DIY- এসো নিজে করি || একটি মেয়ের ডিজিটাল আর্ট || ১০% লাজুক খ্যাঁকের জন্য..

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-05-06_00-25-04-938.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বৃহস্পতিবার ০৫ মে ২০২২ ইং
বাংলা ২১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ


আমার প্রিয় বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় ৷ আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি নতুন একটি ডিজিটাল আর্ট পোস্ট নিয়ে ৷ যদিও আমি ভালো কেনো আর্টিস্ট না ৷ তবুও আমি আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করতে চেষ্টা করি ৷ আশা করি সবার ভালো লাগবে আমার ডিজিটাল আর্টটি ৷ আজ আমি একটি মেয়ের ডিজিটাল আর্ট শেয়ার করবো ৷ ডিজিটাল আর্ট করা খুব কঠিন নয় , তবে একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজ করতে হয় ৷ আজ আমি আপনাদের সাথে একটি মেয়ের ডিজিটাল আর্ট এর তৈরির ধাপ গুলো ধীপে ধীপে শেয়ার করবো ৷ চলুন তাহলে শুরু করা যাকঃ

প্রয়োজনীয় উপকরণঃ

একটি মেয়ের ডিজিটাল আর্ট করার জন্য আমার প্রয়োজন হয়েছে সাদা কাগজ , কালো কলম ও infinite design মোবাইল অ্যাপ ৷

অঙ্কনের প্রক্রিয়াঃ

ধাপ-০১
IMG_20220505_230402.jpgIMG_20220505_230320.jpg
শুরুতে আমি কালো কলম দিয়ে সাদা কাগজে ছবিটি অঙ্কন করি ৷ এরপর আমি এই ছবিটি মোবাইল অ্যাপ ব্যবহার করে ভেক্টর আর্ট তৈরি করবো ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধাপ-০২
Screenshot_2022-05-05-23-18-02-72_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-05-23-22-10-32_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
এজন্য আমি প্রথমে আমি মোবাইল অ্যাপ এ ডুকলাম ৷ এরপর কালো কলমে সাদা কাগজে অঙ্কন চিত্রটি ইনপুট করলাম ৷ এবং ব্রশ ও বল পয়েন্ট সিলেক্ট করে ছবি অঙ্কন করতে শুরু করলাম ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধাপ-০৩
Screenshot_2022-05-05-23-24-31-88_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-05-23-29-08-59_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
প্রথমে আমি অঙ্কন মেয়েটির মাথা , চুল ও একটি টুপি অঙ্কন করে নিয়েছি ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধাপ-০৪
Screenshot_2022-05-05-23-33-59-18_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-05-23-35-01-82_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
এই ধাপে আমি আরো কিছু অংশ অঙ্কন করে নিয়েছি ৷ এবং দুইটি হাতও অঙ্কন করে নিয়েছি ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধাপ-০৫
Screenshot_2022-05-05-23-37-28-43_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-05-23-39-09-78_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
এই ধাপে আমি অঙ্কন মেয়েটির জন্য একটি পোশাক অঙ্কন করে নিয়েছি ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধাপ-০৬
Screenshot_2022-05-05-23-41-08-71_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-05-23-44-43-22_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
এরপর আমি অঙ্কন মেয়েটির পেশাক একটু ডিজাইন করি এবং অঙ্কন মেয়েটির দুইটি পা অঙ্কন করি , সাথে জুতাও অঙ্কন করে নিয়েছি ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধাপ-০৭
Screenshot_2022-05-05-23-46-18-87_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-05-23-46-36-45_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
একটি মেয়ের ডিজিটাল অঙ্কন মোটামুটি ভাবে শেষ হলে , আমি রং সিলেক্ট করে রং করতে শুরু করি ৷ এজন্য আমি প্রথমে কালো রং ব্যবহার করে চুল ও লালা রং ব্যবহার করে পোশাক রং করে নিয়েছি ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধাপ-০৮
Screenshot_2022-05-05-23-47-45-48_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-05-23-49-20-27_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
এরপর আমি অঙ্কন চিত্রটির হাত পা রং সিলেক্ট করে কালার করে নিয়েছি ৷ সাথে মেয়েটির মাথার টুপিও ভিন্ন ভিন্ন রঙ্গে সাজানোর চেষ্টা করেছি ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

শেষ ধাপ
Screenshot_2022-05-05-23-57-56-82_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-05-06-00-00-19-24_c372e573ea43c9a2257e3758638f8292.jpg
শেষ ধাপে আমি অঙ্কন ছবিটি সম্পূর্ণ ভালো ভাবে রং করার শেষ করে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কালার করে নেই ৷ এবং এখানেই অঙ্কনের সমাপ্ত হয় ৷

