আর্ট পোস্ট
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি আর্ট পোস্ট শেয়ার করবো ৷ আজকে সারাদিন এদিক সেদিন ঘোরাঘুরি আর টুকটাক কাজ করতেই বেলা শেষ হয়ে গেলো ৷ শীতের দিন , বিকেল থেকেই শীত পড়া শুরু হয়েছে ৷ সন্ধ্যায় বাজারে গিয়ে একটু চায়ের আড্ডা দিলাম ৷ ফেরার পথে দেখি চারদিক কুয়াশায় ঢেকে গেছে ৷ আমাদের পঞ্চগড় জেলায় প্রতিবার শীত একটু বেশিই পড়ে ৷ এবারো শুরু হয়েছে ৷ কুয়াশা আর ঠান্ডা একটু বেশিই লাগছে ৷ বাড়ি এসে দেখি আগুন জালানো হয়েছে ৷ সবাই আগুনের পাশে বসে আগুনের তাপ নিচ্ছে আর আড্ডা দিচ্ছে ৷ আমিও ভাবলাম একটু গরম হওয়া যাক ৷ তাই সেখানে গিয়ে সবার সাথে বসলাম আর কিছুক্ষণ আড্ডা দিলাম ৷ এরপর রুমে এসে টেবিলে বসে সিম্পল এই আর্টটি করলাম ৷ আগেভাগেই ভেবে রেখেছি আজ একটা সিম্পল আর্ট পোস্ট করবো ৷ এজন্য আর কিছু না ভেবে কাজ শুরু করে দিলাম ৷ সাদা কালো খুবই সহজ এবং সুন্দর একটি আর্ট ৷ যেখানে একটি গাছের ডালে কিছু লতাপাতা আর কিছু লাভ(ভালোবাসা) ঝুলে আছে ৷ যাই হোক , আর্ট করতে একদমই পারি নাহ ৷ তাও মাঝে মাঝে চেষ্টা করি ৷ আশা করি আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের সবার ভালো লাগবে ৷
প্রয়োজনীয় উপকরণঃ
- আর্ট খাতা ,
- পেন্সিল ,
- রুল কম্পাস ,
- সাইন পেন এবং
- মার্কার পেন ৷
আর্টের ধাপঃ
শুরুতে আর্ট খাতায় রঙিন পেন দিয়ে একটি ফ্রেম এঁকে নিয়েছি ৷ এবং পেন্সিল দিয়ে গাছের ডালের একটি ডিজাইন এঁকে নিয়েছি ৷
এরপর সাইন পেন দিয়ে গাছের ডালের ডিজাইন টি আরো ফুটিয়ে তুলেছি ৷
এরপর ডালে কিছু লতা পাতা এঁকে নিয়েছি ৷
তারপর কিছু লাভের ডিজাইন এঁকে নিয়েছি ৷
এরপর সেগুলো মার্কার পেন দিয়ে কালার করে নিয়েছি ৷
কালার করা শেষ হলেই আমাদের এই সিম্পল আর্টটি সম্পূর্ণ ৷
এরপর কিছু ফটোগ্রাফি করে নিই ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 09 Dec 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
চারদিকে কুয়াসার চাদরে ঢেকে গেছে প্রকৃতি। শীত নিবারনের জন্য গ্রামের মানুষজন আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিয়ে শীত নিবারনের চেষ্টা করে। আপনি চায়ের আড্ডা দিয়ে এসে চমৎকার সুন্দর করে আর্ট করেছেন। গাছের ডাল ও ঝুলে থাকা লাভ আর্ট টি অসাধারণ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেন্সিল দিয়ে একটি ফুলের দৃশ্য আর্ট করেছেন। আমার কাছে পেন্সিল আর্ট গুলো একটু বেশি ভালো লাগে। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি ফুলের দৃশ্য দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর্ট টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।
উত্তরাঞ্চলে সবসময়ই একটু বেশিই শীত পড়ে। তবে দু'দিন যাবৎ মনে হচ্ছে সব জায়গায় শীত শুরু হয়েছে। শীতের রাতের আগুনের পাশে বসে হাত পা গরম করে নিয়ে ঘুমাতে কিন্তু খুব আরাম লাগে। ছোটবেলায় আমি ঘুমানোর আগে তাই করতাম। যাই হোক আপনি আজ সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। অনেক সময় সিম্পল আর্ট দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করলেন দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে গাছের লতাপাতা দিলেন। সুন্দর লাভপাতা আর্ট করলেন দেখতে ভালো হয়েছে। সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন। দেখে মুগ্ধ হলাম। অসাধারণ লেগেছে আর ধাপে ধাপে সুন্দরভাবে শেয়ার করলেন দেখে মুগ্ধ আমি।
লাভের সমন্বয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন ভাইয়া।আপনার এই আর্টটি দেখতে চমৎকার হয়েছে।আর্টটি সিম্পল হলেও দেখতে দুর্দান্ত হয়েছে।নিখুঁত হাত এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আগুন তাপিয়ে রুমে এসে আপনি অনেক সুন্দর একটা সিম্পিল আর্ট তৈরি করেছেন আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে । আসলেই ভাবার বিষয় এত ঠান্ডায় আপনি যে ধৈর্য সহকারে এত সুন্দর আর্ট তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
ওয়াও আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি আর্ট পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে নিজের হাতের কাজের দক্ষতার মাধ্যমে আমাদের মাঝে পোস্ট তৈরি করে ধারাবাহিকতা বজায় রেখে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর্ট টি খুবই সিম্পল,কিন্তু খুবই দৃষ্টিনন্দন। এত সিম্পল কিন্তু সুন্দর আর্ট খুবই কম দেখেছি৷ ধন্যবাদ ভাইয়া সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।
দেখার মতো অনেক সুন্দর একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার এত সুন্দর সু দক্ষতা সম্পন্ন পোস্ট দেখে।