বাঁশির ম্যান্ডেলা আর্ট
শুভ বিকাল..
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমার বেশ ভালোই লাগে ৷ আমি প্রত্যেক সপ্তাহে একটি করে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করি ৷ তারওই ধারাবাহিকতায় আজও একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম ৷ আশা করি আমার আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে একেক দিন একেক রকম পোস্ট করতে আমার বেশ ভালোই লাগে ৷ আমি প্রত্যেক দিন আলাদা আলাদা পোস্ট করার চেষ্টা করি ৷ আজও একটি ভিন্ন ধরনের আর্ট পোষ্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ৷ আজকে আমি সিম্পল একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করেছি ৷ আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷
তো চুলন এবার আর্টের প্রক্রিয়া গুলো দেখে আসা যাক...
প্রয়োজনীয় উপকরণঃ
- আর্ট খাতা ,
- পেন্সিল ,
- ইরেজার ,
- রুল কম্পাস এবং
- সাইন পেন ৷
আর্টের ধাপসমূহঃ
শুরুতে আমি আর্ট খাতায় সাইন পেন দিয়ে বাঁশির প্রতিছব্বি এঁকে নিয়েছি ৷
এরপর রুল কম্পাস দিয়ে কিছু দাগ টেনে নিয়েছি ৷
এরপর বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে আর্টটি সাজিয়ে তোলার চেষ্টা করেছি ৷
ধীরে ধীরে আমি অনেকটাই এঁকে ফেলি ৷
শেষমেশ বাঁশির ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ হয় ৷
এরপর কিছু ফটোগ্রাফি করে নেই ৷
আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ ধন্যবাদ সবাইকে ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 23 /04/2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
ভাইয়া অসাধারণ বাঁশি ম্যান্ডেলা আর্ট আপনি তৈরি করেছেন। আপনার এই বাঁশির ম্যান্ডেলা আর্ট টি দেখতে আমার কাছে সত্যিই অনেক অনেক সুন্দর লাগছে। খুবই সুন্দর দক্ষতা ধৈর্য সময় নিয়ে একটি করেছেন দেখে বোঝা যাচ্ছে। আপনার এই মেন্ডেলা আর্ট তৈরি করার প্রক্রিয়াটি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। সুন্দর বাসির ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷
মেন্ডেলা চিত্রগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আজকে আপনি বাঁশির অসাধারণ এই মেন্ডেলা চিত্র অঙ্গন করেছেন। ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লেগেছে।অনেক দক্ষতার সাথে অঙ্কন করলেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আপনার ম্যান্ডেলা আর্ট টি খুব সুন্দর হয়েছে।আসলে এ ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।আর এই দুটোর সমন্বয় ঘটাতে পারলে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় ধন্যবাদ ভালো থাকবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ধন্যবাদ ভাই,🌿
ম্যান্ডেলা আর্ট করতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো দাদা। অনেক সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে অবশ্য অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয় তারপরও আপনি সুন্দরভাবে এই আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা
সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এই ম্যান্ডেলা আর্ট করতে সময় লাগলেও আর্ট করার পর দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে নিখুঁতভাবে আটটি সম্পন্ন করেছেন। আর্ট করার ধাপগুলো গুছিয়ে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
অনেকদিন আগে আমি এমন একটি বাশিঁর ম্যান্ডেলা আর্ট তৈরি করেছিলাম। আপনি আজকে খুবই সুন্দর করে বাশির মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। মেন্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷
আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷
বাঁশির সাথে অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। আপনার ম্যান্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। আর্ট তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। এরকম সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷
আপনি তো দেখতে অনেক সুন্দর বাঁশের মেন্ডেলা আর্ট করতে জানেন। এ জাতীয় বাঁশের
বাঁশি গুলো খুবই ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর হয়েছে আপনার এই বাঁশি।
আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে
আমিও প্রতি সপ্তাহে একটি করে আর্ট এবং ডাই পোস্ট করার চেষ্টা করি। আর্ট এর মধ্যে ম্যান্ডেলা আর্টগুলো সব থেকে বেশি ভালো লাগে। আপনার আজকের বাঁশির ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। ভিতরের ছোট ছোট ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে এঁকেছেন যার কারণে এত সুন্দর লাগছে দেখতে।
আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ৷
পোস্ট এর মাঝে ভ্যারিয়েশন রাখা ভালো। আমিও চেষ্টা করি রাখতে। তবে এই আর্ট আমার দ্বারা একেবারেই হয় না। বাঁশির মান্ডালা আর্ট টা সুন্দর করেছেন। বেশ চমৎকার লাগছে। দেখে বোঝা যাচ্ছে এটা কোন শৈল্পিক মানুষের বাঁশির আর্ট। ধন্যবাদ ভাই আমাদের সাথে বাঁশির মান্ডালা আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