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ফাইনাল আউটপুট

Picsart_22-05-06_00-22-02-654.jpg

আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি সবার কাছে আমার তৈরি ডিজিটাল আর্টটি ভালো লাগবে ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আপনাদের মাঝে আবার ও উপস্থিত হবো আরো ভালো কিছু নিয়ে ৷ আমার বাংলা ব্লগ কমিউনিটির সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়একটি মেয়ের ডিজিটাল আর্ট
ক্যামেরারিয়েলমি সি এগারো
আর্ট & ফটোগ্রাফিনিরব
তারিখ১৩ এপ্রিল ২০২২ ইং
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

দারুন একটি স্টাইলিশ মেয়ের ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্ট দেখতে যেমন আকর্ষণীয় হয় তেমনি খুব ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মেয়েটির টুপি। খুব সুন্দর কালার কম্বিনেশন দিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু ৷ একটু চেষ্টা করেছি ৷ আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ৷

 2 years ago 

ডিজিটাল আর্ট আমার কাছে সবসময় ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি মেয়ের ডিজিটাল আর্ট করেছেন। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি খুব মডার্ণ। খুব সুন্দর। মাথায় অনেক সুন্দর একটি ক্যাপ পরেছে। দেখতে আসলে একটি মেয়ের মত লাগছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে ডিজিটাল করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷ আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

একটি মেয়ের ডিজিটাল আর্ট খুব সুন্দর করে আমাদের মত উপস্থাপন করেছেন আপনার ডিজিটাল আর্ট আমার খুব ভালো লেগেছে ।একটি মেয়েকে আপনার সৃজনশীলতার মধ্য দিয়ে দারুন ভাবে উপস্থাপন করেছেন। সৃজনশীলতা এমনই ও মূল্যবান জিনিস যা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এত সুন্দর একটি আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হুমম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷ আপনাদের এমন সুন্দর মন্তব্যের জন্য ভালো কিছু তৈরির উৎসাহ পাই ৷

 2 years ago 

বর্তমানে ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা যায় যেটি আপনি করে আমাদের সাথে তুলে ধরেছেন। এভাবে প্রতিনিয়ত অনেকেরই সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট দেখতে পাই।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেয়ের ডিজিটাল চিত্রাংকন আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ৷ একটু চেষ্টা করেছি কেবল আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ৷

 2 years ago 

হলুদ টুপি মাথায় মেয়েটিকে দেখতে দারুণ দেখাচ্ছে ভাই। মেয়েটির ডিজিটাল আর্ট টা আপনি অনেক নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন। আপনার কাছ থেকে আজকে একটি সৃজনশীল কাজ শিখে নিলাম। দারুন একটি সৃজনশীল পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আশা রাখি ভবিষ্যতে এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে আরও উপহার দিবেন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই ৷ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরো ভালো কিছু শেয়ার করার ৷

 2 years ago 

একটি মেয়ের অসাধারন একটি ডিজিটাল অংকন করেছেন আপনি খুবই দারুন হয়েছে এবং অনেক সাজিয়ে গুছিয়ে প্রত্তিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

হুমম ভাই একটু চেষ্টা করেছি ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক সুন্দর করে একটি মেয়ের ডিজিটাল আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর উপস্থাপনার পাশাপাশি প্রতিটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷ আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

আপনাকেও স্বাগতম ভাইজান 💚

 2 years ago 

একই আর্ট করে দেখালেন ভাই। মনে হচ্ছে যেন মেয়ে তো নয় যেন আকাশের পরী। এত সুন্দর করে ডিজিটাল আর্ট আপনি করতে পারেন তা তো ভাবতেই অবাক লাগছে। চালিয়ে যান এভাবেই সফলতা, দ্বারপ্রান্তে।

 2 years ago 

হুমম ভাই চেষ্টা করি ভালো কিছু তৈরি করতে ৷ কতটা পাড়ি তা আপনার ই বলতে পারবেন ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার ডিজিটাল অংকনটি খুব সুন্দর হয়েছে। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে আপনি ডিজিটাল অঙ্কন করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷ একটু চেষ্টা করেছি কেবল আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ৷

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে একটি মেয়ের ডিজিটালে অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই অঙ্কিত ডিজিটাল মেয়ের চিত্রটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর করার চেষ্টা করেছি ৷আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আমার ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60562.69
ETH 2903.08
USDT 1.00
SBD 2.34