শ্যামা পুজোর দুটি দিন ৷

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20221024204222_00.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বুধবার ২৬ বুধবার ২০২২ ইং
বাংলা ০৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ



প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আপনাদের সাথে শ্যামা পুজো দুটি ব্যস্ততাময় দিনের গল্প শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

সময় সময়ের গতিতে চলছে ৷ দেখতে দেখতে দুর্গা পুজো শেষ হয়ে গেলো ৷ এরপর এলো লক্ষী পুজো সেটাও চলে গেলো ৷ গত সোমবার ছিলো কালি পূজা সেটাও দেখতে দেখতে চলে গেলো ৷ আসলে আমাদের হিন্দুদের বারো মাসে তোরোপুজো হয় ৷ সব পূজাই যেনো দেখতে দেখতে চলে গেলো ৷ আরো একটি বছর পর এই দিনগুলো আসবে ৷ অনেক অপেক্ষার পর এই দিনগুলো আসে আবার দেখতে দেখতে-ই চলে যায় ৷ আনন্দময় সময়টা একটু তারাতারি যায় , আর কষ্টময় দিনগুলো যেনো যেতেই চায় না ৷

এই কালি পুজো নিয়ে পূজার দশ বারো দিন আগে থেকেই অনেক চিন্তা ভাবনা ছিলো ৷ সব চিন্তা ভাবনা আজ যেনো শেষ হয়ে গেলো ৷ পাড়ার মন্দিরে প্রতি বছর ছোটখাটো ভাবে কালি পুজো করি আমরা ৷ আমাদের এলাকার ছেলে মানুষের সংখ্যা একটু কমি ৷ যত পুজোর ঝামেলা সব কয়েকটা মানুষের উপর দিয়েই যায় ৷ বেশ আনন্দ আর ব্যস্ততা নিয়ে আজ শেষ করলাম পুজোর এই দিনগুলি ৷

IMG20221024204227_00.jpgIMG20221024204230_00.jpg

ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered



সোমবার থেকে আমাদের এদিকে পূজা শুরু হয়েছিলো ৷ সোমবার থেকে আজ বুধবার এই দুটি দিন যে আমার কিভাবে কেটে গেলো কে জানে ৷ অনেক ব্যস্ততা আর আনন্দ নিয়ে দিনগুলো পার করে দিলাম ৷ আসলে পাড়ার মন্দির আর নিজের উপর পুজোর কিছু দায়িত্ব থাকলে আনন্দটা একটু উপভোগ করা হয় ৷ সোমবার থেকে যত দায়িত্ব নিজের উপর ছিলো একটার পর একটা সঠিক ভাবে পালনের চেষ্টা করেছি ৷ কেবল দায়িত্ব নয় পাশাপাশি পুজোর আনন্দ টা উপভোগ করার চেষ্টা করেছি ৷

IMG20221024221125_00.jpgIMG20221024221129_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


দিনে নিজের পুজো মন্ডপে সময় দিয়ে রাতে চেষ্টা করেছি বাইরের পুজো দেখার ৷ তো সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হয়েছি বড় ভাই সহ অনান্য পুজো দেখার জন্য ৷ আশে পাশে পুজো দেখার পর বাইরে কথাও যাওয়ার উদ্যেশ্য নিয়ে বের গলাম সেদিন ৷ হঠাৎ বৃষ্টি , এমনিতেই প্রচুর বাতাস এবং ঠান্ডা ছিলো সেদিন রাতে ৷ এরপর শুরু হলো হালকা বৃষ্টি ৷ একটা ছোট মন্ডপে বসে অনেক সময় পর করার পর বাড়ি ফিরে আসতে হয়েছে ৷ আকাশের অবস্থা খারাপ ছিলো প্রচুর ৷ তো রাতে আর ঘুরতে পারিনি ৷ এরপর মঙ্গলবার আবার নিজের পাড়ার মন্দিরে সময় দিতে হয়েছে , রাতেও ছিলো নিত্য প্রতিযোগিতা সব মিলে প্রচুর ব্যস্ততার মাঝে কেটে গেলো পুজোর দুটো দিন ৷

IMG20221024221120_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered



তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ব্লগ টি ৷ আপনাদের মাঝে আবারও আসবো নতুন কিছু নিয়ে ৷ এতোক্ষণে সবাই ভালো থাকুন ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট সময় নিয়ে দেখার জন্য ৷ শুভ রাত্রি

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে এসব পুজোতে বেশি ছেলেপুলে না হলে কি চলে ৷ তবুও যে কয়েকজন মিলে পুজোর কাজ পুজো করেছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার৷ আমরাও তো পুজো করি তাই বুঝি যে পুজোর কি ঝামেলা ৷
যা হোক বেশ সুন্দর পুজো কাটিয়েছো ৷ সেই সাথে মা কালির মুর্তিটি অনেক সুন্দর হয়েছে ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65