের নায়ক শিহাব ( বাসার ) লাবনীদের বাসায় আসে তার বাবাকে ডেসিন করার জন্য ৷ কিন্তু লাবনী বুঝতে পারে না এই সেই লোক ৷ এজন্য প্রথম বার একটু বিরক্ত হয় ৷ কিন্তু পরে যখন জানতে পারে শিহাব তার বাবাকে ডেসিন করানোর জন্য এসেছে তখন নিজে নিজেই কিছুটা অস্বাভাবিক হয়ে যায় ৷ যাই হোক , এরপর সিহাব এসে লাবনীর বাবার ডেসিন করায় ৷ এরপর সিহাব প্রতিদিন আসে লাবনীর বাবার ডেসিন করার জন্য ৷ তাতেই লাবনীর সাথে সিহাবের টুকটাক কথা হয় প্রতিদিন ৷


Screenshot_2024-03-26-20-24-52-73.jpg

Screenshot_2024-03-26-20-25-22-10.jpg


এখান থেকেই তাদের পরিচয় ৷ সিহাব তাদের বাসায় প্রতিদিন আসে তার বাবার ডেসিন করার জন্য ৷ এজন্য তাদের টুকটাক কথা হয় , পাশাপাশি প্রয়োজনে আরো ফোনে টুকটাক কথা হয় তাদের ৷ এভাবেই চলছে ৷ কিন্তু কিছু দিন পর লাবনী জানতে পারে তার বাবার কিছু হয়ে গেলে তারা আর এই বাসায় থাকতে পারবে না ৷ এমন কিছু একটা শর্ত আছে ৷ একটা শোনার পর লাবনী আরো কিছুটা ভেঙ্গে পরে ৷ একদিকে বাবার অসুস্থতা অন্যদিকে বাবার কিছু হলে কি হবে সেটার চিন্তা ৷ সব মিলিয়ে লাবনীর অবস্থা অস্বাভাবিক ৷


Screenshot_2024-03-26-20-25-37-61.jpg

Screenshot_2024-03-26-20-26-15-34.jpg


পরের দিন যখন সিহাব লাবনীর বাসায় আসে তার বাবার ডেসিন করার জন্য ৷ তখন ডেসিন শেষে লাবনী সিহাবের হাত ধরে অনুরোধ করে তার বাবাকে সুস্থ করার জন্য ৷ আর এই মুহূর্তটা দেখে ফেলে একটি ছেলে ৷ সেই ছেলেটি আরো একটি ছেলেকে এসব কথা বলে দেয় ৷ সেই ছেলেটা লাবনীকে পছন্দ করে ৷ তাই লাবনীর ব্যাপারে এসব কথা শুনে রেগে যায় এবং রাস্তায় সিহাবকে দার করিয়ে হুমকি দেয় ৷ যাতে সিহাব লাবনীর বাসায় আর না যায় এবং লাবনীর সাথে না মেশে ৷


Screenshot_2024-03-26-20-28-23-22.jpg

Screenshot_2024-03-26-20-29-13-29.jpg


কিন্তু সিহাব তাদের কথা না শুনে তার দায়িত্ব পালনে সে লাবনীর বাসা যায় এবং লাবনীর সাথে মেলা মেশাও করে ৷ আর এসব দেখে সেই ছেলেটা মেনে নিতে পারে না ৷ এজন্য সিহাবকে রাস্তায় দার করিয়ে আরো কিছু ছেলেপেলে মিলে সিহাবকে প্রচুর মার মারে ৷ যার জন্য সিহাব অসুস্থ হয়ে পড়ে এবং লাবনীর বাসায় যেতে পারে না তার বাবার ডেসিন করার জন্য ৷ এদিকে সিহাব না আসায় লাবনী অস্থির হয়ে পরে ৷ তার সাথে কোনো ভালে যোগাযোগ ও করত্ পারছে না ৷ এদিকে তার বাবার ডেসিন করার জন্যও কাউকে পাচ্ছে না ৷ তখন সেই ছেলেটা ডাক্তার নিয়ে আসে তার বাবাকে দেখানোর জন্য ৷ কিন্তু তার বাবার প্রয়োজন ডেসিন করার ৷ তবে ডাক্তার তো ডেসিন করে না ৷ ডেসিন করার জন্য আলাদা একজন কে দরকার ৷


Screenshot_2024-03-26-20-29-47-06.jpg

Screenshot_2024-03-26-20-30-06-72.jpg


পরে লাবনী খোঁজ নিয়ে সিহাবের মেসে আসে ৷ সিহাবের মেসে এসে সিহাবের বাজে অবস্থা দেখে অবাক হয় এবং জানতে চায় কে এমন করেছে তার সাথে ৷ কিন্তু সিহাব কিছু বলে না ৷ লাবনী বুঝতে পারে সেই ছেলেটাই এমন করেছে ৷ এজন্য লাবনী সিহাবের কাছে দুঃখ প্রকাশ করে ৷ কারন তার জন্যই সিহাবের এমন অবস্থা হয়েছে ৷ তাদের কথা বলার মাঝে হঠাৎ আবারও লাবনী ফোনে ফোন আসে ৷ এবং জানতে পারে বাবার অবস্থা ভালো নেই ৷ তাই তারাতারি করে লাবনী এবং সিহাব লাবনীদের বাসায় আসে ৷ এবং বাসায় এসে লাবনী দেখতে পারে তার বাবা আর নেই ৷ লাবনী ভেঙ্গে পড়ে বাবাকে হারিয়ে ৷ সে সময় সিহাব তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে ৷ পরবর্তীতে লাবনী এবং তার মাকে বাসা ছাড়াতে হয় ৷ তখন সিহাব ছিলো তাদের পাশে ৷ সব কিছু নিয়ে তারা সিহাবের গ্রামের বাড়ির দিকে আসে ৷ লাবনী আর সিহাব একসাথে বসে আছে গাড়ির উপরে হাতে হাত রেখে ৷ আর গাড়ি চলতে আছে ৷ এখানেই গল্পটা শেষ হয় ৷


