"লাজুক খ্যাঁকের" চিত্রাঙ্কনের চেষ্টা ৷ শিয়াল

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-10-30_23-14-00-418.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ ইং
বাংলা ১৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছে ! আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ ছোটখাটো একটি আর্ট নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ৷ জানি নাহ আমার আর্ট আপনাদের কেমন লাগবে , তবে আমি চেষ্টা করেছি আমার সৃজনশীলতা কাজে লাগিয়ে এই আর্টি সম্পূর্ণ করতে ৷ প্রতিনিয়ত আমি আপনাদের থেকেই শিখি , আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকেই শিখি ৷ আর এখান থেকেই কিছু করার চেষ্টা করি ৷ তাই আজ আবারও আমার এই ক্ষুদ্র চেষ্টা ৷

আজ আমি কয়েকটি গাছের সমন্বয় একটি শিয়ালের ছবি অঙ্কনের চেষ্টা করেছি ৷ বেশ কিছু গাছ , গাছের ডালপালা একে বেকে রবে যা একটি শিয়ালের মতো দেখা যাবে ৷ মনে হবে শিয়ালটি দৌরাচ্ছে ৷ ঠিক এমন একটি চিত্রা-অঙ্গনের চেষ্টা করেছি , আজও তা পেরেছি কিনা জানি নাহ ৷

ছবিটি অঙ্কনের জন্য আমি একটি সাদা কাগজ ও একটি কালো কলম ব্যবহার করেছি মাত্র ৷ অঙ্কনের সাথে সাথে কিছু ফটোগ্রাফি করেছি , যা নিচে ধাপে ধাপে দেওয়া আছে , তবে ধাপ গুলোর সাথে কোনো বিবরণ দিতে পারিনি ৷ আসলে বিবরণ দেওয়া মতো তেমন কিছু নেই ৷ নিচের ছবিগুলি দেখলে বুঝতে পারবে কিভাবে কত সহজে এই ছবিটি অঙ্কন করেছি আমি ৷

অঙ্কনের প্রক্রিয়া



ধাপ-০১


IMG20221030181403_00.jpg

আঁকা-বাঁকা একটি গাছ অঙ্কন করে নিয়েছি৷



ধাপ-০২


IMG20221030182458_00.jpg

গাছটির কিছু ডালপালা আর লতাপাতা একেঁ নিয়েছি ৷



ধাপ-০৩


IMG20221030183036_00.jpg

পাশেই আরো একটি আঁকা-বাঁকা গাছ ও কিছু ডালপালা একেঁ নিয়েছি ৷



ধাপ-০৪


IMG20221030183936_00.jpg

এরপর আরো দুটি আঁকা-বাঁকা গাছ ও কিছু ডালপালা একেঁ নিয়েছি ৷



ধাপ-০৫


IMG20221030184319_00.jpg

পেন্সিলের সাহায্য নিয়ে শিয়ালের আকৃতি এঁকে নিয়েছি



ধাপ-০৬


IMG20221030185011_00.jpg

প্রথম গাছের কিছু ডালপালা এঁকে নিয়েছি ৷



ধাপ-০৭


IMG20221030185819_00.jpg

এরপর প্রথম গাছের সেই ডালপালায় কিছু লতাপাতা এঁকে নিয়েছি ৷



IMG20221030185833_00.jpgIMG20221030185847_00.jpg
IMG20221030185904_00.jpgIMG20221030185915_00.jpg


