আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago

IMG-20240923-WA0005.jpg

কাশফুল


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি , আমার তোলা এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ আমি সময় সুযোগ পেলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ আজ বিকেল বেলা একটু নদীর পাড়ে ঘুরতে গেছিলাম ৷ সেখানে ঘুরতে গিয়ে আমার বেশ ভালোই লেগেছে ৷ সেখানকার প্রকৃতি , সৌন্দর্য্য সব কিছু ছিলো দারুণ ৷ তাই সময়টাও আমার বেশ ভালো কেটেছে ৷ সেখানে আমি খানিকটা সময় কাটানোর পাশাপাশি মাঝে মধ্যে বেশ কিছু এলোমেলো দৃশ্যে মুঠোফোনে ক্যামেরা বন্দি করেছি ৷ আসলে নদীর পাড়ে এই প্রকৃতির মাঝে অনেক কিছুই ছিলো মুগ্ধতার ৷ তার মাঝে কিছু দৃশ্যে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আমি ৷ ভালো লাগা থেকেই এসব পাগলামি ৷ জানিনা আপনাদের কেমন লাগবে আমার তোলা এই এলোমেলো ফটোগ্রাফি গুলো ৷ তবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG-20240923-WA0001.jpg

এটা আমাদের গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খুবই ছোট্ট একটি নদী ৷ আজ বিকেলে আমি এই নদীর পাড়েই একটু সময় কাটানোর জন্য গেছিলাম ৷ নদীতে পানি নেই , তবে কোথাও কোথাও পাড় ভরা কাশফুল আছে ৷


IMG-20240923-WA0005.jpg

IMG-20240923-WA0015.jpg

শেষ বিকেলে কাশফুল গুলো দেখতে বেশ ভালোই লাগে ৷ সূর্য যখন পশ্চিম দিকের আকাশে তখন কাশফুলের সাথে রঙিন আকাশটা দেখতে বেশ দারুণ হয়ে ওঠে ৷


IMG-20240923-WA0004.jpg

IMG-20240923-WA0007.jpg

নীল আকাশের সাথেও কাশফুল বেশ মানায় ৷ একই সময়ে পূর্বদিকের নীল আকাশের সাথে কাশফুলের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি , প্রকৃতির এই সৌন্দর্য বোঝার জন্য ৷


IMG-20240923-WA0032.jpg

IMG-20240923-WA0033.jpg

গ্রামের সবুজ মাঠ , কাশফুল , রঙিন আকাশ - মুগ্ধতায় ভরা ৷ প্রকৃতির এই সৌন্দর্য্য উপভোগ করার মতো সুখ আর কিছু নেই ৷


IMG-20240923-WA0017.jpg

IMG-20240923-WA0020.jpg

প্রকৃতির সব কিছুই সুন্দর ৷ যদি সেটা কাছ থেকে উপভোগ করা যায় ৷ নদীর পাড়ে জন্মানো একটি ছোট ফুল ৷ দেখতে খুবই সুন্দর ৷ তবে এই ফুলের নাম আমার জানা নেই ৷


IMG-20240923-WA0011.jpg

IMG-20240923-WA0013.jpg


শেষের এই চুপসে যাওয়া ফুলটির নাম কলমি ফুল ৷ নদীর পাড়ে কলমি গাছে ফুটে আছে ৷ দেখতে বেশ ভালোই লাগছে ফুলটি , যদিও রোদে চুপসে গেছে ৷ তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ফটোগ্রাফি পোস্টটি দেখার জন্য ৷ আবারও ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ প্রকৃতির ছবি
ক্যামেরাঃ redmi note 10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 23 Sep 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 3 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। কাশ ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

বাহ চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। সূর্যাস্ত কাঁশফুল সবুজ মাঠ ধানক্ষেত সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ ভাই আমাদের সাথে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই , আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ

 3 months ago 

সর্বপ্রথম আমি আপনার সকল ফটোগ্রাফি গুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কেননা একজন প্রফেশনাল ফটোগ্রাফারের মত আপনি প্রতিটা ছবি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে প্রত্যেকটা ছবি আমার কাছে দারুণ মনে হয়েছে। এছাড়াও প্রতিটা ছবির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার প্রত্যেকটা কথা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে তুলেছে ৷ অসংখ্য ধন্যবাদ দাদা

 3 months ago 

দাদা আপনার তোলা ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমি একটু বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

জাস্ট অসাধারণ ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। বিশেষ করে কাশফুলের সৌন্দর্য দেখে বেশ ভালো লাগলো। শেষের কলমি ফুলের ফটোগ্রাফিও অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

শেষ বিকেলের কাশফুল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। এক কথায় অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন। অনেক ভালো লেগেছে ভাইয়া।

 3 months ago 

ধন্যবাদ আপু , আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷

 3 months ago 

অনেক ভালো লেগেছে ভাই আপনার রেনডম ফটোগ্রাফি গুলো। রেনডম ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি রেনডম ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে প্রত্যেকটি রেনডম ফটোগ্রাফির দিকে। চমৎকার রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। এখানে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে একের পর এক ফটোগ্রাফি যখন দেখছিলাম তখন আপনার ফটোগ্রাফির দক্ষতা সম্পর্কে খুবই ভালোই ধারণা পাচ্ছিলাম৷ একই সাথে এখানে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

আপনাকে স্বাগতম।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 97835.70
ETH 3622.57
USDT 1.00
SBD 3.25