Screenshot_2024-03-26-20-30-39-53.jpg

Screenshot_2024-03-26-20-31-45-25.jpg



রেটিং:-০৭

আমার মতামত:-

যাওয়া আসার মাঝে এই নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ তবে নাটকের গল্পে তেমন কিছু নেই ৷ এই নাটকটি ভালোবাসার একটি নাটক ৷ যার শেষটা হয়েছে মধুর মিলন ৷ আসলে ভালোবাসা হয় মনের গভীর থেকে ৷ আর সেই ভালোবাসা পূর্ণতা পেলে সবটাই সুন্দর লাগে ৷ যাই হোক , খাইরুল বাসার আর তটিনীর এই নাটকটি বেশ ভালো ছিলো ৷ ভালোবাসা মিষ্টি একটি নাটক ৷ তাদের সবার অভিনয় অসাধারণ হয়েছে ৷ চাইলে নাটকটি দেখে আসতে পারেন , নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷



নাটকের লিংক:-




ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 6 months ago 

কদিন আগে আমিই শেয়ার করেছিলাম ৷ বেশ সুন্দর একটি নাটক ছিল ৷ যেখানে একটি পুরো পরিবারের দেখা শোনা এবং ছেলেটাও সাধারন পরিবার থেকে এখানে কাজ করছে ৷ তবে এই যাওয়া আসার মাঝে তাদের মধ্যে এক পবিত্র ভালোবাসার সৃষ্টি ৷ পরে মেয়েটির বাবা মারা গেলে ছেলেটা তাদের গ্রামে নিয়ে যায় ৷ যা হোক নাটক টি অনেক ভালো ছিল ৷ তুই অনেক সুন্দর করে রিভিউ করেছিস ৷

 6 months ago 

খাইরুল বাসার আর তটিনীর নাটক অনেক সুন্দর হয়। ভালোবাসা যদি পূর্ণতা পায় তাহলে তখন অনেক বেশি ভালো লাগে। এরকম নাটকগুলো দেখতেও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে। ভালোবাসার শেষটা সুন্দর হলে সব কিছুই সুন্দর। তখন আর কিসেরইবা প্রয়োজন হয়। এই নাটকটার মধ্যে যদিও তেমন কোন কিছুই ছিল না। তবে এমনিতে সম্পূর্ণ রিভিউ ভালোই লেগেছে আমার কাছে। সুন্দর করে যাওয়া আসার মাঝে নাটকটা রিভিউ লিখেছেন। এই নাটকটার রিভিউ পড়েছি ভালোভাবে। নাটকটা আর দেখাও লাগবে না এখন। কারণ পুরো কাহিনীটা রিভিউর মাধ্যমেই জেনে গিয়েছি।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

নাটক ওইভাবে দেখা হয়ে ওঠে না তবে আপনার নাটক রিভিউ টা দেখে বেশ ধারণা পেলাম। এখন মনে হচ্ছে নাটকটা দেখতে হবে। আপনি খুব গুছিয়ে নাটক রিভিউটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

খাইরুল বাসার ও তটিনীর নাটক গুলো আমার কাছে ভালই লাগে। তবে এই নাটক টি আমার দেখা হয়নি। নাটকের কাহিনীটি পড়ে ভালো লাগলো। শেষের মিলন টা দেখে খুবই ভালো লেগেছে। আপনি সুন্দর ভাবে নাটকটির রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভালোবাসার এই সুন্দর নাটকটির রিভিউ খুবই ভালো লেগেছে আমার কাছে। এরকম নাটক গুলো দেখতে যেমন ভাল লাগে, তেমনি নাটকের রিভিউ পোস্ট পড়তেও খুব ভালো লাগে। এই নাটকের মধ্যে ভালোবাসা পূর্ণতা পেয়েছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে ভালোবাসা মনের গভীর থেকেই হয়ে থাকে। ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে অনেক সুন্দর এবং মধুর। নাটকের পুরো কাহিনী রিভিউর মধ্যে দেখে ভালো লেগেছে।

 6 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

খাইরুল বাসার এর নাটক গুলো আমার সব সময় দেখা হয়ে থাকে৷ তার নাটক গুলো অনেক সুন্দর হয় এবং তার সাথে তটিনির জুটি খুব সুন্দর হয়ে থাকে৷ তারা দুজনে খুব সুন্দর নাটক আমাদের মাঝে সবসময় দিয়ে আসছে৷ আজকে যে নাটকটি শেয়ার করেছেন সেই নাটকটি খুব সুন্দর ভাবে তারা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন৷ খুব সুন্দর ভাবে নাটকটি তারা করেছে এবং আমাদের মাঝে ফুটিয়ে তুলেছে। আপনার এই রিভিউ এর মাধ্যমে খুব সুন্দর কিছু বিষয় এখানে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 6 months ago 

আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনি বেশ চমৎকার একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটক টি এখনো দেখি নাই। তবে আপনার পুরো নাটকের রিভিউ পড়ে দারুণ লাগলো। যাইহোক সময় পেলে নাটক টি দেখার চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

তটিনী আর খাইরুল বাশারের নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যখনই সময় পাই নাটক দেখার চেষ্টা করি। তাদের দু'জনের অভিনয় খুব সুন্দর হয়। তবে এই নাটক এখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63540.43
ETH 2481.91
USDT 1.00
SBD 2.66