প্রকৃতির মাঝে কিছু সময় ৷

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20221003162151_00 (2).jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বুধবার ১৯ অক্টোবর ২০২২ ইং
বাংলা ০১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছে ! আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার কররা চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে সময় খুব দ্রুত চলছে ৷ কিভাবে যে একটির পর একটি দিন কেটে যাচ্ছে বুঝতেও পারছি নাহ ৷ সময়ের সাথে সাথে জীবনের অনেক পরিবর্তনও হচ্ছে ৷ কাল যা ছিলো আজ তা নেই ৷ দিনে দিনে অনেক কিছু হারিয়ে যাচ্ছে জীবন থেকে ৷ আবার অনেক কিছুই পেয়ে যাচ্ছি জীবনে ৷ জীবনটা বড়ই অদ্ভুত ৷ যাই হোক , জীবনকে নিয়ে আর না কিছু বলি ৷ জীবনে থেকে আজ আরো দিনটি দিন চলে গেলো আমার ৷ এই দিনটি নিয়েই কিছু লিখি আজ ৷

প্রতি দিনের রুটিন যেনো এক আমার ৷ দিনগুলো একই ভাবে কেটে যাচ্ছে ৷ আজও বেলা করে ঘুম থেকে উঠি ৷ আসলে ইচ্ছে করে সকাল বেলা ঘুম থেকে উঠার কিন্তু উঠতে পারিনা নিজের অলসতার জন্য ৷ সকাল বেলার শীতল পরিবেশ গত কাল উপভোগ করেছি ৷ দারুণ একটি সকাল ছিলো গতকাল ৷ আজও একটি কুয়াশাচ্ছন্ন সকাল উপভোগ করার কথা ছিলো তবে তা আর হয়ে উঠেনি ৷ প্রতিদিন বেশ রাত জেগে ঘুমানোর পর সকাল বেলা আর ঘুম থেকে উঠতে মন চায় না ৷

IMG20221003162213_00 (2).jpg

IMG20221003162213_00 (3).jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


আসলে রাত জাগতে ভালো লাগেনা আমার ৷ কিন্তু রাত জেগে জেগে এখন অভ্যাস হয়ে গেছে ৷ চাইলেও সকাল সকাল ঘুমাতে পারি না ৷ আর অভ্যাস এতো খারাপ একটা জিনিস যা ছাড়তে চাইলেও পারি না আমি ৷ মানুষ সাধারণত অভ্যাসের দাস ৷ যার যে অভ্যাস আছে সে প্রতিনিয়ত সেই অভ্যাস নিয়েই চলে ৷ আমারও রাত জাগা বেশ ভালোই একটা অভ্যাস হয়েছে ৷


IMG20221003162151_00 (1).jpg

IMG20221003162131_00.jpgIMG20221003162412_00.jpg

ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলো ৷ নিজের টুকটাক কাজ করতে করতে দুপুরও পেরিয়ে যাচ্ছে ৷ আসলে দুপুর বেলা একটা ঘুম দিলে ভালোই লাগে ৷ তাই দুপুরে একটা ছোট খাটো ঘুম দিয়েই দিলাম ৷ এরপর আরো সামান্য কিছু ব্যস্ততার মাঝে দুপুর পেরিয়ে গেলো ৷ মনটাও আজ তেমন ভালো নেই ৷ আসলে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যা মানুষ না চাইলেও বার বার মন ভাবতে থাকে ৷ জীবনের ছোট খাটো হিসাব গুলো মেলাতে পারছি না ৷


IMG20221003162207_00 (2).jpg

IMG20221003162146_00 (1).jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


বিকাল বেলা অশান্ত মনকে শান্ত করার জন্য একটু প্রকৃতির মাঝে প্রশান্তির খোজে এসেছি ৷ আসলে মন যতই খারাপ থাকুক প্রকৃতির মাঝে একটু সময় কাটালে মন বেশ ভালো হয়ে যায় ৷ প্রকৃতির সৌন্দর্য আর প্রকৃতির মুক্ত বাতাস মন ভালো করবেই ৷ আমার যখন প্রচুর মন খারাপ হয় তখন চেষ্টা করি প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে ৷ আজও একটু খারাপ লাগছে তাই শেষ বিকাল বেলা নদীর ধারে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছি ৷ প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য মুগ্ধ করার মতো ৷ অনেকটা প্রশান্তি এনে দিয়েছে প্রকৃতির এমন দৃশ্য ৷


IMG20221003162207_00 (1).jpg

IMG20221003162102_00 (2).jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার তোলা প্রকৃতির মাঝে তোলা এই এলোমেলো ছবি গুলো ৷ আপনাদের মাঝে আবারও আসবো নতুন কিছু নিয়ে ৷ এতোক্ষণে সবাই ভালো থাকুন ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট সময় নিয়ে দেখার জন্য ৷ শুভ রাত্রি

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

মানুষ অভ্যাসের দাস। মানুষ পারে না এমন কিছুই নেই। রাত জাগা বেশি ভালো না। আপনিও চেষ্টা করুন তাড়াতাড়ি ঘুমানোর তাহলে দেখবেন সকালে তাড়াতাড়ি উঠে পড়েছেন। একদিনে তো আর সম্ভব না। চেষ্টা করুন ধীরে ধীরে পারবেন ইনশাআল্লাহ। আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এইরকম একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই চেষ্টা করলে সব সম্ভব ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

প্রকৃতি আমাদের বড় বন্ধু কিন্তু আমরা বুঝিনা!!জেনে না যেনে ধংস করে চলছি,গাছ-পালা,বন-জঙ্গল,পাহাড়-পর্ব, নদী-নালা,খাল-বিল। অথচ প্রকৃতি আমাদের নিঃস্বার্থ পরশ-প্রশান্তি দেয়।আসুন প্রকৃতি রক্ষা করি।
ভাল লিখেছেন।ধন্যবাদ।

 2 years ago 

হ্যা ঠিক বলেছেন প্রকৃতি আমাদের বড় বন্ধু ৷ কিন্তু আমরা তা না বুঝে নষ্ট করছি ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67628.32
ETH 2424.36
USDT 1.00
SBD 2.35