ধাপ-০৮


IMG20221030190543_00.jpg

পরের গাছ গুলোর কিছু ডালপালা এঁকে নিয়েছি ৷



ধাপ-০৯


IMG20221030191033_00.jpg

পরের গাছ গুলোর ডালপালার মাঝে কিছু লতাপাতা এঁকে নিয়েছি ৷



ধাপ-১০


IMG20221030191151_00.jpg

গাছের শিয়াল তৈরি ৷



IMG20221030191346_00.jpg

কিছু ঘাস এঁকে নিয়েছি সৌন্দর্য বৃদ্ধি করতে ৷



IMG20221030191353_00.jpg

লাজুক খ্যাকের একটি ফটোগ্রাফি ৷



IMG20221030191414_00.jpg

আমার নাম



IMG20221030191427_00.jpgIMG20221030191446_00.jpg

IMG20221030191457_00.jpg



তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার আর্ট আপনাদের সবার ভালো লাগবে ৷ আপনি চাইলে সহজেই এই লাজুক খ্যাকের আর্ট অঙ্কন করতে পারবেন ৷ তো আজ এখানেই , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়shy-fox Art
কমিউনিটিäbb
ক্যামেরাrealme C11
আর্ট & ফটোগ্রাফি𝙽𝚒𝚛𝚘𝚋
তারিখNov 01 , 2022
লোকেশনbangladesh 🇧🇩

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

@nirob70blog

Sort:  
 2 years ago 

আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা আর্ট করেছেন ভাইয়া।গাছের ডালপালা দিয়ে শিয়াল অংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনের ভালো লাগলো ৷

 2 years ago 

এক কথায় দারুন হয়েছে ভাইয়া। কালো কলম দিয়ে করেছেন কিন্তু ছবি তোলার পরে একদম ভিন্ন রকম লাগছে। মনে হচ্ছে যেন রঙিন কোন কলম দিয়ে করেছেন। আসলে এমন একটা সৃজনশীলতাকে অবশ্যই বাহবা দেয়া উচিত। খুব ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

সত্যি বলতে চিত্র অংকন টি আসলে অনেক ইউনিক ছিল ধন্যবাদ।

 2 years ago 

আপনার ড্রয়িংটি সত্যি অসাধারণ হয়েছে ত।বে আপনার সাথে আমার কিছু কথা আছে। টিকিট ক্রিয়েট করে আমাকে মেনশন দিন।

 2 years ago 

আচ্ছা ভাইয়া ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার হাতের কাজের প্রশংসা না করে পারছিনা। আপনার করা লাজুক খ্যাঁকের চিত্রাঙ্কন টি প্রশংসার দাবিদার। গাছের ডাল পাতা দিয়ে খুবই দিদিয়ে খুবই সুন্দর করে চিত্রাঙ্কন টি উপস্থাপন করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। তবে ভাইয়া আপনি লেখা শেষে দাড়ির পরিবর্তে যে চিহ্ন ব্যবহার করেছেন সেটা দেখতে একদম ভালো লাগছে না,আমার মনে হয় লেখা শেষে দাড়ি দিলেই পোস্ট টি দেখতে বেশি ভালো লাগতো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে আমাদের লাজুক একের ড্রইংটা করলেন। ভালই লাগলো আপনার আজকের drawing পোস্টটি

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ৷ আমার আর্ট পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এক কথায় অপূর্ব লাগছে ছবিটা। এভাবে যে লাজুক খ্যাঁক কে আঁকা যেতে পারে এটা একদম কল্পনার বাইরে। পুরো ছবিটা ফুটিয়ে তোলা এত সহজ ছিল না।আপনি সত্যি অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন ভাই। অনেক শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ধন্যবাদ দাদা ৷ আপনার মন্তব্য পড়ে আসলেই অনেক ভালো লাগলো ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার আর্টিস্ট দেখে সত্যি আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে লাজুক খ্যাঁকের চিত্র অংকন টি সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার চিত্র অংকন টি অত্যন্ত নিখুঁত হয়েছে। আসলে আপনার আর্টিস্ট করার দক্ষতা অনেক বেশি এভাবে এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এই চিত্রাংকন টি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

 2 years ago 

ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আমার ৷

 2 years ago 

ওয়াও, আপনি তো দারুণ চিত্রাংকন করতে পারেন। লাজুক খেকের অসাধারণ একটি চিত্রাংকন করেছেন আপনি। সত্যিই তুলনাহীন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ দাদা আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63820.95
ETH 2497.43
USDT 1.00
SBD 2.69