মহা ষষ্ঠীর শুভেচ্ছাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

durga-6647827_640 (1).jpg
Pictures

মহা ষষ্ঠীর শুভেচ্ছা


আজ মহা ষষ্ঠী ৷ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের জন্য রইল দূর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ এবং আজ মহা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার প্রতিটি ভাই বোনদের জন্য ৷ আজ আমাদের সনাতনী ধর্মীয় মানুষদের জন্য একটি বিশেষ দিন ৷ আজ মহা ষষ্ঠীর দিনে দেবী দুর্গা স্বর্গ থেকে কন্যারূপে মর্ত্যলোকে আসছেন ৷ সঙ্গে আসছেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ৷ ধন, ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী ৷ সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক। এঁরা মায়ের চার সন্তান। সবাই আজ এই মহা ষষ্ঠীতে পৃথিবীতে আসবেন ৷ সব পুজো মন্ডপে শুরু হয়ে গেছে নতুন আয়োজন ৷ কাল সপ্তমী থেকে শুরু হবে সব মন্দিরে সব সনাতনী ধর্মীয় মানুষদের ঘুরাঘুড়ি ৷ এই মহা ষষ্ঠীর দিনে ছোট বেলায় অনেক অনুভুতি কাজ করতো ৷ যদিও সময়ের ব্যবধানে অনেক পরিবর্তন এসেছে , এখন আর সেই ছোট বেলার মতো মহা ষষ্ঠীর অনুভুতি খুজে পাই নাহ ৷

durga-3292093_640.png


হাজার সমস্যা নিয়েই জীবন ৷ আজ ভালো তো কাল ভালো নেই ৷ একটা পর একটা সমস্যা যেনো জীবনে লেগেই আছে ৷ জীবনের এই সমস্যা গুলো হয়তো থেকেই যাবে ৷ কারণ আমরা মানুষ জাতি , আমাদের চাওয়ার শেষ নেই ৷ আমরা যা পাই , যা আছে তা দিয়ে আমাদের হয় না ৷ আরো লাগবে , ওটা লাগবে , সেটা লাগবে , এটা নাই , ওটা নাই এমনি ভাবনা ভাবি সব সময় ৷ যা আছে তা নিয়ে কখনো কেউ সুখি হতে পারি নাহ ৷ জীবনে যা আছে , যা পাই তা নিয়েই যদি সুখি হতে পারতাম তাহলে বোধায় এতো মানসিক কষ্ট পেতে হতো না আমাদের ৷ সুখি তো সেই মানুষ টাই যে অল্প কিছু নিয়েই সুখ অনুভব করে ৷ আসলে এমন মানুষ অনেক কম আছে যারা অল্পতেই খুশি ৷ যা আছে তা নিয়েই হাসিমুখে দিন কাটাতে পারে ৷

আমি হয়েছি তেমনি একটা মানুষ ৷ আমার যা আছে আমি তা নিয়ে খুশি থাকতে পারিনা ৷ একটুতেই মন খারপ আর কষ্ট নিয়ে বসে থাকি ৷ চাওয়া পাওযার হিসাব শেষ হয়না ৷ একটা ইচ্ছে পূরন হলে আরেকটি তৈরি হয় ৷ ছোট বেলায় এমন ছিলো না দিনগুলো ৷ বড় হওয়ার সাথে সাথে অনেকটা পরিবর্তন এসেছে ৷ ছোট বেলায় সেই ছোট জিনিসটা নিয়েই খুশি হতাম ৷ বড় হয়ে আর তা পাড়ি না ৷ তাই বোধায় ছোট বেলায় মতো মহা ষষ্ঠীর সেই মিষ্টি অনুভুতি এখন খুজে পাই নাহ ৷ ছোট বেলায় দূর্গা উৎসব এলেই অনেক খুশি লাগতো ৷ এখন বছরে এতো বড় একটি উৎসব এলো অথচ কেনো অনুভুতি কাজ করে না আমার ৷ আমি চেষ্টা করছি এই দিনগুলোকে উপভোগ করার জন্য ৷ দেখি সব ভুলে মায়ের পূজা দারুণ ভাবে উপভোগ করতে পারি কি নাহ ৷ সবার এই দিন গুলি অনেক সুন্দর এবং ভালো ভাবে কাটুক এই আশা ৷ সবার জন্য আবারও মহা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো ৷ ভালো থাকুন সবাই সব সময় ৷

durga-7454212_640.webp
Pictures


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আসলেই ছোট বেলার পুজোর মজা টা আর পাওয়া যায়না।আগে এক প্যান্ডেল এর পুজা দেখেও মজা ছিল।এখন হাজার প্যান্ডেল ঘুরলেও সেই মজা খুজে পাওয়া যায়না।আপনারও পুজোর দিন গুলো অনেক ভাল কাটুক।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59264.94
ETH 2604.33
USDT 1.00
SBD 2.38